নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কত কিছু বলার আছে! কিন্তু লেখার মত ভাষা জানা নেই।

মোহাম্মদ হাসান মোবারক

অতল, তোমার সাক্ষাৎ পেয়ে চিনতে পারিনি বলে। হৃদি ভেসে গেল অলকানন্দা জলে

মোহাম্মদ হাসান মোবারক › বিস্তারিত পোস্টঃ

আমেরিকা...

২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:০৩



ছোট্ট বেলায় কি হতে চাইতাম? মাঝে মাঝে স্মৃতি হাতড়ে বেড়াই। স্পষ্ট কোন জবাব পাইনা। অর্থনীতিবিদ অন্তত নয়। অতদূরের সালতামামি করছি কেন, ২০০৬ সালে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে ক্লাস শুরু করেছি, তখন ও জানতাম না কি হতে চাই জীবনে। ২০১২ সালে বিশ্ববিদ্যালয়ের পাট চুকিয়ে যখন ব্যাংকের চাকরিতে ঢুকলাম তখন নিশ্চিত জানতাম, আর যাই হোক ব্যাংকার হতে চাই না।
মধ্যবিত্তের সাধ আর সাধ্যের আজীবন টানাপোড়েন যখন একটু একটু করে কমতে শুরু করেছে, তখন ভাবলাম, এবার তবে অন্য কিছু করি, এমন কিছু যার জন্য জীবনের সায়াহ্নে আমাকে আহারে বলতে হবে না। পড়াশোনা আমার বরাবরই প্রিয়, সে নিরস একাডেমিক বই হোক আর সরেস সাহিত্য হোক। প্রিয় লেখক হুমায়ূন আহমেদ বলে বিশ্ববিদ্যালয়ও বেছে নিলাম, নর্থ ডেকোটা স্টেট ইউনিভার্সিটি। চলে এলাম আমেরিকা (যত সহজে বলছি তত সহজে নয় ব্যাপারটা, বৃত্তি নিয়ে পড়তে গেলে যতটা হ্যাপা পোহাতে হয় তার সবটুকুই সয়েছি)। আর গল্পের শুরু এখানেই...
খুব বেশি বন্ধু আমার কখনোই ছিলনা। দেশে বরাবর একা একাই থেকেছি। সবসময় ভেবেছি আরে আমিতো ২০০৬ থেকে ঘরের বাইরে, একা থাকা আমার জন্য কি কোন সমস্যা? তখন বুঝিনি নিজ ভূমে কেউ আসলে সত্যিকারের একা নয়। আমি টের পাইনি কি গভীর মমতা দিয়ে দেশের আলো, বাতাস, মাটি আর চারপাশের পরিচিত অপরিচিত সমস্ত মানুষ আমাকে ঘিরে রেখেছিল। আমেরিকা এসে সত্যিকারের একা হলাম।
যেদিন হেক্টর এয়ারপোর্টে নামলাম, সেদিনের হাহাকারের সাথে কোন শূন্যতার তুলনা চলে না। এখনও মাঝে মাঝে মনে হয় কেন এলাম এখানে? কি আছে এ বিরানভূমে? তখন রীতিমতো ক্লাস শুরু হয়েছে, চার বছর বিরতির পর একাডেমিক পড়াশোনা শুরু করেছি, দেশে পড়েছি মার্কেটিং, ছিলাম ব্যাংকার, আর এখন পড়ছি ইকোনমিকস। কিছুর সাথেই কিছুর মিল পাইনা। ক্লাসে যাই আর আসি, প্রফেসর গটগট করে হোয়াইট বোর্ডে জটিল জটিল সব অংক কষেন আর আমি হা করে থাকি, প্রশ্ন করলে মাথা চুলকাই, কিংবা আবোল তাবোল উত্তর দিই। পড়া পারিনা, চারিদিকের ভয়াবহ শূন্যতা, মা-বাবাকে মিস করা, আজীবন অন্তর্মুখী এই আমার বন্ধু না বানাতে পারার ব্যর্থতা, সব মিলিয়ে যাকে বলে “বেড়াছেড়া” অবস্থা তখন আমার। সমাধান বের করলাম এই রোগের, আর তা হল হাঁটা, প্লেইন অ্যান্ড সিমপল হন্টন। সপ্তাহে চারদিন দুটো করে ক্লাস, যেহেতু পড়ালেখা করছি না তাই হাতে অখণ্ড অবসর, ক্লাস শেষ করে এক এক দিন অনেক দূর পর্যন্ত হাটতে হাটতে চলে যাই, ক্লান্ত হয়ে গেলে পা ছড়িয়ে বসে পড়ি রাস্তার পাশে, আর কাঁদি। একদিনের গল্প বলি। রাত তখন নয়টা সাড়ে নয়টা হবে, বসে আছি ডাউন টাউন বাস টার্মিনালে, লোক সংখ্যা সাকল্যে ৩-৪ জন। খেয়াল করিনি কখন এক মেয়ে এসে আমার পাশে বসেছে। হাই বলতে পাশ ফিরে দেখি, গাঢ় করে লিপস্টিক দেয়া, আঁটসাঁট কাপড় পরা এক স্বর্ণকেশী। মৃদু হেসে হাই বলতেই, সে নিচু স্বরে বলে উঠল তুমি কি আমার জন্য একটা ড্রিঙ্ক কিনতে পার? ক্যালকুলাস, ম্যাট্রিক্স আলজেব্রা না বুঝলেও, এইটা বুঝলাম, স্বর্ণকেশী কি চায়। আমি বললাম, ড্রিঙ্কস কিনতে পারব না, কিন্তু তোমাকে একটা কবিতা শোনাতে পারব। তোমার জন্যই আমাদের এক বিখ্যাত কবি লিখে গিয়েছেন। মেয়ে খুব অবাক হয়ে বলল আমার জন্য কবিতা? আমি মাথা ঝাকিয়ে বললাম- তবু কি তোর ইচ্ছে করে আলগা খোলা শ্যামবাজারে/ সবার হাতে ঘুরতে ঘুরতে বিন্দু বিন্দু জীবনযাপন?*
স্বর্ণকেশী জিজ্ঞেস করল এর অর্থ কি? জানিনা কেমন দুঃখ তখন আমাকে ছুয়ে গিয়েছিল, বাসে উঠতে উঠতে শুধু তীব্র বিষণ্ণ গলায় বললাম, আমি জানি না আমেরিকা...

