নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সংগীত মানুষকে পরম সূখী করতে পারে

হাসানমনজু

পৃথিবীতে ভাল গান শুনার জন্য বেঁচে আছি।স্রষ্টা যদি কান আর চোখ এ দুটির যে কনো এক জোড়া ফেরত চায় আমি চোখ জোড়া ফেরত দেবো। হাসান মাহমুদ মনজু

হাসানমনজু › বিস্তারিত পোস্টঃ

ইনবক্স অণুকাব্য : ১২ : হাসান মনজু

১৪ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮

ইনবক্স অণুকাব্য : ১২ : হাসান মনজু
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
নন্দিনী,জীবনের শুধু একটি রাত্তির
সিলিং এ চোখ রেখে পাশাপাশি
ভাবাবেগে তন্ময় স্বপ্ন রাশিরাশি
বলতে পারোনি ভালবাসি
কিংবা ঘৃণা করি
তুমি আসোনি বলে
জানালার ফাঁক গলে
জোৎস্না জোনাকীরা এসে
শুয়ে থাকে পাশে
এখন চাঁদকে এতো ঘৃণা
রাতের কাছে ঘুমের দেনা
দু' চোখ ভরা জলোচ্ছাস
চাঁদের তলায় জমাট বাঁধা
কালো মেঘের দীর্ঘ্যশ্বাস
কি জেনে গেছে
তোমার মনের গোপন কথা
আমি সভ্যতার কাছে
গোপন রেখেছি
সে রাত্রীর নিরবতা
অর্ক,সেদিন থেকে শেষ হলো প্রেম
জন্ম নিলো এক অদ্ভুত ভালবাসা
মিছিলে মিছিলে বিভোর
শ্লোগানে শ্লোগানে মুখর
তীব্র বেগে ছুটে আসা
বিরোধী দলের ছোঁড়া গোলাপ
রাশি রাশি চন্দ্রমল্লিকার
ভাঁজে ভাঁজে বিষাক্ত বর্শা টোটেম
অর্ক,সরে এসো বুকের কাছে
এখানেই একটাই আগল
তাতে দু' জনার ঠিক চলে যাবে
দু' জন দাঁড়িয়ে মুখোমুখী
পৃথিবীর সব চেয়ে সুখী
দাঁড়িয়ে থাকতে চাই
যতদিন দাঁড়িয়ে থাকা যায়
তোমাকে আগলে রাখতে চাই
যতদিন আগলে রাখা যায়
চলবে~~~~~~~~~~~

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.