নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন বোকা মানব, সবাই বলে আমার মাথায় কোন ঘিলু নাই। আমি কিছু বলতে নিলেই সবাই থামিয়ে দিয়ে বলে, এই গাধা চুপ কর! তাই আমি ব্লগের সাহায্যে কিছু বলতে চাই। সামু পরিবারে আমার রোল নাম্বারঃ ১৩৩৩৮১
ভয় পাবেন না, এটা কোন বিজ্ঞাপন নয়। সামু ব্লগের ব্লগারদের জন্য ঈদ উপহার। বাঙালী নাকি ঘরকুনো স্বভাবের, কথা পুরোপুরি সত্য না হলেও একেবারে মিথ্যা নয়। ছোটবেলা থেকে দেখেছি ঈদ-পার্বণ ছাড়া বেড়াতে যাওয়াটা দৈব ঘটে আমাদের জীবনে। তবে ইদানীং দৃশ্যপট পাল্টেছে, হালের ক্রেজ হচ্ছে ট্র্যাভেলিং যার মুখ্য অংশগ্রহণকারী হচ্ছে তরুন প্রজন্ম। কিন্তু সেই আগেকার ক্রেজ কিন্তু এখনো হারিয়ে যায় নাই, তার প্রমান প্রতি ঈদ, পূজা আর বড়দিনের ছুটির সময়গুলোতে ভ্রমণপ্রিয় মানুষের স্রোতের দিকে চোখ রাখলেই। এবারো ঘরের দরজায় কড়া নাড়ছে ঈদুল ফিতর, আর সেই ঈদের ছুটিতে অনেকেই হয়ত বেড়িয়ে পড়বেন ভ্রমণে। তাই আজকের আয়োজন এই ভ্রমণ প্যাকেজ, যেখানে আপনাকে একটা প্ল্যান দিয়ে দেয়া হবে, আয়োজন এবং খরচ নিজ দায়িত্বে সেরে নিবেন। এখানে যাতায়াতের পরিবহণের ফোন নাম্বার, থাকা খাওয়ার খরচ এবং স্থান এসবের কোন কথা রইল না, কেননা গুগল মামার দুয়ারে একটু হাঁকডাক করলেই সব পেয়ে যাবেন। আসুন শুরু করা যাক।
=============================================================================
প্যাকেজ ০১ (কক্সবাজার-টেকনাফ-সেন্টমার্টিন)
আমাদের দেশে এখনো ছুটি কাটানোর প্রিয় জায়গা কক্সবাজার, সাধারণ মানুষের কাছে, ট্র্যাভেলারদের কথা ভিন্ন। আর তাই আপনার ঈদের ভ্রমণ প্যাকেজটি হতে পারে কক্সবাজার টু সেন্টমার্টিন। ঢাকা অথবা আপনার জেলা শহরে থেকে সরাসরি চলে যেতে পারেন টেকনাফ, বাস থেকে নেমে সকালের জাহাজে করে সেন্টমার্টিন। সেখানে ঐদিন রাত থেকে, পরের দিন সারাদিন এবং রাত কাটিয়ে তার পরের দিন দুপুরের জাহাজে ফিরুন টেকনাফ, সেখান থেকে কক্সবাজার হয়ে অথবা সরাসরি ঢাকা। কেউ চাইলে দ্বিতীয় দিন কক্সবাজার ফিরে তৃতীয়দিন ঘুরে দেখতে পারেন কক্সবাজার, তারপর রাতের গাড়িতে ঢাকা।
=============================================================================
=============================================================================
প্যাকেজ ০২ (কক্সবাজার-টেকনাফ)
রাতের গাড়িতে রওনা দিয়ে সকালে পৌঁছবেন কক্সবাজার, হোটেলে চেক ইন করে রেস্ট নিয়ে দুপুরের দিকে সমুদ্র স্নান শেষে বিকেলে বালুকাবেলায় সূর্যাস্ত উপভোগ করুন। চাইলে রাতে কোন বিচসাইড ক্যাফেতে ডিনার সারতে পারেন। পরেরদিন সকালে চলে যায় টেকনাফ, টেকনাফ বীচ আপনার নিঃসন্দেহে ভালো লাগবে, একেবারেই অন্যরকম। তাছাড়া টেকনাফ যাওয়ার পথে নাফনদীর ভিউ অসাধারণ। সেখান থেকে ফেরার পথে ইনানি হয়ে ফিরতে পারেন। চাইলে ইনানিতে একরাত থেকে পরের দিন কক্সবাজার ফিরতে পারেন। ফিরতি পথে ইনানি সংরক্ষিত বনাঞ্চল, হিমছড়ি, দরিয়া নগর এগুলো ঘুরে দেখতে পারেন। তৃতীয়দিনে বিকেলবেলাটা কাটাতে পারেন কেনাকাটা আর শহর ঘুরে। আবার দ্বিতীয়দিন যদি টেকনাফ হয়ে ইনানি, হিমছড়ি, দরিয়া নগর দেখে শহরে ফিরতে পারেন তবে তৃতীয়দিন চাইলে ডুলাহাজরা সাফারি পার্ক দেখে আসতে পারেন, যদিও তার চেয়ে অনেক ভাল গাজীপুর সাফারি পার্ক।
