নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোকা ছেলেটা

তবুও আমি স্বপ্ন দেখি, তোমার জন্য গল্প লিখি, অন্ধকারে তোমার ছবি হাতড়ে বেড়াই, তবুও আমার আকাশ ভেঙ্গে বৃষ্টি নামে; তোমার হাতের স্পর্শে যেনো উঠে দাড়াই.......!!

মারুফ হাসান সৌরভ

মার্টিন

মারুফ হাসান সৌরভ › বিস্তারিত পোস্টঃ

সুপার হিট সুপার মুন

২৪ শে জুন, ২০১৩ রাত ১২:৩৪

"আকাশে বিরাট একখান চাঁদ উঠছে, এই উপলক্ষে ফেইসবুকে বিভিন্ন ধরণের মানুষের ইশট্যাটাসঃ



# পেইজ অ্যাডমিন-১ :

"এই গোলাকার চাঁদটির জন্য কতগুলো লাইক আশা করা যায় ??"



# পেইজ অ্যাডমিন-২ :

"কতই না সুন্দর একখান চাঁদ ... এই চাঁদের উল্টা পিঠ দেখার জন্য "লাইক" ও "কমেন্ট" দিয়ে অ্যাকটিভ থাকুন !!"



# ছ্যাক খাওয়া প্রেমিকঃ

"যেই মূহুর্তে দেখতে পেলুম এই সুন্দর গোল চাঁদ,

সেই মূহুর্ত হইতে তোমার কথা ভাবাভাবি বাদ !!"



# খাই খাই পাবলিকঃ

"পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো তন্দুরি রুটি, পরাটা ইত্যাদি সব ... খায়ালামু !!"



# প্যাথেটিক পাবলিকঃ

"উফফ !! এই "FULL MOON" দেখে আমার TWILIGHT এর "NEW MOON" এর কথা মনে পড়ে গেলো ... এডওয়ার্ড কালা আর বেল্লা শালা !!"



# বাংলা সিনেমা ভক্তঃ

"হই !! আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটারে ... ইইইইইইয়াআআহহহহহহহহ !!

ইইইইইইইইইইইইইইইইইয়াআআআআআআআআআআআআআআআহহহহহহহহ !!"



# আওয়ামী লীগ সমর্থকঃ

"দেখেন, এই আওয়ামী লীগের আমলেই চাঁদ বাংলাদেশের এত্ত কাছে আসছে ... ইহা সরকারের একটি সাফল্য !!"



# বি এন পি সমর্থকঃ

"চোপ !! চাঁদ লইয়া কোন চুদুরবুদুর চইলত ন !!"



# ম্যাক্সিমাম পাবলিকঃ

"কী যে শুরু হইলো, সবাই খালি চাঁদ দিয়া স্ট্যাটাস দেয় !!"



# আমিঃ

"সবাই যে কি নিয়া ইশট্যাটাস দিতেছে, বুঝতেছি না !!

বলি, বাড়ির সামনে কোন হারামি এই লম্বা বিল্ডিং উঠাইছে ????"

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.