নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খোয়াই পাড়ের রাজু ।

হাসান রাজু

ডুব দিয়ে দিয়ে স্বপ্ন তুলে আনি ।

হাসান রাজু › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগ । আর স্মৃতির এক ফোল্ডারে প্রিয় মনু রেল স্টেশন

০১ লা মার্চ, ২০১৭ সকাল ১১:৩৩



শীত শেষের ফুলেল গপ্পো ।








ভ্যালেন্টাইনের ফুল নয়, তাতে কি সৌন্দর্যে একটুও কম নয় ।








“চোখে সর্ষে ফুল” দেখে খারাপ তো লাগেনি । বরং মনটাই ভরে গেছে ।







গতি দানব ।
আগমন ......


দানবীয় রূপ......


প্রস্থান......


ট্রেন দেখলেই । আমার বেশি মনে পড়ে বিভিন্ন সময়ে আমার ট্রেন মিস করার । আর সেটা মনে হলেই একটা গান ও খুব মনে পড়ে স্করপিওন্সের ।

“Don't be lazy man and work off your ass.
He's the boss you've gotta do what he says!
Catch your train, run and forget those ways.
Keep it cool it's not too late! ”

সান্ত্বনাঃ আমার মত ট্রেন মিস করা অলস আছে বিশ্বজুড়ে বর্তমান।

জেলে >>> মাছ (ধাপে ধাপে)









এই স্টেশনটা দেশের সবচেয়ে অবহেলিত স্টেশনগুলোর একটা ।


শৈশব, কৈশোরে আমার নানা বাড়ি মানেই এই মনু স্টেশন । তখন রাস্তাঘাট তেমন ভালো ছিলোনা তাই এই অঞ্চলের একমাত্র বাহন ট্রেন (তাও লোকাল ট্রেন) আর সেই সুত্রে এই স্টেশন । আশেপাশের দুই-তিনটি ইউনিয়ন ও চা বাগানের যাত্রীদের জন্য হাতেগোনা কয়েকটি লোকাল ট্রেন এখানে থামত, মিক্স ট্রেন, কুশিয়ারা, জালালাবাদ ......। এই স্টেশন এতই অবহেলিত যে আমার মনে হয় যার কারনে এর স্টেশন মাস্টার কখনো বদলী হননি । আমি সেই থেকে একজনই স্টেশন মাস্টার দেখে আসছি । খোশ মেজাজি, বিনয়ী ও ভালো মানুষ ।


জায়গা, অবস্থানগত কারনে কোন ধরনের সিগন্যালের বেবস্থা নেই । তাই ক্রসিং হয়না(নিয়মিত রেল যাত্রীরা এই বরিক্তিকর শব্দের সাথে পরিচিত থাকবেন)। কোন ধরনের ফোন নেই তাই অন্য স্টেশনের সাথে কোন যোগাযোগ ছিলোনা তাই কখনই যাত্রীরা জানতে পারতেন না যে ট্রেনটি দেরী করছে সেটি আর কতক্ষণে এসে পৌঁছাবে। এ যেন দীর্ঘ বিরক্তিকর প্রতীক্ষা ।

ছেলেবেলার লাল স্টেশনগুলো এখন আর নেই প্রায় । নতুন ডিজাইনে সংস্কার হচ্ছে সব স্টেশন । এই স্টেশনটি এখনো লাল । নস্টালজিক “লাল স্টেশন”





এই অবহেলিত স্টেশনটি ব্রিটিশ আমলে এতটা অবহেলিত ছিলোনা । বরং এর বাণিজ্যিক গুরুত্ব ছিল । পাশের স্টোর হাউজটি আজো তারই সাক্ষী দিচ্ছে । পাশের মনু নদী হয়ে ভারত থেকে আসতো পন্য সামগ্রী, মনু স্টেশন হয়ে ছড়িয়ে যেত দেশের বিভিন্ন অঞ্চলে। দেশ ভাগের পর আস্তে আস্তে হারিয়ে যায় এর গুরুত্ব। মাঝে মাঝেই গুজব কানে আসত এই বুঝি বন্ধ হয় বলে স্টেশনটি।