** কবি- শঙ্খ ঘোষ, কবিতা- ফুলবাজার

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:৩৭

মাহবুবুল আজাদ বলেছেন: যে দেশ ছাড়ার জন্য এত পাগল ছিলাম, অথচ যেদিন প্লেনটা কেবল রানওয়ে ছাড়ল তখনই মনে হল অনেক বেশি একা হয়ে গেলাম, নিজের দেশের জন্য সুপ্ত অনুভূতি টা দেশ না ছাড়লে কখনোই টের পাওয়া যায়না। ভাল থাকুন, শুভ কামনা রইল।

২২ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৪

মোহাম্মদ হাসান মোবারক বলেছেন: দেশে যখন ছিলাম, অভিমানি শিশুটির মত খালি অনুযোগ, দেশের এইটা ভাল না সেইটা ভালো না, এখন খুব মনঃতাপে পুড়িরে ভাই। ভাল থাকুক আমার দেশ। নামের আগে একটা "ডঃ" লাগিয়ে চলে যাব ইনশাআল্লাহ্‌।

২| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:২১

চানাচুর বলেছেন: মজা পেলাম :)

২২ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৬

মোহাম্মদ হাসান মোবারক বলেছেন: ধন্যবাদ। ৬ মাস হয় চানাচুর মাখা মুড়ি খাই না :-)

৩| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:১৭

বিজন রয় বলেছেন: ভাল লাগল।

২২ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৬

মোহাম্মদ হাসান মোবারক বলেছেন: ধন্যবাদ

৪| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:২৭

রাজীব বলেছেন: দেশটা নিজের ঘরের মত। ঘর ছেড়ে পরের মাঝে যাওয়াটা খুব কষ্টের।

২২ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৭

মোহাম্মদ হাসান মোবারক বলেছেন: ধন্যবাদ। একদম ঠিক বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.