![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক জীবনের বেশীর ভাগ সময় আমাদের কেটে যায় পাশের মানুষটাকে বোঝার চেস্টায়। দিন শেষে হিসেবের খাতা শুন্যই থেকে যায়। কেউ কাউকে বোঝা হয় না। অচেনা দৃস্টি নিয়ে আমাদের জীবন কাটে। এক সময় সকল বোঝা বুঝির অবসান ঘটে মৃত্যু নামক ভিশন চেনা কিন্তু পুরোটাই অজানা ঘটনার মধ্য দিয়ে।
অনেক আগে একদিন, রবীন্দ্র সরবরে একবার এক মধ্য বয়সী মানুষকে হাউমাউ করে কাঁদতে দেখে জিজ্ঞাসা করেছিলাম....
- আপনি কাঁদছেন কেন?
লোকটি উত্তর দিয়েছিলো...
- এমনি...
এই এমনি জীবনের মানে কেউ বুঝবেনা... কেউ না।
পৃথিবীর ২য় বড় মিথ্যে বাক্য হলো...
"আমি তোমাকে বুঝতে পারি"।
আমরা ভান করি। মানুষ বুঝে ফেলার ভান। ভান নামক বিভ্রান্তির মধ্যে আমাদের বসবাস।
২| ২৮ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০৫
শৈবাল আহম্মেদ বলেছেন: ধন্যবাদ, কেউ কাউকে চিনতে,জানতে ও বুঝতে পারে বললে আমার হাসি পায়। কেননা মানুষ নিজের মনমতো ভেবে থাকে এবং মানুষের নিজের মনও যে কখন কি চায় সেগুলো সে নিজেও জানেনা। এজগতে প্রত্যেক মানুষের কোর্ড নং আলাদা ও ধাতুগত বৈশিষ্টও আলাদা। ফলে প্রত্যেক মানুষের চিন্তা চেতনা,পরিস্থিতি ও চাহিদা আলাদা। এখানে সকল কিছুই আপেক্ষিকের গোলক ধাধায় এক জটিল রহস্যময় ও যাদুর নাট্যমঞ্চের মতো। এজগতে যে যেমন ভাবল,বুঝলো,বললো,করলো,দেখল সবই তার একান্ত মনমতো এবং অন্যের প্রভাবে প্রভাবিত ভাবনা ও কর্ম।
৩| ২৮ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪২
রাজীব নুর বলেছেন: সমাধান কি?
৪| ২৮ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪২
রাজীব নুর বলেছেন: সমাধান কি?
৫| ২৮ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৮
আকতার আর হোসাইন বলেছেন: সমাধান কি? (২)
তবে সবচেয়ে বড় অভিনয় হলে, কেউ যখন জানতে চায় কেমন আছি, তখন বলে দেয়া আমি ভাল আছি
৬| ২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৫৩
মোঃ হাসিবুল কবির বলেছেন: খুব সত্যিই বলেছেন।
৭| ২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৫৪
মোঃ হাসিবুল কবির বলেছেন: কোন সমাধান নেই ভাইজান।
©somewhere in net ltd.
১|
২৮ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: একমত ভাই আপনার সাথে,
তবে অনেকটাই আনদাজ মানে অনুমান করা যায় একসঙ্গে দীর্ঘদিন থাকার পর কারো সম্পর্কে এটা আমি বিশ্বাস করি।