নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন বোকা মানব, সবাই বলে আমার মাথায় কোন ঘিলু নাই। আমি কিছু বলতে নিলেই সবাই থামিয়ে দিয়ে বলে, এই গাধা চুপ কর! তাই আমি ব্লগের সাহায্যে কিছু বলতে চাই। সামু পরিবারে আমার রোল নাম্বারঃ ১৩৩৩৮১
বেশ কয়েক বছর আগে কোন অনলাইন নিউজে প্রথম দেখেছিলাম সমুদ্রসৈকতে ছেয়ে থাকা লাল কাঁকড়ার বিছানা। পটুয়াখালীর সমুদ্রবেষ্টিত সোনার চর, কুয়াকাটার কিছু নির্দিষ্ট সৈকতে দেখা মেলে এই কাঁকড়ার বিছানার। কিন্তু একেবারে হাতের কাছে অতি পরিচিত কক্সবাজার সৈকতে প্রায় ১০ কিলোমিটার সৈকত জুড়ে যে ছড়িয়ে আছে লাল কাঁকড়ার বিছানা তা কি আর জানা ছিল? বাড়ীর পাশে আরশি নগর, সেথা পড়শি বসত করে... আমি একদিনও না দেখিলাম তারে...
গত ডিসেম্বরে ভ্রমণ বাংলাদেশের সাথে “স্বপ্নের সৈকতে এঁকে যাই পদচিহ্ন” ইভেন্টের দ্বিতীয় দিন দেখা মেলে এই লাল কাঁকড়ার দেশের। আগে থেকেই আবু বকর ভাই বলে রেখেছিলেন যে ভাই আর যাই করেন দ্বিতীয় দিনের পুরোটা পথ হাঁটা মিস করবেন না, কেননা এই দিনের আমাদের পথ জুড়ে থাকবে যে ন্যাচারাল ভিউ তা এই সৈকতের সবচেয়ে সুন্দর ভিউ। তাই দ্বিতীয় দিন খুব আগ্রহ নিয়ে হাঁটা শুরু করলাম।
আমরা শিলখালি থেকে শাপলাপুর সৈকত পেরুনোর কিছুক্ষণ পর থেকে শুরু হলে লাল লাল ফুলের ন্যায় কাঁকড়ার দেখা পাওয়া। যত এগুতে থাকলাম ততই যেন প্রবেশ করছিলাম লাল কাঁকড়ার দেশে। ঝাঁকে ঝাঁকে লাল কাঁকরা পুরো সৈকত জুড়ে ছড়িয়ে আছে। আমাদের হাঁটার ফলে যে মৃদু কম্পন সৈকতের বালুকাবেলায় তৈরি হচ্ছিল, তাতে করেই তারা টের পাচ্ছিল আমাদের উপস্থিতি। ফলে হুট করে মাথা ঢুকিয়ে লুকিয়ে পড়ছিল তাদের বাসার ভেতর।
পুরোটা সময় মনে হচ্ছিল কোন স্বপ্নের জগতে আছি। আমাদের হাঁটার জায়গা করে দিতেই যেন লাল কাঁকড়ার বিছানা গুটিয়ে নিয়ে পথ করে দিচ্ছিল সৈকত জুড়ে ছড়িয়ে থাকা কাঁকড়ার দল। সৈকতের পুরোটা অংশ, সমুদ্রের পানি থেকে শুরু করে সৈকতে লাগানো ঝাউবনের প্রান্ত পর্যন্ত ছড়িয়ে ছিল লাল কাঁকড়াদের রাজত্ব। এই রূপ দেখতে দেখতে প্রায় দুই ঘণ্টারও বেশী সময় ঘোরের মাঝে কাটিয়ে একসময় শেষ হল এই লাল কাঁকড়ার দেশের সীমানা।
ডিসেম্বর মাসে এই লাল কাঁকড়ার প্রজনন মৌসুম বলে সৈকতে এদের আধিক্য দেখা যায়। তবে হাঁটার সময় বারবার মনে হচ্ছিল আমরা এদের নির্বিঘ্ন জীবনে উৎপাত হয়ে হেঁটে যাচ্ছি। আমরা বেশীরভাগ সময় চেষ্টা করেছি সৈকতের একেবারে পানির প্রান্ত ঘেঁষে হেঁটে যেতে, যাতে করে কোন কাঁকড়ার বাসা বা কাঁকড়া ক্ষতিগ্রস্থ না হয়। তাই লাল কাঁকড়া দেখতে চাইলে কষ্ট করে কোন দুর্গম চর অথবা সৈকতে যাওয়ার দরকার নেই। আমাদের চির পরিচিত কক্সবাজারের সৈকতেই পাওয়া যাবে এদের দেখা।
আপনি কক্সবাজারে ইনানি হতে যে কোন অটোরিক্সা করে সহজেই চলে আসুন শাপলাপুর সৈকতে। সেখান থেকে হাঁটা শুরু করুন যতক্ষণ মন চায়। পরিশ্রান্ত হয়ে গেলে সৈকতের লাগোয়া জেলে পাড়ার যে কোন রাস্তা ধরে উঠে আসুন পিচ ঢালা পথে। কিছুক্ষণ অপেক্ষা করলেই পেয়ে যাবেন অটোরিকশার দেখা। তো কবে যাচ্ছেন লাল কাঁকড়ার দেশে?
২৪ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:২৩
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ পাজল্ড ডক, ভালো থাকুন সবসময়।
২| ২১ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:২৪