সাম্প্রতি আবার মনু স্টেশন তার অস্তিত্বের জানান দিয়ে ছিল । মনু নদীর (নদীর পাড়েই স্টেশন) উপরে যে সেতু তাতে বাঁশ দিয়ে আমাদের ইঞ্জিনিয়াররা জোড়া তালি দিয়ে ছিলেন । তাতেই মিডিয়ায় তোলপাড় আবার আলচনায় মনু স্টেশন।


বুঝলাম না পরে বাঁশের অংশটি তুলে দিয়ে কাঠ দিয়ে মেরামত করাতে কি এমন মহাভারত শুদ্ধ হয়ে গেল । ছবি দেখে এর কিছুটা বুঝতে পারবেন।



শত অবহেলায় ক্ষয়ে ক্ষয়ে চলা অখ্যাত এ স্টেশনটি আমার স্মৃতির পুরোটা জুড়েই থাকবে । আমি বলতে শিখিনি রেলগাড়ি কিংবা ট্রেন, শিখেছি লম্বা গাড়ি। বাবা চাকুরি করতেন ফেঞ্চুগঞ্জে ৭ টি স্টেশন পরেই কাঙ্ক্ষিত মনু স্টেশন । মাইজগাও, ছকাপন, লংলা, টিলাগাও, কুলাউড়া স্টেশনগুলো কিভাবে ভুলা যায় !!! এই স্টেশনে নেমেই শিহরিত হতাম - এসেগেছি নানা বাড়ি, আমার স্বর্গ । যেখানে আজো বার বার যেতে চাই । ফেরার পথে সকাল সাড়ে আট টায় কুশিয়ারা ট্রেন । স্টেশন মাস্টারের হাসি । কটাকট টিকেটে সিল মারা । ট্রেনের আসা, খুব অল্প সময় থেমেই যাত্রীদের কোলাহলের মধ্যে বিকট এক হর্ন বাজিয়ে আবার ছুটে চলা। নানা বাড়িছেড়ে যাওয়ার কষ্টটা (যেটা কণ্ঠ পর্যন্ত এসে অস্বস্তি দিতে থাকে) ঝিক ঝিক শব্দের সাথে সাথে সেটা মিলিয়ে যায় । এই স্টেশনটি ও হয়ত কখনো সংস্কার হবে নয়তো বাতিল । তাতে গুরুত্বপূর্ণ কাজের কাজ কিছুই হবেনা । তাই এটি নস্টালজিক লাল রঙে পুরনো স্টেশনের সাক্ষী হয়েই থাক । আমি অন্তত তা ই চাই।

আমার হাসি কান্নার শৈশবের লাল রঙের মনু স্টেশন।






ফক্রেঃ Aklis Ahmed and Meah Md. Sharif

মন্তব্য ৬৮ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৬৮) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৭ সকাল ১১:৪৪

নিরব জ্ঞানী বলেছেন: চমৎকার ছবি ব্লগ। পোস্টে ++

০১ লা মার্চ, ২০১৭ দুপুর ১২:১৯

হাসান রাজু বলেছেন: অসংখ্য ধন্যবাদ । + এর জন্য ধন্যবাদ + +

২| ০১ লা মার্চ, ২০১৭ সকাল ১১:৪৯

শাহরিয়ার কবীর বলেছেন:
বাহ! সুন্দর ছবি ব্লগ ।

০১ লা মার্চ, ২০১৭ দুপুর ১২:২৩

হাসান রাজু বলেছেন: আপনার কাছে সুন্দর লেগেছে এটাই আমার ভালোলাগা । অনেক অনেক ধন্যবাদ । ভালো থাকবেন।

৩| ০১ লা মার্চ, ২০১৭ সকাল ১১:৫০

মোস্তফা সোহেল বলেছেন: অনেক সুন্দর ছবি গুলি। মোবাইলে তোলা নাকি?

