![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওভাবে টেনে হিঁচরে আমাকে
চাঁদের পাহাড় থেকে নামালে
বন্ধুরা কি ভাবলো বলো ?
এতে কার সন্মান বাড়ল?
তোমার না অামার?
মেয়েটা কে ?
তোমার কি মনে হয় ?
ওটি তোমার কত নম্বর শুনি ?
অারে বাবা জোৎস্না কোনও মেয়ে নয়
ও চাঁদের অালো,তাতেই স্বপ্ন বুনি
জোৎস্না যদি এতই ভালো
জ্বাললে কেন মোমের অালো?
তোমার সব কিছুতে বাড়াবাড়ি
অাচ্ছা নাহয় চাঁদের সাথে অাড়ি
সব তাতেই তোমার সন্দেহ অপার
অামি দেখিয়ে দিলাম তুমি কার
অামার চোখের সামনে....
তাও ওই ভাবে একেবারে গদগদ
কিভাবে পার শুনি ?
অামার মনে কোনও পাপ নেই বলে
মনের শিশুটা শিশুর মতই চলে
অধরাটা কে?
মনের হদিস,অন্তরে বাস করে যে
বিষন্ন কল্পনা, ভুলে ভরা অপারগতা
এ তোমার হেলুসিনেশন
স্বপ্ন হয়ে অাসে মনের দুর্বলতা
তুমি হলে এ যুগের হেমলেট
টুবি অর নট টুবি
তুমি ভালবাসা বোঝো ?
ভালবাসা শব্দটাই ভালবাসার শত্রু
ভালবাসা একপ্রকার সহ্যশক্তি
অনেকের সহ্য হয়না
ওটা বোধের ব্যপার, বলার নয়
টু মিট এ লাভার বি এ লাভার
নট এ বেগার
অামাকে বিশ্বাস করো ?
বিশ্বাস কোনও বুদ্ধিগ্রাহ্য বিষয় ?
অামি কারো নই
অামি যে প্রান্তরের মত শূণ্যাকার
বাউন্ডুলে,শূণ্যতার তেপান্তর
কখনো নাবিক, জাহাজের নির্জণ
ডেকে দাঁড়িয়ে অনন্ত নীল সমুদ্রের
শুভ্র ফেনায় তন্ময়,কখনো সাহারার
হাহাকার
কখনো লেখক,প্রকৃতির সবুজ শোভায় বিভোর
কখনো রুদ্র ভৈরব,কখনো কোমল
কখনো স্বপ্নভুক কবি
শত্রুকেও ভালবাসি,ভালবাসি সবই
©somewhere in net ltd.