![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেকার : হাসান মনজু
================
মা বাবার ছোট ছেলে বাংলায় এম এ
চটি জোড়া ক্ষয়ে গেছে রথ গেছে থেমে
পুরু চশমায় ঢাকা চোখ গেছে পড়ে
সহবত চরিত্রে উঠেছে সে গড়ে
সংসারে তার খবর কেউ রাখেনা
কখন আসে কী খায় কেউ জানেনা
খাবার টেবিলে পাশে মা বসেনা
বন্ধুরা খোঁজ নিতে বাড়ি আসেনা
খাবারটা পড়ে থাকে একপাশে ঢাকা
বাড়িতে এতলোক তবু লাগে ফাঁকা
বড়টির কী কদর ছেলে রোজগারী
উপরী আছে মাইনে ভারী চাকরী সরকারী
ভাললোক নামডাক চালাক চতুর
বিদ্যায় পন্ডিত, নয় মুখ-ফোঁড়
এত রিটেন ভাইবা চাকরী হয়না
তেলের ফর্মূলাটা জানা হয়না
চায়ের দোকানে আড্ডা সকাল সন্ধ্যা
প্রিয়ার হাতে ফুটেনা রজনীগন্ধ্যা
কাজ কর্ম কিছু নেই,দেরীতে সে উঠে
উচ্ছিষ্টে রুচি নেই তবু ভাগ্যে তা' জোটে
বুক ভরা স্বপ্ন, ধীর পায়ে চলে
ভাবীদের টিপ্পনী ভেজা দেশলাই বলে
এত অবহেলা, তবু মৃদু হাসে
কল্পনার ফানুশ দুরাশায় ভাসে
©somewhere in net ltd.