নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি- হাসান জাকির। অজ পাড়াগাঁয়ে বড় হয়েছি। কিন্তু জীবিকার তাগিদে শহুরে জীবনে আটকা পড়ে আছি। কাজ করছি- স্বাস্থ্য সেবা খাতে। ভালবাসি নিজেকে- নিজের পরিবারকে, দেশকে- দেশের মানুষকে। সারাদেশে ঘুরে বেড়ানো আমার নেশা।

হাসান জাকির ৭১৭১

জীবনের জন্য কাজ, জীবের জন্য ভালবাসা।

হাসান জাকির ৭১৭১ › বিস্তারিত পোস্টঃ

নিরবতা কি সর্বদাই সম্মতির লক্ষণ?

১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫২



মানব শিশু জন্মের পর ভাষা শিক্ষার সাথে সাথে যে বিষয়গুলি সবচেয়ে জরুরি তার মধ্যে অন্যতম হল- ভাষার প্রয়োগ বা কোথায় কি বলতে হবে তা জানা।
তবে কখন কিছুই না বলে শুধু নিরব বা চুপ করে থাকতে হবে সেটাও কম জরুরি নয়!

জীবনের অধিকাংশ সময়ে আমরা অনেক কিছুই বলতে চাই, কিন্তু বলতে পারিনা। তখন নিরবতাই একমাত্র অবলম্বন! তবে সব নিরবতাই কি সম্মতি?

শিক্ষা জীবনের শেষ পর্যায়ে এসে ডিপার্টমেন্টের সবচেয়ে সুন্দরী/ লাভলী মেয়েটা 'পপি' হটাৎ করেই এসে জানালো লাভলী গ্রুপে কর্মরত কোন এক চাকুরিজীবি ছেলের সাথে আগামী মাসেই ওর বিয়ে। কথাবার্তা সব ঠিকঠাক, সবার দাওয়াত।
ওকে জিজ্ঞেস করলাম - কিরে বিয়ের জন্যে হঠাৎ এত উতলা হইলি কেন?
ও বলল - মা-বাবা ঠিক করেছে, সেটেল্ডল ম্যারেজ।
বললাম - তোর হবু বর কি খুব হ্যান্ডসাম?
ও আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলল- তোর মত এতটা না।
বললাম - তাহলে বিয়েই যদি করবি, আমাদেরকে বলতে পারতি, আমাদের মাঝে কাউকেই কি তোর পছন্দ হল না?
ওর মুখের হাসিটা যেন থেমে গেল, শুস্ক মুখে বলল- পছন্দ হবে না কেন? তোকে তো আমার পছন্দ, কিন্তু তুই তো থাকিস মেসে, চলিস টিউশনি করে। বিয়ে করে তুই আমাকে খাওয়াবি কি? রাখবি কোথায়? মেয়েরা আগে পরে যাই করুক, বিয়ের সময় খাওয়া, পরা, থাকার নিশ্চয়তা চায়। বলেই সামনে থেকে চলে গেল।

সেদিন পপির কথার কোন জবাব ছিল না, তাই চুপ করে থাকতে হয়েছিল।
হ্যাঁ, জীবনের এই পর্যায়ে এসে আজও মাঝেমাঝেই চুপ করে থাকতে হয়। কারণ, অনেক প্রশ্নেরই জবাব নেই।

পরিবার, সমাজ, রাষ্ট্রযন্ত্র, মিডিয়া সবখানেই বিশেষ একশ্রেনীর মানুষ কথা বলে চলেছে অনর্গল! অর্থ, ক্ষমতা সব তাদের হাতে কুক্ষিগত! কথা তো তারাই বলবে! কোথাও সাধারণ, নির্যাতিত শ্রেনীর মন খুলে কথা বলার জো নেই।

নিঃসঙ্গতায় হাজারো প্রশ্ন জমা হয় বুকে, কখনো প্রশ্নবাণে জর্জরিত হতে হয় নিজেকে, কিন্তু জবাব মেলেনা।
তখনও মন চুপ করেই থাকে, নিরব থাকে।

নাদের আলী আর কতকাল এভাবে চুপ করে থাকতে হবে? চুপ করে থাকতে থাকতেই কি একদিন শেষ হয়ে যাবে জীবনের সব রুপ-রং-গন্ধ? নাকি জীবনের সকল হিসেব মিলায়ে অনন্তকালের জন্য নিরব হয়ে ছোট্ট মাটির ঘরে শুয়ে পড়লেই কেবল এই দুঃসহ নিরবতার পরিসমাপ্তি ঘটবে?