=============================================================================
=============================================================================
প্যাকেজ ০৩ (বান্দরবান-নীলাচল, মেঘলা, স্বর্ণমন্দির, শৈলপ্রপাত, চিম্বুক পাহাড়, নীলগিরি)
রাতের গাড়িতে রওনা হয়ে পরের দিন সকালবেলা পৌঁছে গেলেন বান্দরবান। হোটেলে চেক ইন করে একটু রেস্ট নিয়ে ঘুরে দেখুন মেঘলা পর্যটন কেন্দ্র, স্বর্ণমন্দির আর বিকেলবেলা সাঙ্গু নদীতে নৌকাভ্রমণ অথবা নীলাচলে গিয়ে সূর্যাস্ত উপভোগ করতে পারেন। আবার যদি স্ট্যামিনায় কুলোয় তবে সকালে বাস থেকে নেমেই চাঁদের গাড়িতে করে রওনা হয়ে যেতে পারেন নীলগিরি উদ্দেশ্যে, পথে দেখে নিবেন শৈলপ্রপাত, চিম্বুক পাহাড়, পিক সিক্সটি নাইন। বিকেলের শুরুতে শহরে এসে মেঘলা, স্বর্ণমন্দির হয়ে নীলাচল দেখে রাতের গাড়িতে ঢাকার উদ্দেশ্যে। একদিনে বান্দরবান ট্যুর। তবে বেটার দুইদিনে, প্রথমদিনের কথাতো উপরে প্রথমেই বলেছি, পরেরদিন খুব ভোরে রওনা হয়ে যান নীলগিরির উদ্দেশ্যে আর বিকেলে ফিরে এসে নীলাচলে দ্বিতীয় দফা সূর্যাস্ত উপভোগ। যারা তিনদিনের ভ্রমণে যেতে চান তারা বাড়তি দিনটাতে ঘুরে আসতে পারেন রিজুক ঝর্ণা আর শক্তিতে কুলালে একটু হিসেব করে বগালেক ঘুরে আসতে পারেন। মনে রাখবেন এই প্যাকেজ প্রপোজাল সবকয়টা শৌখিন টুরিস্টদের জন্য।
=============================================================================
=============================================================================
প্যাকেজ ০৪ (খাগড়াছড়ি – আলুটিলা, রিসাং ঝর্ণা, অপু ঝর্ণা, হাজাছড়া ঝর্ণা, সাজেক)
রাতের গাড়িতে খাগড়াছড়ি রওনা হয়ে সকালবেলা চাঁদের গাড়ী ভাড়া করে ঘুরে দেখুন আলুটিলা, রিসাং ঝর্ণা, অপু ঝর্ণা। যদি সাজেকে রাতে থাকার জন্য কটেজ বুক করতে পারেন তবে সেদিন বিকেলের শুরুতে রওনা হয়ে যান সাজেকের উদ্দেশ্যে, সন্ধ্যার আগে আগে পৌঁছে যাবেন সাজেক। রাত্রিযাপন, সকালে অপার্থিব মায়াময় পাহাড়ের গায়ে মেঘেদের হুটোপুটি দেখে দুপুর পর্যন্ত ঘুরে বেড়ান রুইলুই পাড়া, কংলাক পাড়া আর সেনাবাহিনীর সাজেক ভ্যালী। দুপুরের খাবার খেয়ে রওনা হয়ে যান খাগড়াছড়ির দিকে, পথে হাজাছড়া ঝর্ণা দেখে নিবেন। আর যাদের সাজেকে রুম বুক করার সৌভাগ্য হবে না, তারা প্রথম দিন রাতের বেলা খাগড়াছড়ি শহরে হোটেলে রাত কাটিয়ে পরদিন ভোরে রওনা হয়ে যান সাজেকের উদ্দেশ্যে। যাওয়া বা আসার পথে হাজাছড়া ঝর্ণা দেখে নিন।
