![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জাদরেল গিন্নী: হাসান মনজু
=========================
গিন্নীর গলা ঝনঝন করে খনখন
অষ্টপ্রহর যখন তখন
মাছ মাংস নেই কিছু ঘরে
বন্ধু এখনো ছাড়েনিযে তারে
গিন্নীর নাম যে ললনা
তাই জগতের কোনো ল' সে মানেনা
বোঝা কঠিন কোনটা ন্যাকা কোনটা মেকি
আসলটা কি কোনটা ফাঁকি
খেলা বই গান সবখানে দোষ
আচানক হয় ভীষণ নাখোশ
নিজের ভাবে নিজেই চতুর
বলে বই পড়ে হচ্ছো ফতুর
বই পড়ে কিছু হয়?
শুধু চোখের আয়ু ক্ষয়
দূর্বোধ্য বই পড়ে মগজে হানো শূল
গিন্নী আমার সব কাজেই খুঁজে বেড়ান ভুল
পড়ছো যত ততই হচ্ছো গাধা
রবি নজরুল না কিনে কিনতে যদি আদা
এতই যদি বই খেলা গান আমায় দাও বাদ
গাধা কেন বুঝবে বলো আদার কি স্বাদ
মধ্যবিত্তের আদর্শ,ধনীর বিত্ত অহংকার
পান থেকে চুন খসলেই গিন্নীর ঝংকার
গানের টাকায় মাছ মাংসে বাড়তো কিছু রক্ত
দামী একটা শাড়ী হলে রূপের কিছু ভক্ত
কি হবে পড়ে কান্ট,প্লেটো আর এত ভলতেয়ার ?
বলে অযথাই শুধু টাইম পাস করে মগজে নিচ্ছো ভার
হাতের কাছে"রূপচর্চা" আর "রকমারি রান্না"
এ দু'টো বই থাকলে ঘরে আর কিছু চাননা
অনন্ত ঞ্জান এই সীমিত জীবনে পাবেনা শেষ তার
কি হবে টাক বাড়িয়ে পড়ে বুভ্যেয়ার
মিল্টন,জিবরান এ হ্যান্ডফুল অব ডাষ্ট
লাগে শুধুই কেরিয়ার গাইড ফর ইন্টারভিউ জাষ্ট
বই যদি না কিনি তবে গান কিনে শুনি
আদিখ্যেতা,গান না কিনে ফ্ল্যাট কিনো, হও বুদ্ধিমান প্রানী
বলি,অযথা কেন রাগ দেখানো
কথায় কথায় চোখ রাঙানো
এটাকি প্রথম রাতের প্রথম বিড়াল মারা ?
গিন্নীর রাগ উচ্চগামী চোখের দৃষ্টি টেরা
বলে, পাশের বাড়ী দেখো
দেখে বৌ এর কদর শেখো
নাহয় জুড়িগাড়ী ডাইকলাম
এই বাপের বাড়ি চইললাম
©somewhere in net ltd.