![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মার্টিন
একটা বিশ্বাস, কিছু স্বপ্ন,
কিছু অপেক্ষার প্রহর........
থাক না ! জীবন তো চলছে
থেমে তো যায় নি
না হয় থাকলো কিছু অপূর্ণতা,
চোখের কোণে জমে থাকা বিন্দু বিন্দু জল
হয়তো তাকে পাব না ,
হাতে হাত রাখবো না ,
প্রাপ্তির পূর্ণতায় হাসবো না,
ক্ষতি কি ?
তাকে আমি ভালোবেসেছি,
আমার পরিপূর্ণতায়,
আমার শ্রদ্ধায়,
আমার বিশ্বাসে
তার অবহেলায় আমি কেঁদেছি,
তার দেওয়া কষ্টে নির্বাক হয়েছি,
দিনের পর দিন নির্ঘুম কাটিয়েছি
তারপর....নিজেকে বুঝিয়েছি....
নিজের মনকে জানিয়েছি,
সে আমার নয়,
সে শুধু মরিচিকা কিংবা আলেয়ার আলো,
সে আমায় ভালোবাসেনি,
ভালোবাসবেও না
তবুও তাকে ভালোবাসি
ভালোবাসি তাকে-
সদ্য ফোটা সাদা গোলাপের পবিত্রতায়,
ভোরের শিরিরের উজ্জ্বলতায়,
খরার পরের বৃষ্টির স্নিগ্ধতায়,
মেঘমুক্ত নীল আকাশে রোদের তীব্রতায়,
সে থাকবে আমার বিশ্বাসে
আমার শ্রদ্ধায়,
আমার পরিপূর্ণতায়.....!!
©somewhere in net ltd.