০১ লা মার্চ, ২০১৭ দুপুর ১২:২৬

হাসান রাজু বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য । হ্যাঁ , ষ্টেশনের ছবি গুলো ছোট ভাইয়ের মোবাইল থেকে সংগ্রহ করা । আবারো ধন্যবাদ, ভালো থাকবেন ।

৪| ০১ লা মার্চ, ২০১৭ দুপুর ১২:০৬

কানিজ ফাতেমা বলেছেন: প্রাকৃতিক ছবিগুলো আহা !
রেলষ্টেশনের ছবিগুলো দেখে মনে হয়েছে প্রাগৈতিহাসিক ।

০১ লা মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৭

হাসান রাজু বলেছেন: শুভেচ্ছা জানবেন । ছবি ভালো লেগেছে ? অযত্ন আর অবহেলায় রেলষ্টেশনটাকে আসলেই প্রাগৈতিহাসিক মনে হয় । ধন্যবাদ, ভালো ও সুস্থ থাকবেন ।

৫| ০১ লা মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৫

অগ্নি সারথি বলেছেন: উরিব্বাস! কোন ক্যামেরা ভাই?

০১ লা মার্চ, ২০১৭ দুপুর ১:০৩

হাসান রাজু বলেছেন: হা হা হা। গরিবের একটা canon rebel t3i আছে । এইটাই সবে ধন নীল মনি । ধন্যবাদ , ভালো থাকবেন ।

৬| ০১ লা মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৫

আরণ্যক রাখাল বলেছেন: মনু স্টেশনে যাইতে ইচ্ছা করতেছে।

০১ লা মার্চ, ২০১৭ দুপুর ১:০৫

হাসান রাজু বলেছেন: মনু অবশ্যই স্বাগত জানাবে । সাথে আমিও । নিমন্তন্ন রইলো ...... ।
ধন্যবাদ , ভালো থাকবেন ।

৭| ০১ লা মার্চ, ২০১৭ দুপুর ১:৪১

আবু মুছা আল আজাদ বলেছেন: ভালই লাগল।

ফুল সকলকেই আনন্দ দান করুক

০১ লা মার্চ, ২০১৭ দুপুর ২:০৯

হাসান রাজু বলেছেন: আমিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।

৮| ০১ লা মার্চ, ২০১৭ দুপুর ২:৪২

নাগরিক কবি বলেছেন: সুন্দর।

০১ লা মার্চ, ২০১৭ দুপুর ২:৫৮

হাসান রাজু বলেছেন: ভালো লাগলো । অশেষ ধন্যবাদ ।

৯| ০১ লা মার্চ, ২০১৭ বিকাল ৩:০৮

আলভী রহমান শোভন বলেছেন: চমৎকার সব ছবি। মন ভরে গেছে।

মনু স্টেশনের ছবিগুলো দেখে হুমায়ূন আহমেদের উপন্যাসগুলোর কথা মনে পড়ে গেলো, যেগুলোতে এই ধরনের স্টেশনের বর্ণনা করা হয়েছে। :)

০১ লা মার্চ, ২০১৭ বিকাল ৩:৫৭

হাসান রাজু বলেছেন: অনেক ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে ।
একদম ঠিক । হুমায়ূন আহমেদের উপন্যাসের রেল ষ্টেশনগুলো এমনই । ধন্যবাদ।

১০| ০১ লা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩

সুমন কর বলেছেন: মনু স্টেশনের বর্ণনা আর ছবি মিলিয়ে চমৎকার পোস্ট !!

০১ লা মার্চ, ২০১৭ রাত ৯:২৫

হাসান রাজু বলেছেন: অশেষ ধন্যবাদ। বলেছেন চমৎকার। এটাই আমার কাছে অনেক কিছু। ভালো থাকবেন।

১১| ০১ লা মার্চ, ২০১৭ রাত ৮:২৪

জুন বলেছেন: ট্রেন আর রেলওয়ে স্টেষন আমার শৈশবের স্মৃতিতে ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে। সেই লাল ইটের সীতাকুন্ড স্টেষন । ছোট ছিলাম বলে প্ল্যাটফর্মটাকে যে কি লম্বা মনে হতো। সেখানে বেঞ্চে পা ঝুলিয়ে বসে থাকা আর ট্রেন দেখা একটা নেশাই ছিল বটে।
সেই পরিচিত টিকিট চেকার,স্টেশন মাস্টারদের আপনার লেখায় খুজে পেলাম।
সিলেট যেতে লংলা, টিলাগাও স্টেশনের মাঝে খুজে বেড়াই আমার ভালোলাগার এই দিকটি।
সেই সীম ফুলের সৌন্দর্য্য ছড়ানো পোষ্টে অনেক ভালোলাগা রেখে গেলাম ।
+

০১ লা মার্চ, ২০১৭ রাত ১০:০৬

হাসান রাজু বলেছেন: একি ! গরিবের ব্লগে হাতির .........