আচ্ছা সেখানে কি প্রাণ খুলে কথা বলা যায়...................???



ছবি- গুগল।

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৫

রাকু হাসান বলেছেন:

অপরিপক্ষ ব্যক্তিত্ব হলে যা হয় আর কি । শেখার অনেক বাকি আমাদের ।

১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২০

হাসান জাকির ৭১৭১ বলেছেন: অশেষ শুভকামনা আপনার জন্য।
হ্যাঁ, আপনার সাথে একমত- *শেখার অনেক বাকি আমাদের ।#

২| ১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৭

ফেনা বলেছেন: ভাই মুগ্ধ হলাম। একেবারে যেন মনের কথা কইলেন।

সুন্দর এবং সুস্থতার জন্য দোয়া রইল।

১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২১

হাসান জাকির ৭১৭১ বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা রইল আপনার জন্যও ভাই।।

৩| ১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এটা ধরে নেয় সম্মতির লক্ষণ । কিন্তু বাস্তব তো ধরে নেওয়ার উপর ভিত্তি করে নয় ?

১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫০

হাসান জাকির ৭১৭১ বলেছেন: অধিকাংশ নিরবতাই অসহায়ত্বের লক্ষণ!
অনেক ধন্যবাদ ও শুভকামনা মাইদুল ভাই

৪| ১৩ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১১

চাঁদগাজী বলেছেন:


বাংগালীরা শ্রেণীতে বিশ্বাসী সমাজ সৃষ্টি করেছে, এই সমাজে যেইজন একটু পেছনে পড়বে, তাকে কিছু বলার সুযোগ দেয়া হয় না।

১৩ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৩

হাসান জাকির ৭১৭১ বলেছেন: হ্যাঁ ভাই।
এদেশে শ্রেনী বৈষম্য দিনে দিনে প্রকট হচ্ছে............!
অনেক ধন্যবাদ ও শুভকামনা চাঁদগাজী ভাই।

৫| ১৩ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৬

কাওসার চৌধুরী বলেছেন:



আপনি ঠিকই বলেছেন। এটাই এ দেশের বাস্তবতা। ক্ষমতা কিছু মানুষের হাতে কুক্ষিগত।

১৩ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২০

হাসান জাকির ৭১৭১ বলেছেন: হ্যাঁ, এদেশে শ্রেনী বৈষম্য দিনে দিনে প্রকট হচ্ছে, অসহায়ত্ব বাড়ছে........!
অনেক ধন্যবাদ ও শুভকামনা কাওসার চৌধুরী ভাই।

৬| ১৩ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৭

নজসু বলেছেন: আপনার সাথে দ্বিমত পোষন করতে পারছিনা।

১৩ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৮

হাসান জাকির ৭১৭১ বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা ভাই।

৭| ১৩ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৯

আকিব হাসান জাভেদ বলেছেন: না নিরবতা সব জায়গায় সম্মতি লক্ষন না । তবে নিরবতা বোকাদের লক্ষন ও । নিরবতা প্রতিবাদে অক্ষম । আমি ও একজন নিরব প্রাণী । যার অনেক কিছু এখনো নিরবতার মধ্যে আছে বলতে গিয়েও আত্মপ্রকাশ হয় নি ।

১৩ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৬

হাসান জাকির ৭১৭১ বলেছেন: চমৎকার মন্তব্য।
তবে, অধিকাংশ ক্ষেত্রেই নিরবতা অসহায়ত্বের ভাষা!
অনেক ধন্যবাদ ও শুভকামনা ভাই।

৮| ১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:১৩

রাজীব নুর বলেছেন: নিরবতা কিন্তু কিছুটা প্রশান্তি এনে দেয়।

১৪ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০১

হাসান জাকির ৭১৭১ বলেছেন: হ্যাঁ, তা তো অবশ্যই।
নিরবতা অসহায় আর দুর্বলদের জন্য একটা বিশেষ অস্ত্রও বটে!
ধন্যবাদ রাজীব ভাই।

৯| ১৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:২৩

ফারিহা হোসেন প্রভা বলেছেন: আমার কাছে নিরবতা হলো বাধ্যতার অপর লক্ষণ !
ভালো লিখেছেন জনাব। +++

২০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৮

হাসান জাকির ৭১৭১ বলেছেন: চমৎকার মন্তব্য।
হ্যাঁ, অধিকাংশ ক্ষেত্রেই নিরবতা অসহায়ত্বের ভাষা!
অনেক ধন্যবাদ ও শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.