মনিরা সুলতানা বলেছেন: চমৎকার সব ছবি
সত্যি ফুলের মত ফুটেঁ আছে লাল কাকরাঁ
পোস্ট এ +++++
২৪ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:২৫
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ মনিরা সুলতানা আপু, লাল ফুলের মত ছেয়ে থাকা কাঁকড়াগুলো দেখতে আসলেই খুব সুন্দর ছিল।
ভালো থাকুন সবসময়।
৩| ২১ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:২৯
জেন রসি বলেছেন: পোস্ট এ +++
২৪ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:১১
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ জেন রসি, পাঠ এবং মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।
৪| ২১ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:১৪
হামিদ আহসান বলেছেন: সুন্দর ..
.
২৪ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ হামিদ ভাই
৫| ২১ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:২৪
সুমন কর বলেছেন: বর্ণনা পড়িনি। ছবিগুলো ভাল এসেছে। তবে দেবার সময় একটা গ্যাপ দিলে দেখতে ভাল লাগে।
২৪ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ বন্ধু, বলার পরপরই ঠিক করে দিয়েছি। ঢাকার বাইরে থাকার কারণে উত্তর দেয়া হচ্ছে আজকে...
ভালো থাকা হোক প্রতিদন।
৬| ২১ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:১৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: লাল কাঁকড়ার সাদা চোখ। বেশ সুন্দর তো। ছবি পছন্দ হয়েছে।
২৪ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:৫৯
বোকা মানুষ বলতে চায় বলেছেন: হুমম... লাল কাঁকড়ার সাদা চোখ... সেইরাম। ভালো থাকুন সবসময় দিহা রাজপুত্র।
৭| ২২ শে এপ্রিল, ২০১৫ সকাল ৮:৫৫
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
ছবিগুলো সুন্দর হয়েছে সাথে বর্ণনাও।+++
২৪ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৩৪
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ বঙ্গরঙ্গ ভাই
৮| ২২ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:১০
সুফিয়া বলেছেন: ছবিগুলো যেন কথা বলছে। ভাল লাগল।
ধন্যবাদ শেয়ার করার জন্য।
২৪ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:২১
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ সুফিয়া আপা, ভালো থাকুন সবসময়।
৯| ২২ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:৩৮
আরণ্যক রাখাল বলেছেন: অসাধারন পোস্ট
২৪ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:০১
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ আরণ্যক রাখাল।
১০| ২২ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:৪২
আমি সাদমান সাদিক বলেছেন: কক্সবাজারে দেখেছিলুম ফিল্ড ওয়ার্কের সময় , দূর থেকে দেখতে চমৎকার, কাছে গেলে গর্তে ঢুকে পড়ে।। ধন্যবাদ শেয়ার করার জন্য , ছবিগুলো দেখে সেদিনের কথা মনে পড়ে গেল ।।
২৫ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:১৪
বোকা মানুষ বলতে চায় বলেছেন: হুমম... খুবই লাজুক আচরণ তাই না? ধন্যবাদ আমি সাদমান সাদিক। ভালো থাকুন সবসময়।
১১| ২২ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:১৮
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: মনে হচ্ছে লাল ফুল -------- ছবি আর বর্ণনায় লাল কাকড়া দারুন ফুটে উঠেছে ----------------