আসলেই তখন কি জানতাম এমন লাল দেয়ালে পানখোরদের চুনের নকশা করা নংরা ষ্টেশনটা আমাদের হৃদয়ের অনেক অংশ জুড়ে এতকাল বাস করবে? কিছু ব্যাপার ভুলার নয় । ট্রেন আসার আগে ষ্টেশন মাস্টারকে বার বার জিজ্ঞেস করা ট্রেন কত দূর । কালো কোট পড়া লাইন্সম্যানের হটাৎ তৎপর হতে দেখে বুঝে ফেলা ট্রেন এসে গেছে । ট্রেন আসতেই হটাৎ ই চঞ্চল হয়ে উঠা ষ্টেশনটা মাত্র কয়েক মিনিট পরে আবার যেই সেই । দূর হতে আসতে থাকা দেখতে ছোট ট্রেনটি প্লাটফর্মে পৌঁছতেই দানবীয়ে রূপ আর হঙ্কারে কাঁপিয়ে দেয়া পুরোটা ষ্টেশন । এ এক উত্তেজনা, বর্ণনা করা যায় না । কিছুক্ষণ পরেই আরেক তীব্র হর্ন বাজিয়ে দাম্ভিক প্রস্থান । মন খারাপ করা এই সময় ও বুঝানো অসম্ভব । জুন আপু এটা অসাধারন । অশেষ ধন্যবাদ আবেগে ভাসানোর দায়ে ।
এটা কি খেয়াল করেছেন, লাল ইটের স্টেশনগুলোতে ঢুকলেই একটা ঠাণ্ডা অনুভূতি ছড়িয়ে যায় পুরো শরীরে ।
আবারো ধন্যবাদ । সুস্থ থাকবেন ভালো থাকবেন ।

১২| ০১ লা মার্চ, ২০১৭ রাত ৯:০২

গেম চেঞ্জার বলেছেন: খুব ভাল ছবিগুলো।

একটা ব্যাপার। ছবি দেবার আগে কিছু হাল্কা কথাবার্তা লিখলে পেইজটা এত লম্বা হত না। আপনারা অনেকেই ব্যাপারটা খেয়াল করেন না, এতে অসুবিধা যে হয় সেটা।

০১ লা মার্চ, ২০১৭ রাত ১০:২৫

হাসান রাজু বলেছেন: ওরে কে আছস দেখ আমার পোস্টে এরা কারা।
ভাই, এতো ধমকাইয়েন না। আমার লেখার হাত অসম্ভব কাচা। লেখার সময় কাছে থাকলে নিজেই বলতেন, অনেক হইছে লেখার যা শ্রী এর চাইতে ছবি পোস্ট কর। সেই ভালো।
আসলে কি লিখবো, কোথা থেকে শুরু করবো বুঝে উঠতে পারি না। ভবিষ্যতে চেষ্টা করবো ভালো ভাবে উপস্থাপন করার। আর যতঠুকু মনেপরে, এই বিষয়ে গাইড করতে আপনার একটা পোস্ট আছেইতো।

আর ধন্যবাদ জানবেন মন্তব্যের জন্য। ভালো থাকবেন।

১৩| ০১ লা মার্চ, ২০১৭ রাত ১০:০৩

দৃষ্টিসীমানা বলেছেন: মাঝে মাঝে ফেলে আশা সৃতি রোমন্থনে একটা অন্যরকম একটা অনুভুতি আসে । ফেলে আসা দিন গুলোর কথা মনে রাখা ভাল , শুভ কামনা রইল ।

০১ লা মার্চ, ২০১৭ রাত ১০:৩১

হাসান রাজু বলেছেন: ব্লগে এসে আপনাদের মন্তব্য গুলো আরো বেশি আবেগে ভাসিয়ে দেয়। শুভেচ্ছা রইলো, ভালো থাকবেন, ধন্যবাদ।

১৪| ০২ রা মার্চ, ২০১৭ রাত ২:২৮

কালীদাস বলেছেন: ছবিগুলো সুন্দর। বেশ লাগল :)

