নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনে করো জুতো হাটছে,পা রয়েছে স্থীর

এইচ তালুকদার

I am drunk,officer.punish me when I am sober.(Zahir ud din Muhammad,Babur)

এইচ তালুকদার › বিস্তারিত পোস্টঃ

বই ভাবনা

২৫ শে অক্টোবর, ২০২০ রাত ১০:৩০

###আমার পড়া ভাল লাগা বই গুলো নিয়ে কিছু লেখার ইচ্ছা অনেকদিনের সেই চিন্তা থেকেই এই লেখ
বেশ কিছুদিন আগে সেবা প্রকাশনীর মালিক পক্ষের সাথে অত্যন্ত জনপ্রিয় লেখক রকিব হাসান এর আইনি ঝামেলার কথা শুনেছিলাম,সহজ সরল কাজপাগল একজন মানুষকে দশকের পর দশক ধরে ঠকানোটা একদম মেনে নিতে পারি নি। যদিও সেবার অধিকাংশ বই বিদেশী গল্পের অনুসরন/অনুকরন করে লেখা তারপরও বাংলাদেশী পাঠকদের জন্য প্রাসঙ্গিক করে তুলতে অনেক ঘষামাজা করতে হয় এবং সেটা সহজ কিছু না আর এই কঠিন কাজটিই গত চল্লিশ বছর ধরে করে আসছেন রাকিব হাসান।

যাই হোক ৯০ বা ০০ দশকে যারা শৈশব কৌশর পার করেছে তিন গোয়েন্দা তাদের কাছে অবশ্যই বিশেষ কিছু,আমিও তার ব্যাতিক্রম নই। তিন গোয়েন্দার অথৈ সাগর,এই বইটা আমি পড়েছি বলবো না বলবো অনুভব করেছি।
গরমের ছুটি তে স্কুল বন্ধ,কোচিং এ আমার এক সহপাঠী বন্ধুর কাছে বইটা দেখলাম এবং নিয়ে পড়তে চাইলাম প্রথমে দিতে না চাইলেও আমার অন্য আরেক বন্ধু যে আমাদের সঙ্গে এক স্কুলে পড়লেও এই কোচিং এ পড়ে না তার কাছ থেকে মাসুদ রানা এনে দেওয়ার শর্তে বইটা ধার দিলো।
বইটা পড়ার পর কেমন যেন ঘোর লেগে গিয়েছিলো,শুধু মনে হতো আমিও যদি এভাবে সাগরে বেড়িয়ে পড়তে পারতাম এই চিন্তাটা এখনো মাঝে মাঝে উকি দেয়।
উল্লেখ্য এইচ এস সি পাশ করার পর পরই নেভীতে যোগ দেবার চেষ্টা করেছিলাম,কিন্তু প্রথমিক বছাইতেই বাদ পড়ে যাই।


মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০২০ রাত ১০:৩৬

রাজীব নুর বলেছেন: বইটা পড়েছি।

২৫ শে অক্টোবর, ২০২০ রাত ১১:২৬

এইচ তালুকদার বলেছেন: তিন গোয়েন্দার সবচেয়ে চমৎকার বই গুলোর মদ্ধে এটা অন্যতম।
তবে ইদানিং তিন গোয়েন্দা আর আগের মত আর ভালো হয় না তাই সবার আগ্রহ কমে গেছে। শধু তাই না সেবা প্রকাশনীর বিরুদ্ধে তিন গোয়েন্দার লেখক রাকিব হাসান কে হয়রানি এবং তার পাওনা প্রায় দুই কোটি টাকা না দেয়ার অভিযোগও উঠেছে।

২| ২৫ শে অক্টোবর, ২০২০ রাত ১১:০৮

মনিরা সুলতানা বলেছেন: আমার সংগ্রহে ছিল তিন গোয়েন্দা।

২৫ শে অক্টোবর, ২০২০ রাত ১১:২৭

এইচ তালুকদার বলেছেন: আমারও ছোট খাট একটা সংগ্রহ আছে।তিন গোয়েন্দা মাসুদ রানা মিলিয়ে প্রায় দুশো।

৩| ২৬ শে অক্টোবর, ২০২০ রাত ১২:২৬

মরুভূমির জলদস্যু বলেছেন: তিন গোয়েন্দার অসাধারন কিছু কাহিনীর মধ্যে এটি একটি।

২৬ শে অক্টোবর, ২০২০ রাত ১:২৭

এইচ তালুকদার বলেছেন: তিন গোয়েন্দার সবচেয়ে চমৎকার বই গুলোর মদ্ধে এটা অন্যতম।
তবে ইদানিং তিন গোয়েন্দা আর আগের মত আর ভালো হয় না তাই সবার আগ্রহ কমে গেছে। শধু তাই না সেবা প্রকাশনীর বিরুদ্ধে তিন গোয়েন্দার লেখক রাকিব হাসান কে হয়রানি এবং তার পাওনা প্রায় দুই কোটি টাকা না দেয়ার অভিযোগও উঠেছে।

