নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সংগীত মানুষকে পরম সূখী করতে পারে

হাসানমনজু

পৃথিবীতে ভাল গান শুনার জন্য বেঁচে আছি।স্রষ্টা যদি কান আর চোখ এ দুটির যে কনো এক জোড়া ফেরত চায় আমি চোখ জোড়া ফেরত দেবো। হাসান মাহমুদ মনজু

হাসানমনজু › বিস্তারিত পোস্টঃ

অবিকল আমার মত : হাসান মনজু

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২২

অবিকল আমার মত : হাসান মনজু
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমার যন্ত্রণাগুলো ছুঁয়ে যাবে
বেহালার সবকটি তার
শোকগুলো সুর করে একদিন
বেজে যাবে দুঃখী বেহালা
ফোন বেজেছিলো,ধরোনি
সাগর বেলায় ঢেউগুলো
আচড়ে পড়বে একেলা
ঘরোয়া জীবনকাল শোক হবে
শোক হবে সুখগুলো,স্মৃতিগুলো
টিপ টিপ পায়ে নামবে শোকের প্রহর
শোকে ভেসে যাবে ঘরের কোনায় কোনায় যত্নে জমানো
কলের গান,আর্কাইভ
ডাইরী,কলম,চশমা,পান্ডুলিপি
ভেসে যাবে স্মৃতির বাগান
আকাশ ভর্তি শোক আর বুক ভরা দীর্ঘশ্বাস নিয়ে আবৃতি হবে
এ কবিতাটাই একদিন
হাঁটুর কাছে দৌহিত্রের করতালি
মাঝে মাঝে এ ঘরে ও ঘরে হাঁটবে
আয়নায় লাগানো লাল টিপ
একটু ধুসরাভ মনেহবে
দেয়ালে যত্নে সাঁটানো বিমূর্ত ছবি
নূতন করে তার অর্থ খুঁজবে
সলতের প্রান্তে জ্বলা নীল ছোপের মত
পোড়া দাগটা কি ছিল আগে ?
তন্ময় হয়ে দেখবে অনেক্ষণ
খেতে অাসুন মা
চমক ভেঙ্গে ভাববে,
নাকি মতিভ্রম,কিজানি
হাওয়ায় দুলবে ছেড়ে রাখা
আকাশী নীল শার্ট
প্রিয় সুগন্ধি সুবাস ছড়াবে
দরজাটাতো খোলাই
কি জানি কখন গেলো
স্মৃতি আবার আড়মোড়া ভাংবে
আলসেতে রাখা অপূর্ণতার ছাপ নিয়ে
টোল খাওয়া,ব্যাঁকা জন্মদিনের কেকের বাক্স ভ্রুকুটি করবে
তবুও যত্নে তুলে রাখা হালকা রঙ
শাড়ীর পাট ভাংবে
আবার বারবিকিউ সুঘ্রাণ ছড়াবে
আনমনে জানালার কাঁচে
আল্পনার মত কিছু আঁকবে
ধুলোর উপর আঙ্গুলের রেখা
ফ্রেমের প্রান্তে এসে থামবে
আর যেতে নেই, এখানেই শেষ
আর কিছু নেই ওখানে
তবুও অনন্ত সময় খুঁজবে আমাকে
অন্ধরা যেভাবে পথখোঁজে
লাঠি ঠুকেঠুকে
দরজার হাতলে,গ্রীলের নকশায় লেগেথাকা স্মৃতি ছুঁয়ে যাবে ভেতরবাগ
কুয়াশার ভেতর অন্যমনষ্ক একলা
শুনবে ব্যর্থ কবির অপাঠ্য কবিতা
বুকের ভেতর ছলোছলো স্মৃতির ঘাঁই
দূর থেকে শুনবে টেলিগ্রাফের তারে বয়ে যাওয়া শব্দ
ছাই উড়ে উড়ে দিগন্তে মেঘ ঘনাবে
দূর থেকে চুঁইয়ে আসা নিয়ন
মাটিতে আলোছায়া খেলবে
স্রোতের টানে ভেসে যাওয়া কচুরীপানা জ্যামিতিক নকশা জুড়বে
সবখানে একেকটি আকৃতি মনেহবে
অবিকল আমার মত

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৩

সুফিয়া বলেছেন: ভাল লেগেছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.