নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোকা ছেলেটা

তবুও আমি স্বপ্ন দেখি, তোমার জন্য গল্প লিখি, অন্ধকারে তোমার ছবি হাতড়ে বেড়াই, তবুও আমার আকাশ ভেঙ্গে বৃষ্টি নামে; তোমার হাতের স্পর্শে যেনো উঠে দাড়াই.......!!

মারুফ হাসান সৌরভ

মার্টিন

মারুফ হাসান সৌরভ › বিস্তারিত পোস্টঃ

আমরা দিনদিন দিবসভিত্তিক ধার্মিক, আর দেশপ্রেমিক হয়ে যাচ্ছি।

২৪ শে জুন, ২০১৩ রাত ৯:৪৩

আজ পবিত্র শবে বরাত। আজকের রাতটি মুসলমানদের জন্য অনেক মহিমান্বিত রাত।



একটা কথা না বলে আর পারলাম না

সারাদিন আশেপাশের মানুষ আর বন্ধুদের দেখে বলতেই হচ্ছে

আমরা দিনদিন দিবসভিত্তিক ধার্মিক, আর দেশপ্রেমিক হয়ে যাচ্ছি।



সারা বছর বসে বসে খাওয়া লোক স্বপ্ন দেখে এক রাতেই কোটিপতি হবে । এমন লোক কে আমরা বেকুব বলি, দিবাস্বপ্ন ছাড়তে বলি।



সারা বছর নামাজ কালাম নাই, হালাল হারাম চিনল না, আর আজকেই আল্লাহ কে ডাইকা নামাইয়া ই ছারবেন, এমনকি কথিত শবে বরাতের রাতের শুরু মাগরিবের নামাজও অনেকেই পড়ে না তারাই এশার নামাজের পর একশত রাকাত নামাজ পড়ে কান্না কাটি করে এক রাতেই আল্লাহ কে রাজী করার স্বপ্ন দেখে !!



আল্লাহ সম্পর্কে আপনার ধারনা এতই নিন্ম ? এক রাতের কান্নায় এবাদত তিনি আপনাকে মাফ করে দেবেন??



শুধু আজকেই হালুয়া-রুটি না খাইয়া, ঘটা করে পালন না কইরা সারারাত চোখ বুইজা নামাজ না পড়ে ভাই দয়া করে সারাবছর ভাগ্য বদলানোর চেষ্টা করুন। সারাবছরই মুসলমান থাকুন। দিবসভিত্তিক ধার্মিক হইয়েন না। কারন আপনাদের কারনেই অনেকেই দ্বিধাদন্ধে ভুগে তারা কি করবে??



নিসন্দেহে পবিত্র শবে বরাত মুসলমানদের জন্য অনেক মহিমান্বিত রাত।



আপনাদের অনুরোধ করছি

এটাকে দিবসভিত্তিক করে ফেলবেন না......!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.