২৫ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:৪৬
বোকা মানুষ বলতে চায় বলেছেন: হ্যাঁ, ঠিক বলেছেন। দূর থেকে সৈকতে পড়ে থাকা কোন রক্তবর্ণ ফুল বলে বিভ্রম হবে এই লাল কাঁকড়ার দল দেখে।
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
১২| ২২ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:১৫
আমিনুর রহমান বলেছেন:
চমৎকার ব্রাদার। ছবি ও বর্ননা +
২৭ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:১৬
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ আমিনুর রহমান ভাই। কিছুটা ব্যস্ত থাকায় প্রতিত্তরে বিলম্ব হল, ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি।
১৩| ২৩ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:২৩
নাজমুল হাসান মজুমদার বলেছেন: চমৎকার ছবি । ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্যে
২৭ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ নাজমুল হাসান মজুমদার, ভালো থাকুন সবসময়।
১৪| ২৩ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:০২
রিকি বলেছেন: আহা বড়ই সৌন্দর্য
২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:১০
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ রিকি, ভালো থাকুন সবসময়।
১৫| ২৪ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:২৬
কলমের কালি শেষ বলেছেন: অসাধারণ। লালে লালময় সৈকত !!
২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:২৫
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ কলমের কালি শেষ, ভালো বলেছেন, লালে লালময় সৈকত!!!
১৬| ২৪ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৩৩
শায়মা বলেছেন: যেন বালিতে ফুল ফুটে আছে!!!!!!!!!!!
কি যে সুন্দর!!!!!!!!!
২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:০৩
বোকা মানুষ বলতে চায় বলেছেন: আসলেই খুব সুন্দর, ঝাঁকে ঝাঁকে লাখ লাখ লাল কাঁকড়া ছড়িয়ে ছিল মাইলের পর মাইল সৈকত জুড়ে।
১৭| ২৫ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:০৫
তুষার কাব্য বলেছেন: আমি ওদের পেছনে খুব দৌড়েছিলাম । যখনই ধরতে যাই তখনি গর্তে পালায়।দূর থেকেই অসাধারণ লাগে দেখতে ।
২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৪০
বোকা মানুষ বলতে চায় বলেছেন: হুমম... তবে স্থানীয় জেলে পাড়ার ছোট ছোট ছেলেমেয়েদের দেখেছি কিভাবে যেন এই লাল কাঁকড়া তারা ধরে ফেলে। তবে এটা ঠিক, তাদের দূর থেকে দেখতেই বেশী ভালো লাগে।
১৮| ২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৫৭
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
পতেঙ্গা বীচের উল্টো পাশে "পারকি বীচে" এই
লাল কাঁকড়াদের দেখা পেয়েছিলাম।
ভালোলাগা রইল পোস্টে +++
৩০ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৪৪
বোকা মানুষ বলতে চায় বলেছেন: হুমম... পারকি বীচ আমার খুবই পছন্দের একটি বীচ। বার বার ছুটে যেতে মন চায় সেই বীচে।
পাঠ এবং মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন। ভালো থাকুন সবসময়।
©somewhere in net ltd.
১| ২১ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:১০
পাজল্ড ডক বলেছেন: সুন্দর