নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সংগীত মানুষকে পরম সূখী করতে পারে

হাসানমনজু

পৃথিবীতে ভাল গান শুনার জন্য বেঁচে আছি।স্রষ্টা যদি কান আর চোখ এ দুটির যে কনো এক জোড়া ফেরত চায় আমি চোখ জোড়া ফেরত দেবো। হাসান মাহমুদ মনজু

হাসানমনজু › বিস্তারিত পোস্টঃ

একবিংশের কথোপকথন : পর্ব-২: হাসান মনজু

১২ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:২০

পর্ব : দুই~~~~~
একবিংশ শতাব্দির কথোপকথন : হাসান মনজু
বাইরে শ্রাবনের ধারা,ভিজে বাতাস।
সিক্ত পাতাদের আনন্দোচ্ছাস।
বিদ্যুতের তারে বর্ষনসিক্ত বিপর্যস্থ দু' টি কাক বসেছে মুখোমুখী,
একটু দূরেই বটের ডালে ঝড়ের আঘাতে তথৈবচ তাদের সুখের সংসার। দু' টি দৃষ্টি অনন্ত সময় ধরে কি সব কথা বাতাসে লিখে চলছে ভাষাহীন ভাষায়।দু' হাতের তালুতে চিবুক ধরে বেশ বসেছে নন্দিনী।যেন হাতের ফাঁকে পদ্ম ফুটছে।
-সাত সকালে চিঠি ডেলিভারী হলো সরাসরি বালিশের তলায়।কে সেই পিওন ? সেকি তুমি শুভঙ্কর ?
=সবশেষে তোমার পিওন সাজালে নন্দিনী !
-তবে আমার বিছানার পাশে কে বসলো ?
=হবে হয়তো তোমার কোনো আতঙ্ক
-না না শুভঙ্কর এ তোমার শূন্যতা
=নন্দিনি,এ তোমার তন্দ্রাচ্ছন্নতা।
-অন্ধকার হাতড়ে তোমায় অনেক খুঁজেছি
=এ তোমার হেলুসিনেশন,বুঝেছি
মুখ থুবড়ে পড়ে যাওনি,
এ আমার ভাগ্য নন্দিনী
নিজেকে অন্ধকারের হাতে এভাবে সঁপে দিলে ?
বেসবাস এলোচুল সবকিছু বাতাস উড়িয়ে নিলে ?
আলো,বাতাস,অন্ধকার
তোমার উপর সবার একছত্র অধিকার
আর শুভঙ্কর একটু ছুঁতে চাইলেই
কি হচ্ছে কি ? অসভ্যতা
-ভুলে গেলে আজন্ম লালীত ভব্যতা
=কার চিঠি ? কি লিখেছে বলো ?
-চিঠি কোথায়,এক ঝটকায়
এক ডাকাত বাতাস নিয়েছে কেড়ে
নিয়ে উড়ে গেছে তল্লাট ছেড়ে
দূর থেকে বহু দূরে
অক্ষররা সব অস্পষ্ট জলে ভিজে,
শুভঙ্কর,এত ঝড় জলের রাত্তিরে কেন এলে নিজে ?
=কিছুই মনে নেই ? যেটুকু আছে মনে স্মৃতি থেকে বলো,
নাহয় আজ উঠি চলো।
-উফ! এতো অধৈর্য হলে
পৃথিবী চলে ?
লিখেছে কোন এক ওমর খৈয়াম,
না ঈশ্বর আহুতিতে আমার মন
না আছে প্রার্থনায়
ব্যাস,আজ কাল তো শুধু তোমার সাধনায়
শত বিতর্কে মন শুধু তোমাকে চায়
তোমার কারনে ঈশ্বর বিমুখ
নাস্তিক আমার দু' চোখ
সত্যি করে বলো এ লেখা তোমার নয় ?
=নন্দিনী,তবেতো নুতন করে ভাবতে হয়
-সত্যি করে বলো,তুমি আমায় ভালবেসেছিলে ?
=ভালবাসা! সে অনেক উঁচুস্থরে চলে
সে কখনো মিথ্যে বলে ?
-বিয়ের কথা ভাবোনি ?
=তাতো তুমি নিজেই চাওনি
=তুমি সপ্লিট পার্সোনালিটিতে ভুগতে
হয়তো আমায় সন্দেহের চোখে দেখতে।
-ছিঃছিঃ এতোদিন এভাবেই তুমি ভেবেছো
তবে কেন এখনো এত ভালবাসা জমিয়ে রেখেছো ?
=তোমার দু' টো স্বত্তাকে এক করতে পারিনি
ছিলে নদীর মত তাই বাঁধতে পারিনি
-রাখো তোমার নদী
"নন্দিনী চল,তোমায় নিতে এসেছি"-
হাত ধরে বলতে যদি
=তুমি যে তখন আমার মনের দেবী নন্দিনী
কোনোদিন মানবী ভাবতে পারিনি
-ইশ! মনের কি মতিভ্রম
=ভেবেছিলাম তোমার কারণে সন্ন্যাসী হবো
তুমি হবে আমার ভৈরবী
-শেষমেষ খোয়াতে সবই
-সন্ন্যাসী কাকে বলে তুমি জানো ?
=জানি সন্ন্যাস মনে ত্যাগ
-কি ত্যাগ ?
=কাম,ক্রোধ,লোভ,মোহ
এক কথায় সব থেকে নির্মোহ
-তাহলে আর রইলোটা কি ?
=মানে ?
বাঘ যদি আলু পটল,সিংহ কলা খায়
তাদের বাঘত্ব সিংহত্ব কোথায়।?
=তাহলে সন্ন্যাসের ডেফিনিশন ?
-সৎ,কর্মময়,সুখী সংসার জীবন
=নন্দিনী,আজ তোমায় এক নুতন অভিধায় ডাকছি
-সে তোমার ইচ্ছে
=আমার বিদূষী
- ওরে আমার সাহসী,হিতৈষী...
চলবে~~~~~~~~~~~

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.