![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুর্বোধ্য কবিতা : হাসান মনজু
~~~~~~~~~~~~~~~~~~~~~
যতই দুর্বোধ্য বলো সবকটা কবিতাই
তোমাকে শোনাতে চাই আমি
সময় যদিও তোমার
কবিতা শোনার চেয়ে দামী
তোমাকে বোঝাতে গিয়ে
অভিধান হাতে নিয়ে
সহজ উপমায়
আমি কবিতা সাজাই
কিছুতেই তবু বোঝাতে পারিনি
তবুও আশার হাল ছাড়িনি
কবিতার পর কবিতা ঝালিয়ে
কাছ থেকে বহু দূরে পালিয়ে
দূর্গ গড়েছি কবিতার
অন্তমিলে সাজিয়েছি ছন্দের মিনার
তবুও দেখা হলে শহুরে ব্যস্ততায়
বাসে কিংবা জ্যামে রাস্তায়
কখনো জানতে চাও
এখনো কবিতা লিখি নাকি
গোলাপী কালির ছদ্মবেশে
কবিতায় যদি ভালবাসা মেশে
বুকে যদি জাগে সংশয়
মনের গলিতে হানা দেয় ভয়
কবিতায় হয় যুদ্ধ আর ভালবাসা জয়
আসলে কবিতা টবিতা কিছু নয়
কবিতার ছলে এতটুকু কাছে আসা
চাই কবিতার জন্য এক পৃথিবী
বিশুদ্ধ ভালবাসা
©somewhere in net ltd.