![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেচে থাকুক বিশুদ্ধ ভালোবাসা।
সকালে বাসে উঠে নিজেকে বড়ই বেমানান মনে হচ্ছিলো। হলুদ আর কমলা রঙের ছড়াছড়ি বাসের প্রায় রাত্রির মাঝে। অবশ্য আমার পাশে যেই ভদ্রলোক বসেছিলেন গায়ের শার্ট আর বয়স দেখে নিজেকে আর বেমানান লাগেনি।
একটা আপু হালকা হলুদাভাব শাড়ি পরে বাসে উঠেই হেলপারকে বললো মামা তোমার এক মামা বাসে উঠবে কাওরান বাজার থেকে। আমার পাশের সিটে কাওকে বসতে পাঠায়োনা কিন্তু, ও আমার পাশে বসে যেতে না পারলে খুব রাগকরবে। ভালোবাসায় সাথে আবেগী ঢং টা মন্দ লাগেনি।
আমার সামনের সিটে বসেই ফোন করলো কাওকে যেন। বাসা থেকে বের হইছো? তুমি ওই হলুদ পাঞ্জাবী টা পরেছো তো?, ওইটা কিন্তু আমার প্রথম বেতনের টাকায় কেনা পাঞ্জাবী, ওইটা যদি না পরে বের হয়ছো তাহলে আমি অফিসে চলে যাবো, ( কিছুক্ষণ চুপ করে ওপাশের কথা শুনছে ) তারপর আপু বলে আমি ওই শড়িটায় পরেছি যেটা তুমি দিয়েছো। কথা বেশ উচ্চস্বরেই বলেই চলেছে আপুটা। বাস ফার্মগেট পার হতেই আপুর উৎকন্ঠা বেড়েই চলেছে যে তারা একসাথে বাসে উঠতে পারবে কিনা এই নিয়ে, মাঝে মাঝেই হেল্পার কে বিভিন্নভাবে নির্দেশনা দিচ্ছে কোথা থেকে উঠবে, কোথায় দাঁড়িয়ে আছে এই সব আর ফোনের অপর পাশের মানুষেটাকে একটু পর পর ফোন করে বাসের অবস্থান বর্ননা করছে। বাস কাওরান বাজারে আসতে কিছুটা সময় লেগেছে। এর মাঝে বাসের ড্রাইভার, হেল্পার সহ কিছু যাত্রী বিরক্ত হয়েছে বটে, আমি নিজেও কিঞ্চিৎ বিরক্ত ছিলাম। বাস কাওরান বাজার আসতেই আপু বাসের জানালা দিয়ে কিঞ্চিৎ হাত বের করে ফোনে বলতে লাগলেন এই আমার হাত দেখতে পাচ্ছো, হাতে হলুদ চুরি আছে, ভালো করে দেখো, অন্যমেয়ের হাত দেখে আবার তার বাসে উঠোনা কিন্তু (আবেগি ঢং)। বাসের হেল্পার চিতকার দিয়ে বলে আপা হাত ভিতরে রাখেন না হলে হাত কাটা পড়বে। আপু বাসের ভিতরে হাতটা নিয়ে নিলেন। অবশেষে ফোনের অপর পাশে থাকা মানুষ বাসে উঠেই এক অকৃত্রিম হাসি দিয়েই আপুর পাশে বসে হাতে থাকা একগুচ্ছ হলুদাভ গোলাপ দিয়ে আপুকে বসন্তের শুভেচ্ছা জানালো। আপুর চেহারার অনুভূতি টে দেখার ইচ্ছে ছিলো, ওনাদের পিছনের সিটে বসায় সেটা হয়ে ওঠেনি। আশা করা যায় অভিভূত হবার মতই অনুভূতির প্রকাশ করেছিল
চলছিলো তাদের ভালোবাসার আর ভালোলাগার কথোপকথন আর আমি কানে ইয়ারফোন গুজে শুনে চলেছি..
আকাশে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা
কারা যে ডাকিল পিছে! বসন্ত এসে গেছে
মধুর অমৃত বাণী, বেলা গেল সহজেই
মরমে উঠিল বাজি; বসন্ত এসে গেছে
থাক তব ভুবনের ধুলিমাখা চরণে
মথা নত করে রব, বসন্ত এসে গেছে
বসন্ত এসে গেছে।।
গগনের নবনীলে মনের গোপনে
বাজে ঐ, বাজে ঐ, বাজে ঐ
পলাশের নেশা মাখি চলেছি দু’জনে
বাসনার রঙে মিশি শ্যামলে স্বপনে
কুহু কুহু শোনা যায় কোকিলের কুহুতান
বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে
পূর্ণিমা রাতে ঐ ছোটছুটি করে কারা!
দখিনা পবনে দোলে, বসন্ত এসে গেছে
কেমনে গাঁথিব মালা, কেমনে বাজিবে বেণু
আবেগে কাঁপিছে আঁখি, বসন্ত এসে গেছে
থাক তব ভুবনের ধুলিমাখা চরণে
মথা নত করে রব, বসন্ত এসে গেছে
বসন্ত এসে গেছে।।
বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে
এই বসন্তে অনেক জন্ম আগে
তোমায় প্রথম দেখেছিলেম আমি
হেঁটেছিলেম নিরুদ্দেশের পানে
সেই বসন্ত এখন ভীষণ দামী
আমার কাছে, তোমার কাছে, আমার কাছে
বসন্ত এসে গেছে...।।
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫০
পবিত্র হোসাইন বলেছেন: আফসুস করবেন না ভাই , আফনিও একদিন ফাইবেন ।
৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৮
চাঁদগাজী বলেছেন:
শতকরা ৭০ ভাগ সম্ভাবনা, আপু'র ভাগ্যে দু:খ আছে।
৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪৮
রাজীব নুর বলেছেন: কবিতাটা সুন্দর।
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৭
এ.এইচ.নাবিল বলেছেন: বেচে থাকুক বহুদিন।
আমার ব্লগ পড়ার আমন্ত্রণ রইল।