নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাসান ইমতির জন্মস্থান ফরিদপুর, বর্তমান বাসস্থান উত্তরা, ঢাকা। তিনি মূলতঃ অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্মে লেখালেখি করে থাকেন। এ ধারায় কবিতা ভিত্তিক সাইটের ভেতর রয়েছে বাংলা কবিতা, কবিতা ক্লাব, কবিতা ইবারয়ারি, গল্প কবিতা, বাংলার কবিতা ইত্যাদি এবং ব্লগের ভেতর সাম

হাসান ইমতি

সূর্যের লাল চোখ রেখে আমি শপথ নিয়েছি আরেক সূর্য হবার

হাসান ইমতি › বিস্তারিত পোস্টঃ

বিভ্রম

২৭ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:২০



ছেলেটি চেয়েছিল তরুণী বিকেলটা বারান্দায়
দাড়িয়ে আরও কিছুক্ষণ আড়মোড়া ভাঙুক,
মেয়েটি চেয়েছিল নীল আকাশে ভেসে চলা
সাদা পুরুষ মেঘ তার ভাবনার পাশবালিশ হোক ।

কবি চেয়েছিল তার কবিতার উঠোনে জন্মাক
নাটোরের বনলতা সেনের অধুনা উত্তরসূরি,
প্রেমিক চেয়েছিল তার প্রেয়সীর চোখে শুধু
তার জন্য জ্বলে উঠুক ভালোবাসার মণি কাঞ্চন ।

বাদশাহ নামদার চেয়েছিল তার নাম শুনে
কুর্ণিশ করুক বনের সব অবোধ পশুপক্ষী,
ভিখিরি চেয়েছিল আগামী নবান্নে নতুন ধানের
কিছু কিছু দানায় তার নামও লেখা থাকুক ।

দুঃখিনী মা চেয়েছিল কানা পদ্মলোচন তার
মমতাজ প্রেমে নব্য মুঘল শাহজাহান হোক,
জল্লাদ কাসাব চেয়েছিল লোকে তার নামে মিথ্যে
করে হলেও কিছু ভালোমানুষির গল্প বলুক ।

শুধু চৌরাস্তার মোড়ের উলঙ্গ জগু পাগলা
নিজের নামে কোন সাম্রাজ্যের পত্তন চায় নি,
অভ্যাগতের তালিকায় প্রথমেই কেন পাগলা জগুর নাম
সে প্রশ্নের জবাবে সুখ দেবতা শুধু মুচকি হেসেছিলেন ।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৪১

কবি সুবর্ণ আদিত্য বলেছেন: সেও বিভ্রম...ভালো লাগলো। শুভকামনা।

২৭ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫২

হাসান ইমতি বলেছেন: ভালবাসা কবি

২| ২৭ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৩

কল্লোল পথিক বলেছেন: দুঃখিনী মা চেয়েছিল কানা পদ্মলোচন তার
মমতাজ প্রেমে নব্য মুঘল শাহজাহান হোক,
জল্লাদ কাসাব চেয়েছিল লোকে তার নামে মিথ্যে
করে হলেও কিছু ভালোমানুষির গল্প বলুক
চমৎকার কবিতা শুভ কামনা জানবেন।

২৭ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৩

হাসান ইমতি বলেছেন: ভালোবাসা পথিক

৩| ২৭ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: আমার কাছে প্রতিটি লাইন ভালো লেগেছে।
কিন্তু আমার মনে হয়েছে যে লাইনগুলোকে যেভাবে ভেঙেছেন সেটা কবিতার মতো হয় নি। এটা একটা গদ্য হিসেবে ভালো মানের হতে পারে অবশ্য কিংবা মুক্তগদ্য হিসেবে।

আরো স্পষ্টভাবে প্রতিটি লাইন নিজে কবিতা হলেও একসাথে কবিতা হয়ে ওঠে নি। সর্বোচ্চ কবিতার মতো।

আপনার লাস্ট লেখাতে আমি মুগ্ধ হয়েছিলাম। খুব সুন্দর লিখেছিলেন। তর প্রভাব হতে পারে এটা।

২৭ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৫

হাসান ইমতি বলেছেন: স্তবক আলাদা হলেও চাওয়ার ধরন কিন্তু একই, মিল বাইরে থেকে নয় ভাবে খুজতে হবে, শেসের পাঞ্চ লাইনে এসেছে একটি বক্তব্য, ভালবাসা .।

৪| ২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১০

সুমন কর বলেছেন: মোটামুটি লাগল !

২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০১

হাসান ইমতি বলেছেন: ভালোবাসা ।

৫| ২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২১

হারান সত্য বলেছেন: চমৎকার কবিতা - ভাল লাগল

২৭ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৮

হাসান ইমতি বলেছেন: ভালোবাসা .

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.