![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গীতি কবিতা:হাসান মনজু
-------------
অধরা তুমি ঘুম হয়ে এসো
চোখের পাতায়
গানের সুরে কবির কথায়
নয় স্বপ্নেই এসো তুলির ছোঁয়ায়
কতদিন দেখিনি তোমায়
হৃদয়ে মিশে ছিলে
তাই বুঝিনি তুমি কার
নাবুঝে বলেছি ভালো থেকো
ভুল কী ছিলো আমার
তোমার চাওয়াতেই ভুলেছি তোমায়
তুমি হারিয়েছো বলো কোন অজানায়
স্মৃতি হয়ে ভাসে বটঝুড়ি দোলা
আজো হাতছানি দেয় সেই ছেলেবেলা
অাজো ইচ্ছেগুলো যায় ছুটে যায়
শুধু তোমার মোহনায়
অধরা তুমি ঘুম হয়ে এসো
চোখের পাতায়
গানের সুরে কবির কথায়
নয় স্বপ্নেই এসো তুলির ছোঁয়ায়
©somewhere in net ltd.