নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সংগীত মানুষকে পরম সূখী করতে পারে

হাসানমনজু

পৃথিবীতে ভাল গান শুনার জন্য বেঁচে আছি।স্রষ্টা যদি কান আর চোখ এ দুটির যে কনো এক জোড়া ফেরত চায় আমি চোখ জোড়া ফেরত দেবো। হাসান মাহমুদ মনজু

হাসানমনজু › বিস্তারিত পোস্টঃ

Gesture of the neck হাসান মনজু

১০ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:২৭

Gesture of the neck
হাসান মনজু
~~~~~~~~~~~~~~~~
ইদানিং তুমি অদ্ভুত গ্রীবা ভঙ্গিতে শুনছো/
বিন্যস্ত শব্দমালায় মনের কথা বুনছো/
বন্ধ ঘড়ির কাঁটা,অনন্ত সময়/
মুখোমুখি,কথায় কথায়,ভাবাবেগে তন্ময়/
শুনে অবাক,বিস্ময়ে বিহবল,বিমূগ্ধ/
নিজের আগুনে পুড়ে তুমি এতটাই বিদগ্ধ/
বল্লাম,পেলে কি পরশ পাথর ?
বল্লে,তুমিও আমার উথ্থানে কাতর?/
অদ্ভুত গ্রীবা ভঙ্গিতে চোখ পাকালে/
ভরভরন্ত দিঘীর মত তাকালে/
না না তা' নয়,প্লিজ ভুল বুঝোনা/
যখন তখন আমার দোষ খুঁজোনা/
পারিনি তোমার ভুল ভাঙ্গাতে/
নুতন রঙে দু' চোখ রাঙাতে/
অবস চেতনায় সমুদ্র দেখাতে/
আমিযে ঊষ্ণ বালির ডাঙ্গাতে/
বল্লাম,কি করে পেলে?
ওমা! আবার কে? ঈশ্বর দিলে/
ছিলেম রঙহীন সুতা/
নিতান্ত ভাগ্যগুনে পোয়াতিরা,
বুনতো পুরোনো কাঁথা/
পেলাম নকশীর কারিগর/
নুতন রঙে সাত মহলা,
জীর্ণ বাড়িঘর/
কে কার কথা শুনছে/
নিন্দুকরা প্রমাদ গুনছে/
ঈশ্বর তোমাকে রঙিন নকশায় বুনছে

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.