![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঈশ্বর তুমিও এক মহান প্রেমিক
হাসান মনজু
~~~~~~~
ঈশ্বর, তুমি এতো অনিন্দ্য সূন্দর,
এতো পূর্ণ তোমার আয়োজন,
জানিনা আমি সৃষ্টির কোন প্রয়োজন,
যার ঘাস,পাহাড় এতো সবুজ,
যার ভালোবাসা এতোই অবুঝ,
আকাশ,সমুদ্র এতো নীল,নির্মল,
ফল,বায়ু,জল এতো স্নিগ্ধ,
শীতল,
যার ভালোবাসা হিমালয়,প্রশান্ত,
আল্পস,পামিরে,
সে কখনো রুদ্র হতে পারে ?
ঈশ্বর,তুমিও এক মহান প্রেমিক,
রাতের কপালে দাও তারাদের টিপ,
শরৎ আকাশ সাজাও কত রঙবাহারে,
শুক্লপক্ষে চাঁদকে ডাকো নক্ষত্র দরবারে,
সুর্যের লাল টিপ প্রতিদিন সকালে,
এঁকে দাও নিজ হাতে বসুন্ধরার কপালে।
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৩
ছায়ামান০০৭ বলেছেন: 'এতো পূর্ণ তোমার আয়োজন" বাক্যটি অসাধারণ হয়েছে ...।