০২ রা মার্চ, ২০১৭ সকাল ১১:০৯

হাসান রাজু বলেছেন: অশেষ ধন্যবাদ । শুভেচ্ছা নিবেন । ভালো লাগলো আমারও ।

১৫| ০২ রা মার্চ, ২০১৭ ভোর ৪:০৬

উম্মে সায়মা বলেছেন: খুব সুন্দর ছবিগুলো। বিশেষ করে প্রথম দিকের ছবিগুলো একদম প্রফেশনাল ফটোগ্রাফারের মত।

০২ রা মার্চ, ২০১৭ সকাল ১১:১০

হাসান রাজু বলেছেন: অসংখ্য ধন্যবাদ । মন্তব্য ভালো লাগলো । ভালো থাকবেন।

১৬| ০২ রা মার্চ, ২০১৭ সকাল ৭:৫২

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ সুন্দর ছবি সমৃদ্ধ পোষ্ট এর জন্য । পোষ্ট এ ঢুকে নীচে নামতে নামতে ৮/১০টি সুন্দর ফুলের ছবি পর্যন্ত এসে স্টেশনের কোন ছবি বা বিবরণ না পেয়ে মনে করলাম ফিরেই যাই । পরে ভাবলাম শিরোনামের সাথে ছবিগুলির তেমন সম্পর্ক তেমন না থাকলেও এটা যখন নির্বচিততে এসেছে তাহলে একবার নীচ পর্যন্ত গিয়ে দেখেই যাই না বিষয়টা কি । যাহোক পরে পাওয়া গেল মুল বিষয়, ছবি ও বিবরণ দেখে ভাল লাগল । এখনতো সারা দেশেই অর্থনৈতিক কর্মকান্ড বেড়েছে , তাহলে এই স্টেশন এর গুরুতই কি কিছুই বাড়েনি ? আর একটু এর হাল নাগাদ তথ্য জানতে পারলে ভাল হত ।
যাহোক এই অবহেলিত মনু স্টেশনটি সম্পর্কে অনেক তথ্য জানতে পারলাম যা আগে জানা ছিলনা ।

শুভেচ্ছা রইল ।

০২ রা মার্চ, ২০১৭ সকাল ১১:৩৭

হাসান রাজু বলেছেন: অশেষ ধন্যবাদ, হাল না ছেড়ে পোস্টটা পড়ার জন্য । আসলেই পোস্টটা কেমন জানি বেখাপ্পা টাইপের হয়ে গেছে । আসলে এই পোস্টটা থেকে দুইটা পোস্ট আলাদা করা যেত । একটা পোস্টে ছবি আরেকটা ষ্টেশন বিষয়ক। প্রথমটাতে কি লিখব খুজে পাই না । আর দ্বিতীয়টাতে ঘুরে ফিরে একই ছবি হয়ত বিরক্তিকর । আর আমার আলসেমির দোহাই না ই দিলাম ।
মূলত এই ষ্টেশনটি আশেপাশের ২/৩টি ইউনিয়নের লোকজনের একমাত্র অবলম্বন ছিল একসময় । তাছাড়া পাশেই ১০ কিঃ মিঃ এর মত দূরত্ব হবে সমশেরনগর স্টেশনটি বর্তমান । যেখানে কয়েকটি আন্তনগর ট্রেন ও থামে । আর নদীর ঐপাড়ে আছে টিলাগাও ষ্টেশন। তাছাড়া ষ্টেশনের অবস্থান ঠিক নদীর তীর ঘেঁষে, যেখানে ডাবল বা তারও বেশি লাইন তৈরি করে ক্রসিঙের ব্যাবস্থা করা সম্ভব না। অর্থাৎ অবস্থানটা ই যুতসই না । গত দুই যুগ ধরে আস্তে আস্তে রাস্তাঘাটের উন্নয়ন হতে থাকে। এখন শহরে যেতে ২/৩ টি বিকল্প পথে বের হওয়া যায় । গুরুত্ব হারানোর এটাই মূল কারন ।

১৭| ০২ রা মার্চ, ২০১৭ সকাল ৮:৫৭

সাদা মনের মানুষ বলেছেন: চমৎকার ছবি ব্লগে মুগ্ধতা, মনু স্টেশনটা কোথায় ঠিক বুঝে উঠতে পারলা না।

