নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খোয়াই পাড়ের রাজু ।

হাসান রাজু

ডুব দিয়ে দিয়ে স্বপ্ন তুলে আনি ।

হাসান রাজু › বিস্তারিত পোস্টঃ

"ইন্টারস্টেলার" যে সাই-ফাই মুভিটি শুধু মাত্র সাই-ফাই প্রেমিদের জন্য নয় ।

০৪ ঠা এপ্রিল, ২০১৫ বিকাল ৫:২১

"ইন্টারস্টেলার" ব্লগে ব্লগে যে সিনেমাটির রিভিউ দেখা যাচ্ছে ।



রিভিউ পড়লে বুঝা যায়, সাই-ফাই টাইপের এই সিনেমাটির কাহিনি তে আছে গ্রেভিটি, ব্ল্যাক হোল, ৫ডি, ফিজিক্সের বিশাল সব থিউরি এরচেয়ে বেশি ইকুয়েশন।





ভয় লাগে বুঝবতো ? সাহস নিয়ে দেখে ফেললাম । অসাধারন । কথা দিলাম, ভাল লাগবেই ।

Emotion, Sci-fi, adventure, suspense এর মিশেল হলো এই সিনেমা । তাই বলে সামাজিক-একশনে ভরপুর ঢাকাই সিনেমা নয় । যাক মূল কথায় আসি । যারা সাইন্স ফিকশন দেখেন না অর্থাৎ সিনেমা নামক বিনোদনে গাঁজাখুরি গল্প পছন্দ করেন না, বা বিজ্ঞানের কঠিন সব থিউরি থেকে দূরে থাকতে চান । তাদেরও এই সিনেমাটা দেখে নায়া উচিত ।



আর এই সিনেমার কঠিন থিউরির রিভিউ এরই মধ্যে হয়ত পড়ে ফেলেছেন । তাদের অনুরোধ করবো, এই সিনেমাটা দেখুন । বিজ্ঞান বুঝতে হবে না । সাইন্স ফিকশন ও ভালবাসতে হবে না । টাইম মেশিন, ব্ল্যাক হোল, গেলাক্সি, এই গ্রহের বাহিরের গ্রহ ইত্যাদি ব্যাপারে কখনো কিছু শুনলেই হল । আর একটা জিনিস আবশ্যক – মানবিক আবেগ ।





গল্পটা সোজা, কুপার একজন বাবা, স্পেস শিপের পাইলট । গোপন একটা গবেষণা কেন্দ্র, তারা মানুষের ভবিষ্যৎ বিপদ নিয়ে কাজ করছে । এই গ্রহে বাহিরে অন্য গ্রহে মানুষদের নিরাপদে পাটাতে হবে । আপাতত দুটি প্ল্যান আছে । প্ল্যান–এ টা ভাল । এবং প্ল্যান – এ সফল করতে কুপার বদ্ধ পরিকর । এখানে সময় একটা ব্যাপার । ব্ল্যাক হোল, প্যারাডক্স, কোয়ান্টাম, ফাইভ ডাইমেনশন এই সব হাবিজাবি আছে । দরকার নেই এত কিছু বুঝার।



শুধু যে টুকু বুঝতে হবে, কুপারদের দলের কয়েকটা ঘণ্টার সমান পৃথিবীর অনেকগুলো বছর । দেখা যাবে কুপাররা মাত্র কয়েক ঘণ্টার একটা পরিভ্রমন (সুখকর নয় অবশ্যই) শেষ করে আসেন । কিন্তু এরই মধ্যে তার সহকর্মী ২৩টি বছর অপেক্ষার প্রহর গুনেছেন ।





আবার আসি গল্পে শুরুতে, কুপার জীবনের কঠিন সিদ্ধান্তের মুখমুখি । ফিরতে পারবে এমন কোন নিশ্চয়তা নেই । আর ফিরলেও এখন সবকিছু যেমনটা আছে তা থাকবেই না (ঐ যে সময়ের লুকচুরির কারনে)। মেয়ে মারফ বাবা কে যেতে দিবেই না । ভূত এসে বলে যাচ্ছে বাবাকে যেন না যেতে দেয় ।



বাবা মেয়েকে আশ্বস্ত করছেন, আমি যখন ফিরব তখন আমি তুমি একই বয়সের থাকব । মেয়ের কোন আবেগই বাবাকে ফেরাতে পারে না, কারন এই মারফদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে তাকে এই ত্যাগ করতেই হবে ।





স্পেস শিপে বাবা, মেয়ে অভিমানে কখনো ভিডিও চ্যাটে ও আসে না ।







এর পরের গল্প - অপেক্ষার, আবেগের, ভালবাসার, বিচ্ছেদের, ত্যাগের, প্রতারনার, হতাশার, এডভেঞ্চার, সাসপেন্সের ।







*সিনেমা দেখতে দেখতে একটা প্রশ্ন মাথায় ঘুরবেই, বাবা মেয়েতে কি দেখা হবে না ? হয়তো ভাবছেন দেখাতো হবেই । সিনেমা বলে কথা । কিন্তু এখানেই আলাদা কিছু আছে এই সিনেমায় ।

*কুপার কি কোন প্রতারনার ফাঁদে আটকেছেন, সে কি অনেক বড় থিউরির ঘিনিপিগ?

* কুপার কি সফল হবে । সে কি পারবে অনাগত প্রজন্মের জীবন রক্ষা করতে?



কথা দিলাম, সাইন্সের ওই সব থিউরি না বুঝে, সাইন্স ফিকশন দেখতে বসেও চোখের পানি আটকে রাখতে পারবেন না । তাই বলে হিন্দি সিনেমার মত সিনেমা শেষে নয়। বিভিন্ন সময় এই সিনেমা আপনার আবেগকে ছুঁয়ে যাবেই । অসাধারন একটা সিনেমা ।

সাইন্স ফিকশন দেখতে বসে চোখের পানি !

হ্যাঁ ! তাই ।



**** সিনেমা শেষে খেয়াল করে দেখবেন । বুকের ভিতরে খুবই অল্প কিন্তু তিব্র একটা হাহাকার কাজ করছে কি না ?

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ৯:৩৪

কেএসরথি বলেছেন: কিছুদিন আগেই দেখলাম।

৫/৫

০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:০৬

হাসান রাজু বলেছেন: আসলেই তাই । ৫/৫।

২| ০৫ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৫৯

মহামহোপাধ্যায় বলেছেন: ম্যুভিটা দেখেছি। এক কথায় অসাধারণ। রিভিউ ভালো লাগলো। কিছু টাইপো আছে, ঠিক করে নিলে ভালো হয়।



শুভেচ্ছা :)

০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:১০

হাসান রাজু বলেছেন: রিভিউ ভালো লাগলো তাই অশেষ ধন্যবাদ । টাইপো গুলো ঠিক করতে পারছি না । আবার চেষ্টা করি ।
আপনাকে ও শুভেচ্ছা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.