=============================================================================
=============================================================================
প্যাকেজ ০৫ (খাগড়াছড়ি-সাজেক-মারিশ্যা-রাঙামাটি-ঝুলন্তব্রিজ-রাজবন বিহার-রাজবাড়ী)
রাতের গাড়িতে রওনা হয়ে খাগড়াছড়ি শহরে নেমে চাঁদের গাড়ী রিজার্ভ করুন সাজেক হয়ে মারিশ্যা যাওয়ার জন্য। এক্ষেত্রে রাতের বেলা মারিশ্যা থাকার জন্য রেস্ট হাউজ (দুটো আছে) বুকিং করে নিবেন আগে থেকে। সাজেকে সারাদিন বেড়িয়ে শেষ বিকেলে চলে আসুন মারিশ্যা। সাজেক যাওয়া-আসার পথে হাজাছড়া ঝর্ণা দেখতে ভুলবেন না যেন। সন্ধ্যাবেলা কাসালং নদীতীরের মারিশ্যা জেটিঘাটে বসে অথবা ব্রিজের উপর দাঁড়িয়ে আড্ডা দিয়ে ফিরে আসুন রেস্টহাউজে। পরেরদিন লঞ্চে করে রওনা হয়ে যান রাঙামাটির উদ্দেশ্যে, পুরো যাত্রাপথে দেখুন কাপ্তাই লেকের অপরূপ রূপ। দুপুরের পরে রাঙামাটি পৌঁছে লাঞ্চ সেরে একটা সিএনজি ভাড়া নিয়ে ঘুরে দেখুন ঝুলন্ত ব্রিজ, রাজবন বিহার আর রাজবাড়ী। রাতের গাড়িতে ফিরে আসুন ঢাকা বা আপনার জেলা শহরে। যারা মারিশ্যায় রাত্রি যাপনের জন্য রেস্ট হাউজ বুক করতে পারবেন না, তাঁরা খাগড়াছড়ি শহরে রাত্রি যাপন করে খুব ভোরবেলা সিএনজি বা চাঁদের গাড়ী করে মারিশ্যা বা লংগদু চলে আসুন, সেখান থেকে লঞ্চ ধরুন।
=============================================================================
=============================================================================
প্যাকেজ ০৬ (রাঙামাটি-শুভলং-কাপ্তাই-পানিবিদ্যুৎ কেন্দ্র-নেভী লেক ভিউ পার্ক-কাপ্তাই জাতীয় উদ্যান-জুমঘর রেস্তোরা/ফ্লোটিং প্যারাডাইস রেস্তোরা-শেখ রাসেল এভিয়ারি পার্ক)
ঢাকা থেকে রাঙামাটি রাতের গাড়িতে রওনা দিয়ে ভোর বেলা পৌঁছে হোটেলে চেক ইন করে রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে নিন। তারপর রিজার্ভ বাজার ঘাট বা পর্যটন ঘাট হতে প্যাকেজে ইঞ্চিন নৌকা ভাড়া করে শুভলং, রাজবাড়ী, বৌদ্ধবিহার সহ কয়েকটি জায়গা ঘুরে দেখুন। রাত্রি রাঙামাটিতে যাপন করে পরেরদিন সকালবেলা কাপ্তাই চলে যান। আপনার সময়ের হিসেব অনুযায়ী শিরোনামের তালিকা থেকে জায়গাগুলো ঘুরে দেখুন। রাতের গাড়িতে ফিরতি পথ ধুরুন। আর হাতে সময় থাকলে কাপ্তাইয়ে রাত কাটিয়ে সবকয়টা জায়গাই ঘুরে দেখে পরেরদিন ফিরতি পথে যাত্রা করুন। এক্ষেত্রে আপনার ভ্রমণ তিনদিনের হয়ে গেল। আর যদি দুইদিনের ট্যুর হয় তবে রাঙামাটি হতে প্যাকেজে কয়েকটি স্পটসহ ভ্রমণ করে ঐ নৌকায় করেই একেবারে কাপ্তাই চলে আসুন প্রথম দিন শেষ বিকেলে, রাতে থাকুন কাপ্তাইয়ে। দ্বিতীয় দিন সকাল হতে ঘুরে দেখুন জলবিদ্যুৎ কেন্দ্র, কাপ্তাই লেকে নৌকাভ্রমণ, কাপ্তাই জাতীয় উদ্যান, নেভি লেকভিউ পিকনিক স্পট, জুমঘর রেস্তোরা, শেখ রাসেল এভিয়ারি পার্ক (ক্যাবল কার সহ) ইত্যাদি। এরপর রাতের বাসে ফিরতি পথে যাত্রা করুন।
