![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৈভব : হাসান মনজু
===============
পৃথিবীটা কি সরাই নাকি মুদিখানা
মাথা গেছে গুলিয়ে
ঈশ্বর টাটে বসে আছেন
দাঁড়িপাল্লা ঝুলিয়ে
সম্পদ কি মানুষ দিয়ে ভাগ করো?
অসম ঐশ্বর্য্য ভুল অংকে গড়ো
এক জনের প্রাচুর্য্যে অহংকার
অন্য জনের দৃষ্টি অদ্ভুত বঞ্চনার
কোটি কোটি অগ্নিঝড়া শব্দ
বইয়ের ভাঁজে নিশ্চুপ নিস্তব্ধ
লক্ষ লক্ষ কথা মালা ইথারে ভেসে যায়
পৃথিবীর অাদি বিলি ব্যবস্থা বহাল রয়ে যায়
টাই-অাঁটা সেমিনার কথার ফুলঝুড়ি
মোহাবিষ্ট কথামালায় সভ্যতা চুরি
ফাইল বাঁধা তথ্য,উপাত্ত,সুপারিশ
মোসাহেবের জ্বী হুজুর আর কুর্নিশ
রাজারাই রাজা হয় জমিদার ভূস্বামী
তোমার রাজত্বে একই সালতামামী
পৃথিবীর যত ইজম,দর্শন,সংস্কার
পুরুষানুক্রম বিত্তের উত্তরাধিকার
২| ২১ শে আগস্ট, ২০১৫ রাত ১২:০১
মামুন ইসলাম বলেছেন: চমৎকার লেখনী । ধন্যবাদ শেয়ারে ।
©somewhere in net ltd.
১|
২০ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৫৬
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