০২ রা মার্চ, ২০১৭ দুপুর ১২:০২

হাসান রাজু বলেছেন: আপনার অপেক্ষায়ই ছিলাম । ভালো আছেন জনাব ।
আপনি এই প্রশ্ন করবেন । খুবই স্বাভাবিক । আপনাকে চেনানো সহজ হবে। আপনি ট্রেনের লাইন ধরে ঐ দিকে পদব্রজে বেরিয়ে ছিলেন (থেমে গেছেন এখন ??? )। শ্রীমঙ্গল থেকে সিলেট যেতে প্রথমেই পরবে ভানুগাছ -< শমসেরনগর -< মনু -< টিলাগাঁও -< লংলা -< কুলাউরা ......
এটি মৌলভীবাজার জেলার কুলাউরা থানার হাজীপুর ইউনিয়নে পড়েছে ।

অসংখ্য ধন্যবাদ জানবেন । ভালো ও সুস্থ থাকবেন ।

১৮| ০২ রা মার্চ, ২০১৭ সকাল ১০:২৫

হাতুড়ে লেখক বলেছেন: সুন্দর।

০২ রা মার্চ, ২০১৭ দুপুর ১২:০৫

হাসান রাজু বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। ভালো থাকবেন।

১৯| ০২ রা মার্চ, ২০১৭ সকাল ১০:৩৬

ফারিয়া আলম বলেছেন: বাহ্! চমৎকার ছবি ব্লগ। অনেক ভাল লেগেছে ছবিগুলো।

০২ রা মার্চ, ২০১৭ দুপুর ১২:০৬

হাসান রাজু বলেছেন: আপনার মন্তব্য জেনে ও ভালো লাগলো । ভালো থাকবেন। ধন্যবাদ জানবেন ।

২০| ০২ রা মার্চ, ২০১৭ সকাল ১১:০৮

ধ্রুবক আলো বলেছেন: অসাধারণ সব ছবি, ভালো লাগলো +++

০২ রা মার্চ, ২০১৭ দুপুর ১২:০৭

হাসান রাজু বলেছেন: এটা আমার কাছে অনেক কিছু। ভালো থাকবেন। ধন্যবাদ জানবেন ।

২১| ০২ রা মার্চ, ২০১৭ সকাল ১১:৪২

সামিয়া বলেছেন: অসাধারণ অসাধারণ ভীষণ সুন্দর ছবি গুলো, তবে ট্রেনের ছবি অসাধারণ হলেও রিস্কি ফটোগ্রাফি ছিল, নিজের লাইফের দিকেও তো খেয়াল রাখতে হবে তাই না?? Aklis Ahmed and Meah Md. Sharif দের বলে দিয়েন প্রথমে নিজের লাইফ সেইফ রাখতে। ছবিগুলো যতই ঝুমিং হোক কিংবা সাইড থেকে তোলা হোক রেললাইন ভীষণ রিস্ক এরিয়া, এখানে মানুষ অদ্ভুত ভাবে কাঁটা পড়ে।

০২ রা মার্চ, ২০১৭ দুপুর ১২:২৪

হাসান রাজু বলেছেন: আপনাকে আশ্বস্ত করছি , রিস্কি ফটোগ্রাফিতে যাব না । আর এটাও রিস্কি ছিল না । আসলে বুঝা যাচ্ছে না আমি নিরাপদ দূরত্বেই ছিলাম। যে জায়গায় দাড়িয়ে ছবি নিয়েছি ট্রেন ক্রস করার সময়ও সেখান থেকে নড়তে হয়নি। বুঝতে পেড়েছেন, নিরাপদ দূরত্ব বজায় রেখেছি, জুমিং এর কারনে এতো কাছে মনে হয়েছে। গতি আর উচ্চতায় এমনিতেই আমার ফোবিয়া আছে ।

Aklis Ahmed and Meah Md. Sharif এদের বলে লাভ নেই (কথার কথা। বললে তো অবশ্যই কাজ হয়) ওরা কথা না শোনার বয়স পাড় করছে।

অসংখ্য ধন্যবাদ আপনাকে । আপনি আমার রিস্কি ফটোগ্রাফি নিয়ে চিন্তা করেছেন আর ভালো পরামর্শ দিয়েছেন একদম পরিবারের আপন কারো মত । আপনার প্রতি সম্মান বেড়ে গেল । সুস্থ ও ভালো থাকবেন ।

২২| ০২ রা মার্চ, ২০১৭ দুপুর ২:৫১

আরইউ বলেছেন: চমৎকার। ইস্টশনের নামটা অদ্ভুত সুন্দর, মনু!

