![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘুমের দেশে : হাসান মনজু
~~~~~~~~~~~~~~~~~~~~
সারা দিনের ক্লান্তি শেষে
রবি যাবে ঘুমের দেশে
দিগন্ত হাত বাড়ায় হেসে
সাগর ডাকে নিজের দেশে
রবি ভাবে কার কাছে যায়
রাত কেটে যায় এই দোটানায়
এই ভাবনায় ঠাঁয় দাঁড়িয়ে
দিগন্তকে যায় ছাড়িয়ে
সাগর পানে ছোটে
রবির মুখে হাসি ফোটে
সকাল বেলা স্নানটি সেরে
তটিনীর আদর কেড়ে
নূতন দিনের নূতন সূর্য ওঠে
ধরিত্রীর মুখে হাসি ফোটে
(লেখাটা তাঁদের মুখ দেখে,
যাঁরা বলেন শুধু প্রেমের কবিতা লেখে
©somewhere in net ltd.