![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মার্টিন
ছোট বেলায় ঘুমানোর সময় মা আমাদের রুপকথার গল্প শুনিয়ে ঘুম পাড়াইতো......
গল্পটা ছিলো অনেকটা এইরকম......
এক দেশে এক রাজকন্যা ছিলো, রানী মারা যাওয়ার পর রাজা নতুন বিয়ে করে, সৎ মায়ের জ্বালায় তার জীবন ছিলো অতিষ্ট আর দুঃখে কষ্টে ভরপুর, একদিন ঘোড়ায় চড়ে এক রাজপুত্র এলো আর বিয়ে করে রাজকন্যাকে নিয়ে গেলো, সেই থেকে রাজকন্যার সুখের দিন শুরু হলো, রাজকন্যা সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।
কিন্তু সেটা ছিলো শুধুই রুপকথা, বাস্তবে সেই রাজপুত্র ও আসে না আর রাজকন্যার দুঃখও শেষ হয়না।
মাননীয় সরকার প্রধান,
বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, উন্নতির নাম করে দেশের মানুষকে দয়া করে আর মুলা দেখাইয়েন না।
বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ ছিলো বটে কিন্তু সেই বৈশিষ্টটাও আজ প্রায় বিলুপ্তির পথে শুধু বইগুলাতে এই শব্ধটার ব্যাবহার দেখা যায়। আপনার মন্ত্রী-এমপি রা নদী ভরাট করে দখল করে ঐখানে ব্যাবসা শুরু করছে আর নদীর পানি খাচায় ভইরা আইনা সুইমিংপুল বানাইসে উনাদের কুত্তা বিলাই সাতার সাতার কাটবে সেই জন্যে।
সুন্দরবনের পাশে ''জাহাজভাঙ্গা শিল্প'', ''রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র'' স্থাপন করে দেশের আর উন্নতি কইরেন না, ভারত মাতার ভালবাসার প্রয়োজন হলে কমদামে সুন্দর বন টা বিক্রি করে দিলেই পারেন, এতো নাটক করার কি দরকার??
এমনিতে হরতালের প্রভাবে দেশে গাছ-পালার সংখা যেভাবে কমে যাচ্ছে তার উপর আবার আমাদের এই বনজ সম্পদ, এই পরিবেশ যদি এভাবে ধ্বংস করে দেন তাহলে দেশের মানুষের কয়েকদিন পর অক্সিজেন নেয়ার জন্যে সাথে করে অক্সিজেন সিলিন্ডার নিয়ে ঘুরতে হবে। দয়া করে সুন্দরবনকে ধ্বংস করে আমাদেরকে আরও বিপদের দিকে ঠেলে দিবেন না।
নাহলে পরের প্রজন্মকে আমাদের সেই রুপকথার গল্পই শোনাতে হবে...
এক যে ছিলো সুন্দরবন
সেখানে রয়েল বেংগল টাইগার নামে বিরাট বাঘ বসবাস করতো, দেখতে অনেকটা বিলাই এর মতো, এখন সেখানে ইন্ডিয়ার সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম বানানো হয়েছে, যেখানে এইবার ইন্ডিয়া-আমেরিকা ফুটবল বিশ্বকাপ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
©somewhere in net ltd.