০২ রা মার্চ, ২০১৭ বিকাল ৩:০৪

হাসান রাজু বলেছেন: মনু নদীর তীরে মনু ইষ্টিশন । ভালো লাগা রইলো । ধন্যবাদ ।

২৩| ০২ রা মার্চ, ২০১৭ বিকাল ৫:৫৫

ফেরদৌসা রুহী বলেছেন: চমৎকার ছবি ব্লগ
সেই সাথে জানা হল মনু স্টেশনের সাথে জড়িত আপনার স্মৃতি।

০২ রা মার্চ, ২০১৭ রাত ৮:৩৬

হাসান রাজু বলেছেন: শুভেচ্ছা জানবেন। এত যত্ন নিয়ে পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।

২৪| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ১২:৪২

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ছবিগুলো মন ভালো করে দিল

০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১০:০৫

হাসান রাজু বলেছেন: আপনার মন্তব্য তো আমার মনটা ভালো করে দিলো। ধন্যবাদ। ভালো থাকবেন।

২৫| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ১:৫১

বর্ষন হোমস বলেছেন: মনভাল করার মত কিছু ছবি দেখলাম।

ধন্যবাদ।শুভকামনা রইলো।

০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১০:১০

হাসান রাজু বলেছেন: জেনে ভালো লাগলো। ভালো থাকবেন, সুস্থতা কামনা করি সব সময়
ধন্যবাদ।

২৬| ০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১০:৩৯

জুন বলেছেন: হাসান রাজু হাতীকে হাতী বল্লে হাতী মাইন্ড করতে পারে #:-S
:)

০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ২:০৫

হাসান রাজু বলেছেন: চুপিচুপি বলছি, এই ব্লগে মাইন্ড খাওয়া নিষেধ। আম্মু বকা দিবে।

শুভেচ্ছা অগনিত।

২৭| ০৩ রা মার্চ, ২০১৭ দুপুর ১২:০৯

সাদা মনের মানুষ বলেছেন: আমি থেমে আছি ছাতিয়াইন স্টেশনে, দীর্ঘ দিন যাবৎ......উপযুক্ত সঙ্গীর অভাব :(

০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ২:১০

হাসান রাজু বলেছেন: হ্যা জানি। কিন্তু আপনিতো একাই ১০০। অন্তত ছাতিয়াইন পর্যন্ত একাই ছিলেন।আমি কিন্তু ওই জেলার ই পুলা। ভালো থাকুন ঘুরে বেড়ান।

২৮| ০৩ রা মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৭

সায়েম মুন বলেছেন: সুন্দর সব ছবির সমারোহ। ভাল লাগলো মনু স্টেশন কথন।

০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ২:১২

হাসান রাজু বলেছেন: অশেষ ধন্যবাদ। ভালো লাগলো।

২৯| ০৩ রা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:১১

সাকিব ইফতেখার বলেছেন: সুন্দর :)

০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ২:১৪

হাসান রাজু বলেছেন: শুভেচ্ছা রইলো। ধব্যবাদ।

৩০| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ১০:৪৭

Nazmul Naz Neel বলেছেন: নিজের ভালোলাগাকে সুন্দর করে তুলে ধরেছেন। ছবি গুলো সুন্দর। সুযোগ পেলে কখনো দেখতে যাবো হারিয়ে যাওয়া লাল স্টেশান।

০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ২:১৬

হাসান রাজু বলেছেন: স্বাগতম। নিমতন্ন রইলো মনু ও আমার পক্ষ থেকে।

৩১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৯

অপু মল্লিক বলেছেন: আহ্ সুন্দর...!