=============================================================================
=============================================================================
প্যাকেজ ০৭ (চট্টগ্রাম-কাট্টলি সৈকত-পতেঙ্গা-প্রজাপতি পার্ক-মিনি বাংলাদেশ-পারকি সৈকত-ফয়েজ লেক)
চট্টগ্রামে ভোরবেলা পৌঁছে একটা হোটেলে ব্যাগ এন্ড ব্যাগেজ রেখে ফ্রেশ হয়ে চলে যান শহরের উল্লেখযোগ্য কিছু জায়গা দেখতে, এরপর ফয়েজ লেক আর সন্ধ্যায় কাট্টলি অথবা পতেঙ্গা সৈকতে সময় কাটিয়ে হোটেলে ফিরুন। পরেরদিন সকালবেলা বহদ্দারহাট সংলগ্ন মিনি বাংলাদেশ দেখে আনোয়ারার বাসে করে পারকি সৈকতে চলে যান। ইচ্ছে হলে সকালবেলাই পারকির উদ্দেশ্যে রওনা হয়ে বিকেলে ফিরতি পথে মিনি বাংলাদেশ দেখতে পারেন। কারণ, এই বহদ্দারহাট থেকেই আনোয়ারার বাস ছাড়ে আর বহদ্দারহাট বাস টার্মিনালের পাশেই মিনি বাংলাদেশ অবস্থিত যা স্বাধীনতা পার্ক নামে পরিচিত। এখানেই কিন্তু বিখ্যাত ঘুরন্ত রেস্টুরেন্ট (যদিও এখন অবস্থা তেমন ভালো না ব্যবস্থাপনার দিক থেকে)। সন্ধ্যা বেলা কাট্টলি অথবা পতেঙ্গা বীচের যেটা গতদিন যাওয়া হয় নাই সেখানে গিয়ে সূর্যাস্ত দেখতে পারেন। অথবা চাইলে ভাটিয়ারী চলে যাওয়া যায়, সেখানটাও বিকেল হতে সন্ধ্যার সময় কাটানোর জন্য খুবই চমৎকার জায়গা। রাতের গাড়িতে ফেরার পথে যাত্রা করুন।
=============================================================================
=============================================================================
প্যাকেজ ০৮ (মিরেরসরাই-সীতাকুণ্ড-খৈয়াছড়া ঝর্ণা-ইকোপার্ক-সহস্রধারা ও সুপ্তধারা ঝর্ণা, চন্দ্রনাথ মন্দির ও সীতাকুণ্ড পাহাড়, মহামায়া লেক)
মধ্যরাতের গাড়িতে অথবা খুব ভোরবেলা রওনা হয়ে মিরেরসরাই এসে আগে একটা থাকার জায়গা ঠিক করে নিন। এরপর প্রথমদিন খৈয়াছড়া ঝর্ণা আর মহামায়া লেক ভ্রমণ করুন। পরের দিন ভোরবেলা রওনা দিন সীতাকুণ্ড পাহাড়ের চন্দ্রনাথ মন্দিরের উদ্দেশ্যে। দুপুরের আগে আগে পাহাড়ের চূড়ার মন্দির দেখা শেষ করে নেমে আসুন ইকোপার্কের ভেতরে। এরপর এখানকার দুইঝর্ণা সহস্রধারা আর সুপ্তধারা দেখে ফিরে আসুন হোটেলে। ব্যাগ গুছিয়ে রওনা হয়ে যান ফিরতি পথে। যাদের হাতে সময় আছে তারা তিনদিনের ট্যুর করতে পারেন, সেক্ষেত্রে একদিকে যেমন ট্যুর একটু রিল্যাক্স হবে তারই সাথে বাড়তি হিসেবে ফেনী জেলার মহুরি প্রজেক্টও দেখে আসেতে পারেন।
=============================================================================
=============================================================================
প্যাকেজ ০৯ (কুমিল্লা-টাউন হল এবং ধর্মসাগর দীঘি, ইটাখোলা মুড়া-রুপবান মুড়া-বার্ড-ময়নামতি বিহার-ওয়ার সিমেট্রি-পানাম নগর-লোক শিল্প জাদুঘর-বাংলার তাজমহল)
