নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খোয়াই পাড়ের রাজু ।

হাসান রাজু

ডুব দিয়ে দিয়ে স্বপ্ন তুলে আনি ।

হাসান রাজু › বিস্তারিত পোস্টঃ

মুভি রিভিউ । Behind the Sun ।

২২ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:০৮


১৯০১০ । ব্রাজিলের একটি গ্রাম । অনাবৃষ্টিতে খড়খড়ে জীবন স্থবির প্রায়। চাষবাস বলতে আখের চাষ । প্রায় জনমানব শূন্য জনপদ। একটি পরিবারের সবাই মিলে আখের রস থেকে গুঁড় তৈরি করছে । এ করেই কাটছে দিনমান।


শুধু বিঘে দুই ......
জমি । এক টুকরো জমি তাই নিয়ে চলছে জন্ম জন্মান্তরের রক্তের হলি খেলা দুই পরিবারের । অভাবনীয় এক ফয়সলা হয়েছে এই দুই পরিবারের মাঝে । জমি ভাগাভাগি নিয়ে নয়, বরং কিভাবে খুনাখুনি হবে তা নিয়ে । খুন করা হবে নিয়ম মেনে। আর এই নিয়মের ব্যাপারে তারা বেশ শ্রদ্ধাশীল । পরিবারের শেষ খুনি পরবর্তীতে খুন হবে, শুধু ঈশ্বরই তাকে বাচাতে পারেন । আর অপর পক্ষ শুধু তাকেই খুন করবে অন্য কাউকে নয়। সবচেয়ে আশ্চর্য, ভুক্তভুগি পরিবার ও খুনি পরিবার একসাথে সদ্য খুন হওয়া ব্যাক্তির শেষকৃত্যে ও অংশগ্রহন করে !!!


রক্তের রঙে রাঙা শার্ট ।
শার্টটা তারে ঝুলছে । লাল রক্ত শুকিয়ে হলুধ হয়ে যাচ্ছে । রক্তের রঙ যত ধূসর হচ্ছে, কারো ঘড়ির কাঁটা ততই মৃত্যুর দিকে এগুচ্ছে ।


দুই ভাই ।
বয়স ১২ কি ১৩ । পড়তে জানে না । কিন্তু সপ্নের রাজকুমারী যে বইটা উপহার দিয়েছে সেটা সহজেই পড়তে পারছে । বইয়ে অনেক ছবি । সমুদ্রের রঙিন মাছ, মৎস্যকন্যা আরও কত কি। ওয়ান্ডারল্যান্ডে কল্পনার জগত ধরে হেঁটে চলছে আর ফ্যান্টাসি সব গল্প বুনে চলছে অবিরত ।

বাস্তবে ফিরলেই হারাতে চলা প্রিয় মানুষটির মুখ সামনে চলে আসে । তাকে বাঁচানোর কোন গল্প বুনতে পারেনা। কিন্তু একদিন ঠিকই একটা উপায় খুজে পায় । বিশ্বাস, ঠিকই বাঁচিয়ে দিবে প্রিয় মুখটি । ফ্যান্টাসি গল্পের মতো, কিন্তু বাস্তব এবং সত্যি সত্যি ।

বড় ভাই । বয়স ২০ । সাহসী, পরিবারের প্রতি দায়িত্ববান । এই বিড়ান ভূমিতে ভালবাসা খুজে পায় নি এখনো ।

হাতে সময়ও নেই অতটা । এক পা দু পা করে হেঠে চলছে মৃত্যুর খুব কাছাকাছি । হটাৎ দেখা সার্কাসের মেয়েটার সাথে ।

সে বাঁচতে চায়, কিন্তু মৃত্যুর পরওয়ানা তার হাতে । কিন্তু বিধাতা এখনো লিখে চলেছেন তার জীবন কাহিনি । সে জানেনা, মৃত্যু দেবতা কাছেই, কিন্তু অন্য কোথাও ব্যাস্ত ।

কারিগর
ওয়াল্টার সালেস । ব্রাজিলের সিনেমার জীবন্ত কংবাদন্তি । মটরসাইকেল ডায়েরী, অন দ্য রোড, সেন্ট্রাল স্টেশন এর মত সিনেমার নির্মাতা ।

গল্প বলেন না সেলুলয়েডে কাব্য রচনা করেন। “ Behind the Sun” এটা তার অনবদ্য কাব্য । উপরের দৃশ্যপট গুলোকে ঐ কাব্যে বুনেছেন তিনি অনেক যত্ন সহকারে।

টোরেন্ট ডাউনলোড

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৩৪

মোস্তফা সোহেল বলেছেন: মুভি রিভিউ ভাল লাগল। ছবিটি দেখার আশা রইল।

২২ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:২২

হাসান রাজু বলেছেন: অসংখ্য ধন্যবাদ । সাহস পেলাম । আর অবশ্যই দেখবেন । আশা রাখি ভালো লাগবে ।

২| ২২ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:০২

আরণ্যক রাখাল বলেছেন: দেখে নেব সময় করে।
আপনি রিভিউ ভাল লিখেছেন

২২ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:২৩

হাসান রাজু বলেছেন: অবশ্যই দেখবেন । ভালো লাগবে নিশ্চয়ই।
খুব ভালো লাগলো আপনার মন্তব্য । সাহস বাড়ছে আমার।
অশেষ ধন্যবাদ ।

৩| ২২ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:০৪

মাঝিবাড়ি বলেছেন: আগামী কাল বৃহস্পতিবার রাতে দেখবো!

২২ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:২৬

হাসান রাজু বলেছেন: ওরে বাপ । একেবারে দিন তারিখ ঠিক করে ফেলেছেন । গর্ববোধ করছি ।
শুভেচ্ছা রইলো । ভালো থাকবেন । আর জানিয়ে যাবেন কেমন লাগলো মুভিটা ।

৪| ২২ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:২৪

জাহিদ হাসান বলেছেন: ++++++++++
না দিয়ে পারলাম না।

২২ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৪০

হাসান রাজু বলেছেন: খুব ভালো লাগলো । মুভি দেখেছেন কি? না দেখে থাকলে দেখে ফেলুন।
ভালো ভালো ভালো থাকুন । সব সময় । অশেষ ধন্যবাদ + এর জন্য।

৫| ২৩ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৫৪

অগ্নিবেশ বলেছেন: জাহিদ ভাই, আপ্নে না শরীর দুলানো নাচ পছন্দ করেন না। এর সব ভাজ দেখানো চিনেমা কেন দেখপেন?

২৩ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:৩৬

হাসান রাজু বলেছেন: জাহিদ ভাই, সামলান।

৬| ০৯ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:২৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
শেষের লাইনের আগের লাইনে অনবদ্য হবে শব্দটা।

ছবিটা একদিন দেখবো।

কেমন আছেন ?

০৯ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৯

হাসান রাজু বলেছেন: ধন্যবাদ জানবেন। বানান ভুল করায় আমার তুলনা হয় না।
ছবিটা দেখতে পারেন। আমার অনেক প্রিয় একটা মুভি।
ভাল আছি। ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.