![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইনবক্স অণুকাব্য : ৪ : হাসান মনজু
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
অর্কর স্মৃতি গুলো যেন ভেলভেটের বাক্সে যত্নে জমানো জড়োয়ার অলংকার।মাঝে মাঝে জৃীবনের অলস মুহূর্তে বের করে নাড়াচাড়া করে।আবার যত্নে তুলে রাখে।তাতেও কত সুখ।মাঝে মাঝে মনে হয়,পাওয়ার চেয়ে না পাওয়ার আনন্দ প্রভূত।বিষন্নতার চেয়ে একান্ত উপলদ্ধি আর কি আছে।স্মৃতিগুলোয় জড়িয়ে আছে ভালবাসার স্পর্শ।বেশ বোঝা যায়।একটা মধুর অনুভূতি ছড়িয়ে পড়ে সারা শরীর মনে।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
নন্দিনি,তুমি ওভাবে বন্ধুদের মাঝখান থেকে আমাকে টেনে হিচড়ে নিয়ে এলে,এতে কার সম্মান বাড়লো ? তোমার না আমার ?
-জানিনা,মেয়েটা কে ?
= তোমাের কি মনে হয় ?
- ওটি তোমার কত নম্বর শুনি
=তোমার এত সন্দেহ কেন নন্দিনী ?
- আমি দেখিয়ে দিলাম তুমি কার ?
আমার চোখের সামনে, ওকে নিয়ে গান হবে,তাও ওই ভাবে ? একে বারে গদগদ,কি ভাবে পার অর্ক ?
আমার মনে কোনো পাপ নেই বলে,
- রাখো তোমার পাপ
=আরে বাবা তোমার মন পরীক্ষা করছিলাম।
জোৎস্না কোনো মেয়ে নয় মান্না দে' র "ও চাঁদ সামলে রাখো জোৎস্নাকে"...... কিন্তু আমিযে তোমার সোনার শেকলে বাঁধা দাঁড়ের চন্দনা হয়ে থাকতে পারবোনা নন্দিনী।
কি রাগ করলে ?
রোমান্টিক কবিতা উপন্যাস পড়ে প্রেমিক হতে চেয়েছিলাম।জুলিয়েটের সন্ধানে কলির কেষ্ট রোমিও।
এখন মরছি।
ভীষণ তৃষ্ণার্ত আমি,
এই নদী এই ছায়াবট
আমাকে ফিরিয়ে দেয়
ফেরত চিঠির মত
বিবর্ণ বিকেল।
গাছ পাতার আড়ালে ফালি ফালি নীল আকাশ
তুমি আর আমি
যেন আকাশ তাকিয়ে আছে
সাগরের পানে
কোনোদিন যা এক হবার নয়।
নন্দিনী,তোমার অতি আকর্ষনটাই বিকর্ষনের কারণ।
তোমার মন দূর্গম অরণ্যের মত।
আজো বুঝতে পরিনা তোমার কোনটা কথা,কোনটা কথার কথা।
আমি এখন শূণ্যতার তেপান্তর
জীবনে অনেককেই তোমার বিকল্প ভেবেছি
আঁকড়ে ধরার চেষ্টা করেছি
চাঁদের আলো যতই স্নিগ্ধ হোক
সে আলো ধার করা
সে চাঁদ বীভৎস গর্তে ভরা
প্রাণহীন মহাশ্মশাণ
©somewhere in net ltd.