মধ্য রাতের গাড়িতে রওনা হয়ে খুব ভোরে কুমিল্লা শহরে পৌঁছে হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে নিন। এবার সকালবেলা শুরু করুন টাউন হল এবং তদসংলগ্ন বিখ্যাত ধর্মসাগর দীঘি দিয়ে। সেখান হতে চলে যান বার্ড এবং তদসংলগ্ন ইটাখোলা আর রুপবান মুড়া ভ্রমণে। সেখান থেকে ময়নামতি বিহার, চাইলে লালমাই পাহাড়ে ঢুঁ মারতে পারেন। শেষে ওয়ার সিমেট্রি দেখে রাতে হোটেলে ফিরুন। আরেকটা কথা, আসল মাতৃভাণ্ডারের রসমলাই খেতে কিন্তু ভুলবেন না, পাওয়া যায় কুমিল্লার কান্দিরপাড়ে, ঠিকানা দিলাম না, একটু খুঁজে নিয়েন। পরের দিন সকালের নাস্তা সেরে রওনা দিন সোনারগাঁও এর দিকে, চলে যান পানাম নগর। সেখান থেকে হাঁটা পথে লোক শিল্প জাদুঘর দেখে বিকেল বেলা বাংলার তাজমহল দেখে নিয়ে ফিরতি পথ ধরুন।
=============================================================================
=============================================================================
প্যাকেজ ১০ (হবিগঞ্জ-সাতছরি-রেমা-কেলেঙ্গা-ফ্রুট ভ্যালী)
রাতের গাড়িতে রওনা হয়ে খুব ভোরে সাতছরি চলে যান, সেখানে ভ্রমণ শেষে কেলেঙ্গা পৌঁছে কটেজে রাত্রি যাপন করুন (আগে থেকে বুকিং করে যেতে হবে)। সকাল বেলা রেমা-কালেঙ্গা ট্রেইল ধরে ভ্রমণ শুরু করে সন্ধ্যের আগে আগে শেষ করুন। রাতের গাড়িতে ফিরতি পথে যাত্রা করুন। এর মাঝে সময় করতে পারলে প্রথমদিন দেখে আসতে পারেন ফ্রুটভ্যালী।
=============================================================================
=============================================================================
প্যাকেজ ১১ (মৌলভীবাজার-মাধবকুণ্ড-পরিকুণ্ড-শ্রীমঙ্গল চা বাগান-মাধবপুর লেক-লাউয়াছরা সংরক্ষিত বনাঞ্চল)
রাতের গাড়িতে রওনা হয়ে মৌলভীবাজার পৌঁছে সকালবেলা হোটেলে চেক ইন করুন। সেখান থেকে চলে যান মাধবকুণ্ড-পরিকুণ্ড সাথে পথে পড়বে চা বাগান। ঘুরে দেখতে পারেন মাধবকুণ্ড ইকো পার্ক। পরের দিন বেড়িয়ে পড়ুন মাধবপুর লেক হয়ে বিখ্যাত লাউয়াছরার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দর্শনে। আর যাদের শক্তিতে কুলোয় তারা চাইলে হামহাম ঝর্ণা দেখে আসতে পারেন, তবে আমি সাজেস্ট করবো না যেতে, কারণ ঈদের সৌখিন টুরিস্টদের জন্য সেটা না যাওয়াই ভালো, কষ্টের তুলনায় মজা পাবেন কম। অতঃপর দ্বিতীয় দিন রাতের গাড়িতে ফিরতি পথ। সময় বেশী থাকলে যোগ করতে পারেন তৃতীয় দিনে সিলেটের কোন স্পট।
=============================================================================
=============================================================================
প্যাকেজ ১২ (সিলেট-মাজার-রাতারগুল-লালাখাল-বিছানাকান্দি-পান্থুমাই-লক্ষনছড়া-জাফলং)