০৪ ঠা অক্টোবর, ২০১৭ দুপুর ২:০৫

হাসান রাজু বলেছেন: ধব্যবাদ। শুভেচ্ছা রইলো।

৩২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৭

খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর হয়েছে আপনার এ ছবি ব্লগ। খুবই স্মৃতিকাতর করে দিল।
আমার দাদাবাড়ীর রেল স্টেশনটিও ছিল অনেকটা এ রকমেরই, তবে হয়তো আরেকটু বড়। কাহিনী একই রকমের। চব্বিশ ঘন্টায় মাত্র তিনটি আপ এবং তিনটি ডাউন ট্রেন যাতায়াত করতো। দীর্ঘদিন ধরে একজনই স্টেশন মাস্টার এবং একজনই লাইনম্যানকে দেখেছি। স্টেশন মাস্টারের বাড়ী ছিল টাঙ্গাইল জেলায় আর লাইনম্যানের বাড়ী ছিল ময়মনসিংহে। কিন্তু তারা উভয়ে দীর্ঘদিন ধরে একই জায়গায় থাকতে থাকতে এলাকার মেয়েকে বিয়ে করে সেখানেই স্থায়ী হয়ে গিয়েছিল। ট্রেন আসার একটু আগে থেকে শুরু হতো মোর্স কোডে টেলিগ্রাফিক টরে টক্কার আওয়াজ। ওপর থেকে ঝোলানো একটি রেলের পাতের সাথে আরেকটি রেলদন্ড দিয়ে বারি মেরে টং টং করে আওয়াজ তুলে যাত্রীদেরকে ট্রেন আসার ও ছাড়ার সংকেত জানানো হতো। আমাদের ঐ এলাকাটাতে পাট, তামাক আর মরিচ হতো প্রচুর। সেসব কৃষিজাত দ্রব্য ঢাকা, নারায়নগঞ্জ আর ময়মনসিংহে রেলের মাধ্যমে চালান করা হতো। সেজন্য লাল রঙের কিছু গুদামঘরও ছিল।
ভানুগাছ -< শমসেরনগর -< মনু -< টিলাগাঁও -< লংলা -< কুলাউরা নিয়ে আমার আরও বেশ কিছু স্মৃতি আছে। দেখি, তা সময় করে লিখে আপনাদের সবার সাথে শেয়ার করা যায় কিনা!
জুন এর ১১ নং মন্তব্যটিও বেশ ভাল লাগলো।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৩১

হাসান রাজু বলেছেন: অশেষ ধন্যবাদ আপনাকে । মন্তব্য পড়ে একধরনের সুখ পাওয়া যায়। আর সেটা যদি হয় আপনার এই মন্তব্যের মত বড় আর স্মৃতিচারণ সহ তাহলে তো কথাই নাই । আপনার আর আমার মাঝে আছে পুরো একটা জেনারেশন গ্যাপ । তারপরও কিছু স্মৃতি, অভিজ্ঞতা একেবারে বিন্দুতে এসে মিশে গেছে । নস্টালজিকও হই একই বিন্দুতে । সেই হিসেবে একই বিন্দুতে আমরা কত আপন।

আপনার লেখার অপেক্ষায় থাকলাম । ভালো থাকবেন ।

৩৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৫

খায়রুল আহসান বলেছেন: দেশে বন্যার সময় প্রায়ই মনু নদী এর নামটা শোনা যায়। প্রায়ই সেখানে জলসীমা বিপদ সংকেতের ওপরে থাকে।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৫

হাসান রাজু বলেছেন: হ্যাঁ । প্রায় প্রতিটি বন্যার সময় মৌলভীবাজার জেলা বাসিদের বুকে কাপন ধরিয়ে দিয়ে যায় এই নদী। আসলে ত্রিপুরার দিককার উচু এলাকা থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি বয়ে নিয়ে যাওয়া পলি জমা এই মনু নদীর কাছে একটা বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে । দোয়া করি বাংলাদেশ একদিন এমন সব প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় পারদর্শী হয়ে উঠবে ।

৩৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
গোলাপের কুড়ি ও রক্তজবার ছবি দেখে অভিভূত।

৩০ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৪৪

হাসান রাজু বলেছেন: আমার পোস্টগুলোতে ঢুঁ দিচ্ছেন । এটা আমাকে আনন্দ দিচ্ছে। আপ্লুত হচ্ছি। ভাল থাকবেন, শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.