নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সংগীত মানুষকে পরম সূখী করতে পারে

হাসানমনজু

পৃথিবীতে ভাল গান শুনার জন্য বেঁচে আছি।স্রষ্টা যদি কান আর চোখ এ দুটির যে কনো এক জোড়া ফেরত চায় আমি চোখ জোড়া ফেরত দেবো। হাসান মাহমুদ মনজু

হাসানমনজু › বিস্তারিত পোস্টঃ

ইনবক্স অণুকাব্য : ১১ : হাসান মনজু

১০ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৯

ইনবক্স অণুকাব্য : ১১ : হাসান মনজু
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ভাব থমকানো চেহারা নিয়ে দু' দিন ধরে আকাশ।মাঝে মাঝে অশ্রুপাত।প্রান্তর পেরিয়ে ছুটে আসা উত্তুরে হালকা শীতল বাতাসে প্রথম শীতের আমেজ।একটা দোয়েল বেলা শেষের গান ধরেছে।একটু পরেই একটি দিনের মৃত্যু হবে।বুঝি সেই দুঃখ পাখির ঠোঁটে গান হয়ে ঝরছে।
~~~~~~~~
-নন্দিনী,ঘাতক সম্বোধনে রাগ করোনিতো ?
=করবো হয়তো
-মানে?
=মানে এখনো পড়িনিতো
-কি জানি তোমাকে ঘাতক,হন্তারক
এসবই ভাবতে ভাল লাগে
তোমার কাছে যতবার পেতেছি হাত
দিয়েছো শূণ্যতা ভরে
রেখেছি হৃদয়ের বন্দরে
রাশি রাশি থরেথরে
=অর্ক,নিজেকে আমিও কতবার পুড়ে
এভাবে ওভাবে শতবার জুড়ে
অলঙ্কৃত রত্নকনায়
গড়তে চেয়েছি কত উপমায়
তোমাকে দেবার ছলে
হলোনা কিছুতে হলোনা
গড়েছো তুমি কী মন্ত্রবলে
কখনোবা কোনো খেলার ছলে
পৃথিবীর শ্রেষ্ঠ কবিতা গানে
ভাস্কর্যে বিনির্মানে
হৃদয়ের রঙে তুলি ডুবিয়ে
মনের কত মাধুরী মিশিয়ে
তৈলচিত্রে মনের প্রতিমা
উপন্যাসের তিলোত্তমা
=স্মৃতির কী নির্দয় ছোবল
নিঃস্ব কে বারে বারে নিঃসম্বল
তোমার ছোঁয়া তোমার চিঠি
এখনো আমার জীয়নকাঠি
তোমার হাসি তোমার আলিঙ্গন
এখনো ভাবি যখন তখন
-অর্ক,কোজাগরী সব জোৎস্না রাতে
শিশির জড়ানো শিউলী প্রাতে
প্রভাত ফেরীর জনস্রোতে
জয়নুলের আর্ট গ্যালারীতে
একুশের সব বই মেলায়
তোমাকে খুঁজি বেলা অবেলায়
বৃষ্টি বিলাস স্বপ্ন বিলাসে
সাদা মেঘে ভরা শরৎ আকাশে
সত্যি বলছি তোমাকে খুঁজি ভীষণ
সৃষ্টির সান্নিধ্যে তোমাকেই
ভাবি একান্ত প্রয়োজন
=নন্দিনী,নীলক্ষেতে থাকি ঠাঁয় দাঁড়িযে
কি যেন খুঁজি না হারিয়ে
পুরোনো বই এর গন্ধ মেখে
তোমার'ই মতো কাউকে দেখে
আঁতকে উঠি চোখ ফিরিয়ে
লজ্জা ঢাকি মুখ লুকিয়ে
চলবে~~~~~~~~~~~

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫১

আরণ্যক রাখাল বলেছেন: চরম তো! কবিতা এখন ইনবক্সে! ভাল লেগেছে খুব

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.