রাতের গাড়িতে সিলেটের উদ্দেশ্যে রওনা হয়ে সকাল বেলা হোটেলে চেক ইন করুন। এরপর মাজার জিয়ারত করতে পারেন, দুপুরের আগে/পরে রাতারগুল ঘুরে আসুন। দ্বিতীয় দিন সকালবেলা রওনা দিন বিছানাকান্দির উদ্দেশ্যে। নৌকা রিজার্ভ করে এক এক করে দেখে নিবেন বিছানাকান্দি, পান্থুমাই, লক্ষণছড়া। একই নৌকায় করে চলে আসুন জাফলং, সেখানে রাত্রি যাপন করুন। সকালবেলা ঘুরে দেখুন জাফ্লং এর আশেপাশের দ্রষ্টব্য সব টুরিস্ট স্পট। দুপুরের লাঞ্চ সারতে পারেন নদী পেড়িয়ে সংগ্রামপুঞ্জি রেস্তোরায়, অনেকদিন মনে থাকবে এই লাঞ্চের কথা। দুপুরের দিকে রওনা হন তামাবিল, জৈন্তা রিসোর্ট হয়ে লালাখাল। লালাখালে বিকেলবেলা নৌভ্রমণে কাটিয়ে সন্ধ্যার আগে আগে রওনা হয়ে যান সিলেট শহরের উদ্দেশ্যে, তারপর রাতের গাড়িতে ফিরতি পথে।
=============================================================================
=============================================================================
আর এখন যেহেতু বর্ষা, তাই এগুলোর বাইরে চাইলে টাঙ্গুয়ার হাওড়, হাকালুকি হাওড়, চলনবিল সহ আরও অনেক জায়গা হতে ঘুরে আসতে পারেন। যেতে পারেন শেরপুর-জামালপুরের লাউচাপরা-গজনি-মধুটিলা, অথবা উত্তরবঙ্গের দিনাজপুর-রংপুর-বগুরার ইতিহাস খ্যাত জায়গাগুলোয়। যেতে পারেন ময়মনসিংহস্থ গারো পাহাড়, কৃষি বিশ্ববিদ্যালয়, মুক্তাগাছা রাজবাড়ি হয়ে বিরিশিরি অথবা চাইলে এই বর্ষায় কুয়াকাটা বা সুন্দরবন। এইতো, প্ল্যানিং প্যাকেজ বাতলে দিলাম, এখন সব আয়োজন, খরচ এবং ভ্রমণ আপনার দায়িত্ব। তবে যেখানেই ভ্রমণে বের হবেন, এই লেখাটি ভ্রমণের অষ্টকাহন (একটি ভ্রমণ পরিকল্পনা সহায়িকা'র মেগা পোস্ট - Must Read, Otherwise Something You Missed) অবশ্যই পড়ে নিবেন, অতি অবশ্যই। তো আর কি? ঈদ এবং ঈদের ভ্রমণ আনন্দময় হোক, শুভকামনা।
[ছবিঃ বোকা মানুষ বলতে চায়]
১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৩৯
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ আরণ্যক রাখাল, কেন রে ভাই এবার ঈদে কেন ঘোরা হবে না?
আমি তেমন আর ঘুরি কই? গত দুই বছর যাবত অনেক কম ঘোরাঘুরি হচ্ছে, ব্যক্তিগত কিছু সীমাবদ্ধতার কারণে। আশা রাখি সামনে আবার আগের মত অনেক অনেক ভ্রমণে বেড়িয়ে পড়তে পারবো, সাথে আপনাদের উপহার দিতে পারব দারুণ সব ভ্রমণ পোস্ট।
ভালো থাকুন সবসময়, অনেক শুভকামনা।
২| ১২ ই জুলাই, ২০১৫ সকাল ৯:১৬
♥কবি♥ বলেছেন: সত্যিই সৌখিন ভ্রমণপিপাসু গ্যাং এর জন্য খুব সময়োপযোগী পোস্ট। +++
১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:১৬
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ কবি ভাই, সৌখিন ভ্রমণপিপাসু গ্যাং কথাটা ভালো লেগেছে।
ভালো থাকুন সবসময়, শুভকামনা রইল।
৩| ১২ ই জুলাই, ২০১৫ সকাল ৯:৩৩
ইমতিয়াজ ১৩ বলেছেন: আহারে কি সুন্দর পোস্ট। আসলে সব ফ্রিই খারাপ না। প্রিয়তে রেখে দিলাম। সময় হলে গাইড লাইন আমলে নিব।
ভাল থাকুন নিরন্তর।
১২ ই জুলাই, ২০১৫ রাত ১০:৩২
বোকা মানুষ বলতে চায় বলেছেন: আসলেই সব ফ্রিই খারাপ না। ধন্যবাদ ইমতিয়াজ ১৩ ভাই, ইদানীং আপনাকে কম দেখা যায়। ব্যস্ত বুঝি ইদানীং?