৪| ২৬ শে অক্টোবর, ২০২০ রাত ২:২৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আহা! বই গুলো এখন আছে আমার। তবে প্রিয়তে রাখবনা । ভীষণ অরন্য, অথৈ সাগর ততটা ভালো লাগেনি । জলদস্যুর দ্বীপ আমার প্রচণ্ড ভালো লেগেছিল।
গোরস্থানে আতঙ্ক ছাড়া সব বই সংগ্রহে ছিল । রকিব হাসান লেখা বাদ দেয়ার পর আর কেনা হয়নি । ভালো থাকবেন আপনি। ভীষণ ভালবাসার তিনগোয়েন্দা আর রকিব হাসানের কথা মনে পরে গেল ।ধন্যবাদ আপনাকে ।

২৬ শে অক্টোবর, ২০২০ রাত ৩:০১

এইচ তালুকদার বলেছেন: তিন গোয়েন্দা আসলে খুব একটা বেশী পড়া হয় নই তবে মাসুদ রানার প্রায় তিনশোর মত বই পড়া হয়েছে।তিন গোয়েন্দার আরেকটা পছন্দের বই ছিলো ওকিমুরো কর্পোরেশন,অপ্রেশন কক্সেসবাজার।

৫| ২৬ শে অক্টোবর, ২০২০ ভোর ৫:৫০

অনল চৌধুরী বলেছেন: কাজী, হাকিম, রকিব-সবই এক গোয়ালের গরু্ অন্যের বই নিজের নামে চালানো তস্কর। এদের মধ্যে লড়াইটা বৃটেন-জার্মানীর যুদ্ধের মতো স্বার্থের, যার মধ্যে কোনা নীতি-নৈতিকতা নাই।

২৬ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:৪৫

এইচ তালুকদার বলেছেন: আমি তো শুনেছি সেবার প্রায় সমস্ত হিট/জনপ্রীয় সিরিজ বা বই এর পেছনে আছেন হাকিম আর রকিব সাহেব।কাজী আনোয়ার (অনেকের প্রীয় কাজীদা) সাহেব চল্লিশ বছরেরও বেশি সময় শোষন করছেন।

৬| ২৬ শে অক্টোবর, ২০২০ সকাল ১০:২২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: কি ভুলই না করেছি।একটাও পড়া হয় নাই।বাসায় মনে হয় সবগুলো বই আছে।সন্তানরা পড়তো।

২৬ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:৫৩

এইচ তালুকদার বলেছেন: আমি ২০০৯-১১ ব্যাচ এর আমি নিজেই প্রায় দশ বছরের কাছাকাছি হল এসব পড়ি না।তাই এগুলো না পড়ে আপনি অনেক কিছু মিস করে ফেলেছেন তা হতে পারে না।তবে আপনি যদি আপনার সময়ে সহজলভ্য ক্লাসিক্যাল বা চলতি সাহিত্য না পড়ে থাকেন তাহলে আপনি অবশ্যই অনেক কিছু মিস করেছেন।

৭| ২৬ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:১০

অনল চৌধুরী বলেছেন:
১৯৮৫ সালে তিন গোয়েন্দা বের হওয়ার সময় থেকেই পড়তাম।
তাদের বুদ্ধি কাজে লাগিয়ে অনেকের নাম ঠিকানা ফোন নম্বর বের করেছিলাম।
পড়েন মাসুদ রানা সিরিজের লেখক শেখ আবদুল হাকিম

২৬ শে অক্টোবর, ২০২০ রাত ৯:২৬

এইচ তালুকদার বলেছেন: আদালতের রায়ই প্রমান করে কাজী সাহেব কত বড় ভন্ড।কাজী মোতাহার হসেন এর সন্তানদের কাছ থেকে এত বড় প্রতারনা আশা করা যায় না

৮| ২৬ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:১৪

রাশিয়া বলেছেন: তিন গোয়েন্দা সিরিজে আমার সবচেয়ে প্রিয় বই ছিলঃ
১। জলদস্যুর দ্বীপ
২। অথৈ সাগর
৩। গহীন অরণ্য

২৬ শে অক্টোবর, ২০২০ রাত ৯:৩২

এইচ তালুকদার বলেছেন: সত্যি কথা বলতে তিন গোয়েন্দা খুব বেশি পড়ি নাই।তবে অল্প যে কয়েকটা পরেছি সেগুলোই একদম মনে গেথে আছে।তিন গোয়েন্দার চেয়ে মাসুদ রানা আমাকে বেশী আকর্ষন করতো।তবে সময়ের সাথে সাথে মাসুদ রানার মান এর ক্রমাবনতির কারনে সেবার বইগুলো থেকেই একসময় আগ্রহ হারিয়ে ফেলি।
তবে দীর্ঘ একটা সময় জুড়ে এদেশের কিশোর তরুনদের সুস্থ বিনোদনের উৎস হয়ে থাকা সেবা প্রকাশনীকে ধন্যবাদ দিতেই হয়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.