নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোকা ছেলেটা

তবুও আমি স্বপ্ন দেখি, তোমার জন্য গল্প লিখি, অন্ধকারে তোমার ছবি হাতড়ে বেড়াই, তবুও আমার আকাশ ভেঙ্গে বৃষ্টি নামে; তোমার হাতের স্পর্শে যেনো উঠে দাড়াই.......!!

মারুফ হাসান সৌরভ

মার্টিন

মারুফ হাসান সৌরভ › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীর সবাই ভালো থাকুক

০১ লা জুলাই, ২০১৩ রাত ১২:৩২

"I AM DEPRESSED" ... "I QUIT" ... "MY LIFE SUCKS" ... "I HATE MY LIFE"



কত সহজেই মাঝে মাঝে বলে বসি এইসব কথা, জীবনের প্রতি ডিপ্রেসড হইতে এক সেকেন্ডও টাইম লাগে না !!



###



সেদিন রাতে আলু ভর্তার সাথে ডিমভাজি ছিলো না, খাবার গিলতে কত কষ্টই না হইলো, রাতে ঘুমানোর সময় এইটা নিয়া মন মেজাজ খারাপ করলাম, ফেইসবুকে স্ট্যাটাস দিলাম, "জীবনটা এমন ক্যান ??"



তাইতো ?? জীবনটা এমন ক্যান ?? বস্তির ঐ ছেলেটা সকাল থেকে না খেয়ে ক্ষুধা পেটে ঘুমায়ে গেছে, ঘুমানোর আগে কোন স্ট্যাটাস দিতে পারে নাই, চোখের পানি চোখেই শুকিয়ে গেছিলো, ওই অবস্থায়ই দাতে দাঁত চেপে ঘুমিয়ে গেছে !!



###



সারাদিন ভার্সিটিতে ক্লাস করে ক্লান্ত হয়ে বাসায় ফিরে অভিযোগ করি, "লাইফে এত্ত কষ্ট ক্যান ??"



আসলেই... লাইফে এত্ত কষ্ট ক্যান ?? যেই রিকশাচালক ভাই আমাকে বাসায় নামায়ে দিয়ে গেলেন, সকাল থেকে প্যাডেল চালাইতে চালাইতে আর ঘাম মুছতে মুছতে ক্লান্ত হয়ে সে আধামরা, তাও সে কখনো বলে না, "লাইফে এত্ত কষ্ট ক্যান ??" পেটের দায়ে প্যাডেল চালাইতে চালাইতে এসব বলার সময় কই ??



###



প্রেমিকা ডেটে আসবে বলে আসে নাই আর ... ২ দিন দেখা হয় না ... সেজন্য অনেকেই "I AM DYING WITHOUT YOU" টাইপ স্ট্যাটাস দেন কত্ত কষ্ট নিয়ে ... আহ !! কত্ত কষ্ট !!



আজ ২ দিন হলো জানালার পাশে বসে আছেন বৃদ্ধা মা "আমি কালকেই এসে তোমাকে নিয়ে যাবো" - বলে ছেলেটা চলে গেলো, আজ ২ দিন ২ রাত হলো ... বৃদ্ধাশ্রমের জানালা দিয়ে মরীচিকার মত ছেলেকে দেখে মা, ছেলে আর আসে না আসবেও না, সে বলে না, "I AM DYING WITHOUT YOU !!" সে বেঁচে আছে, ছেলের অপেক্ষায় !!



###



এরকম আরো হাজার হাজার কাহিনী আছে বলে শেষ করা যাবে না !!



একটা কথাই বলতে চাই, আজ আপনি যে হাত দিয়ে লিখছেন, "ভাল্লাগে না" কিংবা "আমি অনেক অসুখী" এই হাতটাও অনেকের নাই !!



আজকে যে চোখ দিয়ে আপনি এই লেখাটা পড়ছেন, এই চোখেও অনেকের আলো নাই, তারা জানে না, চাঁদ দেখতে কেমন, তারা রংধনু চেনে না, তারা নিজের চোখের পানিটা পর্যন্ত দেখতে পায় না !!



অযথাই মন খারাপ করবেন না, আপনারই আশেপাশে অনেকের মা নেই, বাবা নেই, তাদের দিন কিভাবে কাটে, আমি জানি না "মা-বাবা ছাড়া পৃথিবী" - আমি কল্পনা করতে পারি না !!



আফগানিস্তান আর ফিলিস্তিনে প্রতি মিনিটে মানুষ মরছে, দুর্যোগে আক্রান্ত একটা দেশে শুধুমাত্র খাবারের অভাবে শুকিয়ে কঙ্কাল হয়ে মরছে হাজার হাজার শিশু, আমরা কেন ডালে লবণ কম হইলে অভিযোগ করবো ??



যারা দুইটা চোখ দিয়ে এই লেখাটা পড়ছেন, দুইটা হাত দিয়ে স্ক্রল করছেন, দুইটা পা ছড়িয়ে বসে আছেন, রাতে খাওয়ার জন্য যাদের ঘরে ভাত আছে, মাথার উপরে ছাদ আছে আর শোয়ার জন্য, একটা বিছানা আছে, আপনার জীবনে যা-ই ঘটুক, বিশ্বাস করেন, পৃথিবীর ৭০% মানুষের চেয়ে আপনি ভালো আছেন !!



আমরা সবাই যেনো একটা মিনিট সময় নিয়ে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানাই আর প্রার্থনা করি, "পৃথিবীর সবাই ভালো থাকুক !!"

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.