নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি- হাসান জাকির। অজ পাড়াগাঁয়ে বড় হয়েছি। কিন্তু জীবিকার তাগিদে শহুরে জীবনে আটকা পড়ে আছি। কাজ করছি- স্বাস্থ্য সেবা খাতে। ভালবাসি নিজেকে- নিজের পরিবারকে, দেশকে- দেশের মানুষকে। সারাদেশে ঘুরে বেড়ানো আমার নেশা।

হাসান জাকির ৭১৭১

জীবনের জন্য কাজ, জীবের জন্য ভালবাসা।

হাসান জাকির ৭১৭১ › বিস্তারিত পোস্টঃ

খাউক, ঐ বেচারাই খাউক............আমরা না অয় নাই পেলাম।

২১ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫০

রিকসা অলারে কম দি আর লাভ কি?
জায়গামত দাক্তার কিন্তু বসি আছে। খালি দেখবি আর টাকা.....খালি দেখবি আর টাকা।
খাউক, ঐ বেচারাই খাউক............আমরা না অয় নাই পেলাম।

জনৈক স্থানীয় প্রভাবশালী লোক রিকসা থেকে নেমে রিকসা ভাড়া কম দেয়ার পর বেশ কিছুক্ষণ তর্ক করার পরেও রিকসাওয়ালার ভাষায় ন্যায্য ভাড়া না দিয়েই চলে গেলেন। অতঃপর রিকসা নিয়ে চলে যেতে যেতে রিকসাওয়ালার অভিব্যক্তির প্রকাশ।
নির্দিষ্ট গন্তব্য শেষে রিকসাওয়ালা ও যাত্রীর মাঝে ভাড়া নিয়ে মতবিরোধ, তর্ক-বিতর্ক, ঝগড়া এমনকি গায়ে হাত তোলার মত ঘটনাও অনেক ঘটে। ব্যাক্তিগত ভাবেও এমন ঘটনার মুখোমুখি অনেকবার হয়েছি বা চোখের সামনেই ঘটতে দেখেছি। যা কখনই কাম্য নয়।
এক্ষেত্রে দোষ হয়ত উভয়পক্ষেরই থাকে, তবে আমি ব্যাক্তিগত ভাবে সর্বদাই যাত্রীর দোষ দেই। ছোট শহর বা মফস্বলে অনেক যাত্রী যেমন রিকসাওয়ালাদের সঠিক ভাড়া দেয়ার ক্ষেত্রে নিজের প্রভাব দেখান, তেমনি বড় শহরেও অনেক যাত্রী আছেন যারা অন্য কোথাও না পারলেও রিকসাওয়ালাদের সাথে ন্যায্য ভাড়া দেয়ার বেলায় বাৎচিৎ করেন, এমনকি গায়ে হাত তুলতেও দ্বিধা করেন না।
তবে সবচেয়ে বেশি যেটা ঘটে তা হল- রিকশায় ওঠার পূর্বেই ভাড়া ঠিক করে না নিলে গন্তব্য শেষে নানা অজুহাতে রিকশাওয়ালারা বাড়তি ভাড়া এমনকি কখনো কখনো ২/৩ গুন বেশি ভাড়া চেয়ে বসে। শুধু চেয়েই বসে না, কোন কোন রিকসাওয়ালার কথা-বার্তা, মন্তব্য বা ভাব-ভঙ্গি এমন থাকে যে- নিজেকে ঠিক রাখা কঠিন হয়। তবুও আত্মসম্মান রক্ষার্থে শেষ পর্যন্ত তার দাবীকৃত বাড়তি ভাড়াই দিতে হয়। অথবা উপরোক্ত মন্তব্য বা বদদোয়া প্রাপ্য থাকে।
এসব বিরুপ পরিস্থিতি এড়াতে যা করা যেতে পারে-
** অফিস বা কাজের প্রয়োজনে বের হবার ক্ষেত্রে একটু সময় নিয়ে আগেই বের হই।
** খুব বেশি তাড়া বা জরুরী প্রয়োজন না থাকলে কাছাকাছি রাস্তাটুকু হেটেই যাই, এতে অনেক লাভ।
** রিকশায় যদি উঠতেই হয়, তবে অবশ্যই আগে ভাড়া মিটিয়ে নেই।
** গন্তব্য যত কাছেই হোক, তা রিকসাওয়ালাকে বলে ভাড়াটাও বলে নেই।
** যেসব রিকসাওয়ালা বলে- ভাড়া যা তাই দিয়েন। তাদের বেলায়ই বরং আতিরিক্ত সাবধানতা দরকার। এরাই বেশি ঝামেলা করে অথবা সে নতুন, আসলেই ভাড়া জানেনা। তাকে অবশ্যই সুনির্দিষ্ট দুরত্ব ও ভাড়া বলে তারপর রিকসায় চড়তে হবে।
** এর কোনটাই যদি সম্ভব না হয় তবে রিকসাওয়ালার দাবীকৃত ভাড়া দিয়েই বরং দ্রুত কেটে পরি। তাতে সময়, সম্মানসহ আরো অনেক কিছুই বাচবে।


ধন্যবাদ সবাইকে।
ভাল থাকবেন।।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: উভয় সংকট :(

২১ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫৮

হাসান জাকির ৭১৭১ বলেছেন: ঠিক তাই ভাই, তাই যাত্রীদেরই সচেতন হতে হবে।
ধন্যবাদ আপনাকে।।

২| ২১ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.