নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জিব্রীলের ডানায় চড়ে আমি স্বর্গ দেখেছি অপরূপ!

স্বপ্ন নয়, প্রেম নয়, মাথার ভেতর এক বোধ কাজ করে, আমি সব দেবতারে ছেড়ে আমার প্রাণের কাছে চলে আসি।

hasin82

আমি সাধারণ একজন ছেলে, যার রয়েছে অসাধারণ সব স্বপ্ন।

hasin82 › বিস্তারিত পোস্টঃ

শৃঙ্খলাবদ্ধ প্রকৃতি

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২২

প্রত্যহ প্রত্যুষে জেগে উঠি, খুব ভোরে, যখন

কাকরাও উঠেনি জেগে। অন্ধকার তখন নিভু নিভু

সূর্যের আগমনে। দূরের পথ অনতিক্রম্য বলেই

ঘুরে ফিরি বৃত্তের ভিতর। ঘুরপাক খাই নির্দিষ্ট কেন্দ্র

করে একই ব্যাসার্ধ নিয়ে। ঘুরে ফিরে আগুন জ্বালাই

দিয়াশলাইয়ের বাক্সে। সূর্যের আরক্তিম আলোতে ফিকে

হয়ে আসে সেটি ক্রমশঃ। কাঠ-ঠোকরা কাঠ ঠুকরে যায়

অবিরত। আকাশের নীলে তখন সাদা বকের সারি, নিয়মিত

বিন্যাসে। মাছরাঙা চেয়ে থাকে সতর্ক দৃষ্টিতে। মীনেরা

ধরা দেয় অমোঘ নিয়মে। প্রকৃতির নিষ্ঠুর নিয়মে হয়তো

তারা কাতর বোধ করে, ক্ষুদ্র জীবন সঁপে দেয়

মাছরাঙার ঠোঁটে। রক্তিম সূর্য সাক্ষী সবকিছুর।



প্রকৃতির শৃঙ্খলে আবদ্ধ সবাই

সবকিছুই আবর্তিত একই নিয়মে,

গোপন সে কলকাঠি নড়ে কার হাতে?

আমি জিজ্ঞাসিব ইশ্বরে, প্রকৃতি

কার কাছে সমর্পিত নতজানু হয়ে?





কালের দ্রোণি বয়ে যায় মেঘের ভেলা হয়ে

ফিরে তাকায়না সে বুভুক্ষু মানুষের হাহাকারে।

আরাধ্য সে সময় চলে যায়-

চলে যায় সকাল-বিকেল, সন্ধ্যা-রাত্রিতে ভর করে।

আমরা নিষ্ফল চেষ্টা করে যাই সময়কে

বেঁধে রাখতে। সময় কি আর চলে মানুষের মুঠোতে?

সেও সমর্পিত হয় প্রকৃতির অমোঘ কানুনে।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৫

অপূর্ণ রায়হান বলেছেন: ++++++++++++++++

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫১

হাসান মাহবুব বলেছেন: পড়লাম। ভাষাটায় একটা সেকেলে এবং আধুনিক মিক্সচার আছে। আপনি ঠিক করুন কোনটাতে লিখবেন।

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:১৭

মাক্স বলেছেন: +++++++অনেকদিন পর লিখলেন মনে হয়!

৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১১

যাযাবর৮১ বলেছেন:





গণদাবি একটাই

আবার জেগেছে তারুণ্যের প্রজন্ম
দ্বিধা ভেদ ভুলে জাগরণের জন্ম,
কবে কে দেখেছে এই বাংলার বাঘ
শাবাশ জনতা ঐ জেগেছে শাহবাগ।

আলোকিত প্রাণ প্রজন্ম চত্বরে
বিকশিত গান খুঁজছে সত্তারে,
আর নয় ভুল, মুক্তির স্লোগান
ধূম্র ধূসরে ফাগুনের জয়গান।

ঘৃণায় আক্রোশে জানায় যে ধিক্কারে
গণদাবি আজ প্রদৃপ্ত হুঙ্কারে,
জেগেছে জনতা, বিচার এবার চাই
ফাঁসি, ফাঁসি, ফাঁসি, গণদাবি একটাই।

৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২২

যাযাবর৮১ বলেছেন:





কলঙ্ক মুক্তি চাই (গীতি কবিতা)

বসন্ত আজ যে আবার এসেছে
আগুন ঝরা উত্তাল বানে
ধূসর জীবনের পাতায় পাতায়
রক্ত রাগে দ্রোহের গানে।

জাগরণ জেগেছে নব প্রজন্ম
প্রদৃপ্ত প্রজন্ম চত্বর
আবার জনতা খুঁজে পেয়েছে পথ
চাইছি আবার একাত্তর।

হৃদয়ে বসন্ত জ্বলছে আগুন
গণদাবি আজকে একটাই
জাগে বাংলাদেশ দৃপ্ত স্লোগানে
কলঙ্ক মুক্তি চাই।

৬| ০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

মশামামা বলেছেন: মজার একটা গল্প শোনাই - দেখেন কি চমকপ্রদ কাহিনী। নিজে পাত্তা না পাইয়া দু'জন ব্লগারের প্রেমের কবিতা আদান-প্রদানকে কেন্দ্র করিয়া একজন জনপ্রিয় ব্লগার জ্ঞান-বুদ্ধি হারাইয়া কিভাবে তার চক্ষুশূলদ্বয়কে গালিগালাজ করিয়া ব্লগ থেকে বিতাড়িত করিতে পারেন।

এখানে দেখেন - শায়মার ন্যাকা কাহিনী:
Click This Link

দুইদিন হইতে বিরাট গবেষণা করিয়া আমি ইহা আবিষ্কার করিয়া ফেলিলাম। তবে, নীলঞ্জন বা সান্তনু একটা গাধা। দিবাকে আমার ভালোই লাগতো। যাইহোক, উচিত ফল পাইয়াছে। তবে, শায়মা ও যে এক বিশাল মক্ষীরাণী এ ব্যাপারেও কোন সন্দেহ নাই।

৭| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৬

শ্রাবণ আকাশ বলেছেন: //প্রকৃতির শৃঙ্খলে আবদ্ধ সবাই
সবকিছুই আবর্তিত একই নিয়মে,
গোপন সে কলকাঠি নড়ে কার হাতে?
আমি জিজ্ঞাসিব ইশ্বরে, প্রকৃতি
কার কাছে সমর্পিত নতজানু হয়ে?//

এই লাইনগুলা নিয়ে একটু বিশ্লেষণ করেন তো।

৮| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৭

শ্রাবণ আকাশ বলেছেন: বলতে চাইছি যে এই যুগে এরকম লাইন খুব একটা দেখি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.