নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুযোগ পেয়ে একটু-আধটু লিখার চেষ্টা করছি এই আর কি...

হাসানুর

আমি বাক স্বাধীনতায় বিশ্বাসী এবং জানি আমার বাক স্বাধীনতা কতটুকু ।

হাসানুর › বিস্তারিত পোস্টঃ

জীবন থেকে নেয়া ইলিশ মাছের কিছু স্মৃতি !

০২ রা নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৩২



হঠাৎ ইলিশ মাছ খেতে ইচ্ছে হল । সাথে সাথে জিভে ..জল... চলে এল । তার জন্য একটু সময়ের প্রয়োজন, এই ফাঁকে আমার জীবন থেকে নেয়া ইলিশ মাছের কিছু স্মৃতি আপনাদের সাথে শেয়ার করছি ।
বাবার চাকুরির সুবাদে ছোট বেলার কয়েকটা বছর নোয়াখালীর হাতিয়া দ্বীপে কাটিয়ে ছিলাম । সাল মনে নেই তবে ১৯৮৭ হতে পারে । বাবার অফিসের পিছনে আমার স্কুল ছিল । ক্লাস ওয়ান এ পড়ি । মাঝে মাঝে স্কুল ছুটির পর বাবার অফিসে যেতাম তখন বাবা ১০ টাকা হাতে দিয়ে বলতেন বাসায় যাবার পথে যেন কিছু মাছ-তরকারি নিয়ে যাই । খুব ছোট হলেও কমন কিছু বাজার আমি তখনই করতে পারতাম । তাই বাসায় যাবার পথে বাজারে গিয়ে ৫ টাকা দিয়ে ইয়া বড় একটা ইলিশ মাছ ও ৩-৪ টাকার তরকারি কিনে বাসায় ফিরতাম ! তারপর ও ১-২ টাকা আমার লাভ থাকত ! আহা আমার নিজেরই তো বিশ্বাস হচ্ছেনা !
প্রতি বছর বার্ষিক পরীক্ষা শেষে নানাবাড়ি যেতাম । নানাদের কয়েকটা ইলিশ মাছের নৌকা ছিল । সন্ধ্যার পর ওড়ায় ওড়ায় মাছ আসা শুরু হত।দেখতে দেখতে পুরো উঠোন ইলিশ মাছে ভরে উঠত । আস-পাশের মহিলারা সারা রাত ভর মাছ কুটে লবন দিয়ে মাটির ভাড়ে রাখত ।পরে চালান দেওয়া হতো ।
একবার নানাদের মাঝিদের সাথে ইলিশ মাছ ধরা দেখতে মেঘনা নদীতে গেলাম । সারাদিন মাছ ধরা দেখলাম, কত্তো ইলিশ ! কিন্তু একটাও জ্যান্ত ইলিশ দেখলামনা, বড়ই আফসোস ! ভাবলাম দুপুরে ইলিশ রান্না হবে মজা করে ইলিশ খাব কিন্তু মাঝিরা রান্না করল শুটকি মাছ । তারা নাকি ইলিশ খেতে পারেনা !
তবে জ্যান্ত ইলিশ দেখার শখ আল্লাহ ঠিকই পুরন করেছেন ,সেটা মেঘনায় নয় সিলেটে কুশিয়ারা নদীতে ! বড়ই আজব ! খুব ভোরে নদীর পাড়ে দাঁড়িয়ে আছি, জেলেরা লম্বা সুতার জাল টানছে । দেখা গেল ২টা ইলিশ মাছ ইঠে এসেছে ! মাছ দুটা নড়া-চড়া করছে ! চারদিকে প্রচুর মানুষ জমে গেল ! সাথে সাথে বেশি দামে বিক্রি হয়ে গেল ।
এমন ও সময় গেছে বাজারে যাওয়ার সময় মা বারবার নিষেধ করে দিতেন ভুলেও যেন ইলিশ মাছ না আনি ! আর বাজারে গেলে ইলিশ মাছের গন্ধ খুব খারাপ লাগত !তখন হত দরিদ্র মানুষেরা সারা মাস জুড়ে ইলিশ মাছ খেত !
হা হা হা সবই আষাঢ়ে গল্প মনে হচ্ছে ! একেকটা ইলিশ ২০০০-২৫০০ টাকাও হয় ভাবা যায় ।তবে জেলেরা এখনও বড় বড় ইলিশ খায়, আমার দেখা অনেক জেলে শুধু ইলিশ মাছ বেচে আজ অবস্হাপন্ন ।

