![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মার্টিন
"গত রাতে নেট চালাচ্ছিলাম, হঠাৎ রুমে আব্বার আগমন এস ইউসাল, আব্বা উকিঝুকি মেরে দেখার চেষ্টা করতেছিলো, আমি নেটে আসলে কি করি সারারাত সারাদিন, পৃথিবীর সাতটা আশ্চর্যের কোনটাই তার কাছে আশ্চর্য লাগে না, কিন্তু "আমি নেটে সারাদিন কি করি" - এই ব্যাপারটা তার কাছে অনেক বেশি আশ্চর্যের ব্যাপার !!
আব্বা এসে বলল, তার জরুরি শেয়ার মার্কেটের নিউজ দেখতে হবে, আমি তাড়াতাড়ি করে উঠে গেলাম, আগেও আব্বাকে আমি নেট চালাইতে দিছি, কখনোই কোন ঝামেলা করে নাই, কিন্তু গতকালকে জানি কি হইছিলো !!
আব্বা তার শেয়ার মার্কেটের ট্যাব থেকে নিউ ট্যাবে গিয়ে "ফেইসবুক" এ ক্লিক করছে, যখন আমি দরজা দিয়ে ঢুকলাম, তখন মাত্র হোমপেইজটা ওপেন হইছে, আমি স্বস্তির নিঃশ্বাস ফেলে আব্বার হাত থেকে মাউস নিয়ে উহা ক্লোস করতে যাওয়ার আগেই যা যা দেখলামঃ
* হোমপেইজে একই সাথে আমার ফ্রেন্ডলিস্টের ২-৩ টা সুন্দরী রমণী তখনই প্রোফাইল পিকচার চেইঞ্জ করিয়াছেন অথবা নিউ এলবাম আপলোড দিয়াছেন যাহা হোম পেজে জ্বল জ্বল করিয়া জ্বলিতেছে !!
* ফেইসবুকের ডান পাশে অ্যাডের জায়গায় "পাতিয়ালা সালোয়ার কামিজ" শিরোনামে একটা অ্যাডে একটা অশ্লীল নারীর ছবি প্রদর্শিত হচ্ছে !!
* যেই মেয়েটা জিন্দেগীতে কোনদিনও আমাকে নক করে না, তখনই সে নক করে বসছে !!
*(সাথে পুরনো একটা ঘটনা এড করলাম, আগে প্রায়ই টিভিতে মুভি দেখতাম রাত জেগে, গত বছর এমনই এক রাতে মুভি দেখতেছিলাম আব্বা হটাৎ করে রাতে ঘুম থেকে উঠে হয়তো টয়লেটে যাওয়ার সময় টিভি রুমে ডুকেই দেখেন আমি সোফায় শুয়ে টিভি দেখছি আর ঠিক তখনই নায়ক-নায়িকার রোমান্স শুরু হয়ে গেছে একজন অন্যজনকে পরম সুখে কিস করিতেছে, আমি কিছু বোজার আগেই আব্বা বললেন সারারাত জেগে জেগে এগুলাই দেখো, এরপর থেকে খেলা ছাড়া কোনোদিন টিভি রুমে যাইনি)
কাল রাতেও সেইম
আমি কিছু বুঝে ওঠার আগেই আব্বা জ্বলন্ত দৃষ্টিতে আমার দিকে তাকায়ে বললো, "এইটা কি ??"
একটা প্রবাদ ছিলো, "যেখানে বাঘের ভয়, সেখানেই সন্ধ্যা হয় !!"
আমার ক্ষেত্রে প্রবাদটা সত্যি হইলো,
"যখনই আব্বা ফেইসবুকে বয়, সুন্দরীদের প্রো পিক বদলাইতে হয় !!
যখনই আব্বা ফেইসবুকে বয়, মেয়েরাই নক করে, ছেলেরা নয় !!"
আপাতত আব্বা ল্যাপটপ বা মডেম কোনটার পিলার বা গেট ধরে নাড়াচাড়া করে নাই, শুধু মাঝে মধ্যে বলতেছে,
"এইসবই করো তাইলে সারাদিন সারারাত??"
দুঃখে কইলজাটা ফাইট্টা যাইতাছে
দুনিয়াডা এত্ত খারাপ ক্যান ?? এত্ত খারাপ ক্যান ??"
©somewhere in net ltd.