![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফিরে আসো বারে বারে : হাসান মনজু
==========================
ফিরে আসো তুমি বারেবারে
এক বেদনার স্মৃতি নিয়ে
তুমি হারা এই গভীর শূণ্যতা
পুরাবো কি দিয়ে
পিতা তুমি ফিরে আসো বারেবারে
কলঙ্কিত এক প্রশ্ন নিয়ে
কাঁদি বেদনায় মরি লজ্জায়
ওরাও বাঙালী,এ মুখ লুকাব কোথায়
ঢাকবো কি দিয়ে ?
তোমার দীক্ষা বড় প্রয়োজন আজ
বাঙালী এক হ'তে
বজ্রকন্ঠে মিশে আছো তুমি
বাঙালীর দৃপ্ত শপথে
'৫২,'৬২,'৭১ ফিরে আসে বারবার
অগ্নিঝড়া ৭ মার্চ বাঙালীর অহংকার
পিতা মোরা আজো পথ চেয়ে থাকি
তোমার অপেক্ষায়
নবান্নের সোনালী আভায়
কৃষানীর আঙ্গিনায়
ময়না টিয়ে বুলবুলি আর
দোয়েল পাখির শিষে
বীর বাঙ্গালীর চেতনায় তুমি
চিরদিন রবে মিশে
মাটির প্রদীপে ছড়িয়ে আছো
প্রতিটি অগ্নিশিখায়
১৫ আগষ্ট '৭৫ বাঙালীর শোক গাঁথায়
হৃদয় জুড়ে আছো পিতা তুমি
রবে চির অম্লান
বাংলার মহান স্থপতি
শেখ মুজিবুর রহমান
২| ১৫ ই আগস্ট, ২০১৫ রাত ৯:১৮
সোজা কথা বলেছেন: অনেক অনেক ভাল লাগা।
৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:২৩
হাসানমনজু বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৫ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: ফিরে আসো তুমি বারেবারে
এক বেদনার স্মৃতি নিয়ে
তুমি হারা এই গভীর শূণ্যতা
পুরাবো কি দিয়ে
দারুন লিখেছেন