Translation : Suddenly, I felt like eating hilsa fish. My mouth started watering immediately. It takes a bit of time to prepare, so in the meantime, let me share some memories of hilsa fish from my life with you. Due to my father's job, I spent a few years of my childhood on Hatiya Island in Noakhali. I don't remember the exact year, but it could be 1987. My school was behind my father's office. I was in class one. Sometimes after school, I would go to my father's office, and he would give me 10 taka and ask me to buy some fish and vegetables on my way home. Even though I was very young, I could do some common shopping. So, on my way home, I would go to the market, buy a big hilsa fish for 5 taka and vegetables for 3-4 taka, and return home! I would still have 1-2 taka left! Ah, I can hardly believe it myself! Every year after the annual exams, I would go to my grandparents' house. They had a few hilsa fishing boats. In the evening, the fish would start coming in. The whole yard would be filled with hilsa fish. The women from the neighborhood would spend the whole night cutting the fish and salting them in earthen pots. Later, they would be sent off. Once, I went to the Meghna River with my grandparents' fishermen to watch them catch hilsa fish. I watched them fish all day, so many hilsa! But I didn't see a single live hilsa, which was very disappointing! I thought we would have hilsa for lunch, but the fishermen cooked dried fish instead. They said they couldn't eat hilsa! However, Allah fulfilled my wish to see live hilsa, not in the Meghna but in the Kushiyara River in Sylhet! It was very strange! Early in the morning, I was standing by the river, and the fishermen were pulling a long thread net. Two hilsa fish came up! The fish were moving! A lot of people gathered around! They were sold at a high price immediately. There were times when my mother would repeatedly tell me not to bring hilsa fish when I went to the market! And when I went to the market, the smell of hilsa fish was very unpleasant! At that time, poor people would eat hilsa fish all month long! Haha, it all seems like a fairy tale now! Each hilsa fish costs 2000-2500 taka, can you imagine? However, fishermen still eat big hilsa fish, and many fishermen I know have become well-off just by selling hilsa fish।

মন্তব্য ৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০২৪ রাত ৮:৪১

নিলঞ্জনা বলেছেন: আজকাল বাজারে বড় বড় ইলিশ ভালোই পাওয়া যায় কিন্তু দাম বেশি।

২| ০২ রা নভেম্বর, ২০২৪ রাত ৯:৪৯

শিশির খান ১৪ বলেছেন: আপনি কি ভুলে ১৯৭৭ সালের জায়গায় ১৯৮৭ সাল লিখছেন ? ১০ টাকায় বাজার করতেন তাও আবার ৫ টাকায় ইলিশ মাছ ৩ টাকায় সবজি কেমনে ??? আপনি ১৯৮৭ সালে ক্লাস ওয়ানে পড়তেন আমি ১৯৯০ সালে ক্লাস ওয়ানে পড়তাম আপনার তিন বছর পরের ব্যাচ । আমি ৫ টাকায় ইলিশ মাছ দেখি নাই অবশ্য আমি ঢাকায় থাকতাম। তখন হাতিয়া মানে আরেক দেশ সেই হিসাবে সম্ভব। আমার আবছা আবছা মনে পরে বেনসন তিন টাকা , গোল্ড লিফ সিগারেট দুই টাকা , এক প্লেট ফুচকা তিন টাকা ,চটপটি দুই টাকা ,তিন রুমের ধানমন্ডির বাসার ভাড় ছিলো তিন হাজার টাকা ,ড্রাইভার এর মাসিক বেতন ছিলো পাঁচ হাজার টাকা ,বাসার ফুল টাইম কাজের মহিলার বেতন ছিল ৫০০ টাকা।

২৫ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:২৬

হাসানুর বলেছেন: তখন এমনও সময় ছিল বাজারে যাওয়ার সময় বাসা থেকে বলা হতো ইলিশ মাছ যেন না আনি।

৩| ০৩ রা নভেম্বর, ২০২৪ ভোর ৬:২৩

আলামিন১০৪ বলেছেন: ১৯৮৪ সালে ১/২ কেজি ছোট মুরগীর দাম ছিল ১৫ খেকে ২০ টাকা আর আপনি বলছেন, ১৯৮৭ সালে ১০ টাকায় ইয়া বড় ইলিশ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.