নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জিব্রীলের ডানায় চড়ে আমি স্বর্গ দেখেছি অপরূপ!

স্বপ্ন নয়, প্রেম নয়, মাথার ভেতর এক বোধ কাজ করে, আমি সব দেবতারে ছেড়ে আমার প্রাণের কাছে চলে আসি।

hasin82

আমি সাধারণ একজন ছেলে, যার রয়েছে অসাধারণ সব স্বপ্ন।

hasin82 › বিস্তারিত পোস্টঃ

অবশেষে পরীক্ষাটা শেষ হয়ে গ্যালো!!

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৩

ইয়াহু!!!! অবশেষে ফার্স্ট প্রফ শেষ হল।



আমি ঢাকার একটি সরকারি মেডিকেলে পড়ি। অবশেষে গতকাল আমাদের ফার্স্ট প্রফেশনাল পরীক্ষা শেষ হল। এই পরীক্ষাটা আমাদেরকে প্রচন্ড ভুগিয়েছে। শুরু হয়েছিলো সেই গত বছরের নভেম্বরে। শেষ হল এই বছরের জানুয়ারীতে। স্কিজিউল দেখলেই বুঝবেন-



৮ই নভেম্বর থেকে ৬ই ডিসেম্বর-- লিখিত পরীক্ষা



১৬ই ডিসেম্বর থেকে ৩১শে ডিসেম্বর-- প্র্যাক্টিক্যাল এন্ড শর্ট ভাইভা



১০ই জানুয়ারী থেকে ১৭ই জানুয়ারী-- লং ভাইভা



তিন পর্বের এই পরীক্ষা সিন্দাবাদের ভুতের মত কাঁধে সওয়ার হয়ে ছিল।



আমি লাইফে কখনোই এরকম দীর্ঘকালের পরীক্ষা দিইনি। উফফ!! প্রচন্ড পেইনে ছিলাম তিনটি মাস। ব্লগেও আসতে পারিনি।



এমন জানলে কখনোই মেডিকেলে পড়তামনা।



তবে যাই হোক ফাইন্যালি শেষ হয়েছে সেটাই আল্লাহর রহমত।



সবাই দোয়া করবেন যেন রেজাল্টটা ভাল হয়।

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৭

রায়হান কবীর বলেছেন: সবে তো শুরু বাছা, আরো ২টা প্রফ বাকি।

চিড়ে চ্যাপ্টা বানিয়ে ছাড়বে।

১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫১

hasin82 বলেছেন: ২টা না, আরো ৩টা বাকি। কি যে হবে, জানি না।

২| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৯

তুন্না বলেছেন: ইনসাল্লাহ ভালো হবে.......মেডিকেল একটি নোভেল প্র্র্রফেশন.......

১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫২

hasin82 বলেছেন: দোয়া করবেন আপু।

৩| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৩

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: এমন জানলে কখনোই মেডিকেলে পড়তামনা

এইটা একটা মিথ্যা কথা হইয়া গেল না ব্রাদার?

১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৪

hasin82 বলেছেন: মিথ্যা না ভাইয়া।

আমার মেডিকেলে পড়ার কোন ইচ্ছেই ছিলনা। শুধু আব্বুর স্বপ্ন বাস্তবায়ন করতেই এই প্রফেশনে পড়তে আসা।

৪| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৫

শরীফ মহিউদ্দীন বলেছেন: চোড ভাই দুনিয়ার কিছুই দেখো নাই, এর পর দেখবা সাপ্লি খাবা, ঝারি খাবা, নাটকের মাত্র তো শুরু।

আজ থেকে ৫ বছর পর এই পোষ্ট দেইখা হাসবা, সেইদিনের হাসির জন্য এই পোষ্টটা রেখে দিও মজা পাবা

:#> :#> :#>

১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৭

hasin82 বলেছেন: সাপ্লির কথা বইলেননা বড় ভাই, ভুই পাই।

ইনশাল্লাহ রেখে দিব।

৫| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৫

নিয়ন আধাঁর বলেছেন: Dhaka varsity'r under e Medical e november e kono prof hoe? Ar 1st prof e long viva, short viva ki jinish!!

১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৯

hasin82 বলেছেন: মূলতঃ পরীক্ষাটা হওয়ার কথা আগস্টে কিন্তু কিছু ঝামেলা হওয়ার কারণে পিছিয়ে নভেম্বরে দিয়েছি।

৬| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১১

নীল বরফ বলেছেন: দোয়া রইলো আপনার জন্যে ডাক্তার+ কবি। :)

১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৯

hasin82 বলেছেন: অনেক ধন্যবাদ নীল।

৭| ১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২০

ফারাহ দিবা জামান বলেছেন:
যে কোন ভালো কাজের শুরুতে অসম্ভব এসে দাঁড়ায়--
হাল ছেড়ে দিলে কি চলবে ভাই।
স্থির হতে হবে।
পারবি ইনশাল্লাহ।
ওরকম সবার মনে হয়।
লম্বা পড়া তো,তাই।

ভালো থাকিস হাসিন।

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৫

hasin82 বলেছেন: দোয়া করো আপি!!

রেজাল্টটা খুব ভালো হতে হবে।

আব্বুর স্বপ্নটা পূরণ করতেই হবে।

৮| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৩

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ইনশাল্লাহ, রেজাল্ট ভালো হবে।
আর ভাই বেরাদর চিকিৎসক মানেই, ফ্রি চিকিৎসার দিন আসছে!

শুভকামনা ভাই।

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৭

hasin82 বলেছেন: দোয়া করেন চিকিৎসক হয়ে যেনো বেরোতে পারি।

৯| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৫

শ্রাবণ জল বলেছেন: সামনের ২ টা প্রফের জন্য দোয়া করলাম। পরীক্ষা ভাল হবে ইনশাআল্লাহ্‌।

পড়ুন মন দিয়ে। যত দেরিতেই পরীক্ষা শেষ হোক না কেন, আমরা যেন একজন ভাল ডাক্তার পাই।

২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫০

hasin82 বলেছেন: ধন্যবাদ শ্রাবণাপু।

১০| ২২ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
এত কিছু B:-) B:-) শুভ কামনা রইল।

১১| ২২ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২১

রুদ্র মানব বলেছেন: ইনশাল্লাহ ভাল রিজাল্ট ই পাবেন ,
মেডিকেলে পড়ার সময় হাই ভোল্টেজ কিছু এক্সাম ফেস করতেই হয় । তবে সবকষ্ট সার্থক একজন ভাল ডাক্তার হতে পারলে :)

১২| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৬

ইনকগনিটো বলেছেন: সরকারী কোন মেডিকেল এ আছেন? আমিও কিন্তু ঢাকার একটা সরকারী মেডিকেল এ আছি। ;)

১৩| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০৫

মদন বলেছেন: পাশ করে হোমিও ডাক্তার হয়ে অনেকটা হতাশই হবেন, যদি না অনেক মানসিক বল থাকে। তবুও শুভ কামনা।

গুরুদাস স্যার কি এখনও আছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.