ভালো থাকুন সবসময়, অনেক অনেক শুভকামনা রইল।
৪| ১২ ই জুলাই, ২০১৫ সকাল ৯:৩৬
আব্দুল্যাহ বলেছেন: প্রিয়তে রাখলাম, আশা করি কোন একদিন বেরিয়ে পরব।
১২ ই জুলাই, ২০১৫ রাত ১১:০২
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ আব্দুল্যাহ, সময় করে যে কোন সময় বেড়িয়ে পড়ুন এক এক করে সবকয়টা প্যাকেজ ভ্রমণে। শুভকামনা রইল।
৫| ১২ ই জুলাই, ২০১৫ সকাল ১১:০০
দৃষ্টিসীমানা বলেছেন: উপকারি পোষ্ট ,প্রিয়তে তুলে রাখলাম । ভাল থাকুন সব সময় ।
১২ ই জুলাই, ২০১৫ রাত ১১:৩৫
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ আপু, আপনিও ভালো থাকুন সবসময়।
ঈদ উপলক্ষ্যে স্পেশাল রেসিপি কবে পাচ্ছি? অপেক্ষায় রইলাম।
৬| ১২ ই জুলাই, ২০১৫ সকাল ১১:০৮
আহমেদ জী এস বলেছেন: বোকা মানুষ বলতে চায় ,
বোকা নয় "বোবা" হয়ে যেতে হলো এমন ব্যতিক্রমী লেখা দেখে ।
প্রিয়তে তো বটেই ছবির প্রেমেও পড়লুম, বলতে চাই।
১৩ ই জুলাই, ২০১৫ রাত ১২:০২
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ আহমেদ জী এস ভাই। বোবা হয়ে যাবেন না, আপনার পিলিজ লাগে
ভালো থাকুন সবসময়, শুভকামনা রইল।
৭| ১২ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৩৯
কাবিল বলেছেন: আমার তো সব জায়গাই যেতে ইচ্ছে করছে।
প্রয়োজনীয় পোস্ট।
আলমারিতে।
১৩ ই জুলাই, ২০১৫ রাত ১:০১
বোকা মানুষ বলতে চায় বলেছেন: আমি সব কয়টা প্যাকেজ ভ্রমনই করেছি, তারপরও আবারো আমারও তো সব জায়গায় যেতে ইচ্ছে করছে।
ধন্যবাদ কাবিল, ভালো থাকুন সবসময়। ভবিষ্যৎ ভ্রমণের অগ্রিম শুভকামনা।
৮| ১২ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৪৫
জুন বলেছেন: কোনটি বাকি নাই দেখার ঐ নাফাখ্রুম আর সাজেক ছাড়া বোকা মানুষ
রাতুল বিডি বলেছে ৩ মেইল হাটতে পারলেই নাফাখ্রুম যাইতে পারবো
দেখি পারি কিনা পিচ্ছিল পাথরের উপর হেটে হেটে যেতে ।
এক সময় এক দৌড়ে উঠে যেতাম চন্দ্রনাথ মন্দির প্রাঙ্গনে। হায় কোথায় সেই রঙ্গীন দিনগুলো ।
পোষ্ট মারাত্মক হয়েছে কিন্ত ।
+
১৩ ই জুলাই, ২০১৫ রাত ১:২৪
বোকা মানুষ বলতে চায় বলেছেন: আরে জুন আপু, এই পোস্ট আপনার জন্য নাকি? হাজার হলেও আপনি হলেন আমাদের ইবনে বতুতা। আমাকেও ভ্রমণ বাংলাদেশের তাহসিন মামা আর ইকো ট্র্যাভেলার্স এর আবু বকর সিদ্দিক ভাই কথা দিছেন বর্ষার শেষে রেমাক্রি খাল হয়ে নাফাখুম নিয়ে যাবেন, পথে তিন্দু আর বগালেক। তাদের ভাষ্য আমার ফিটনেস লেভেল নিয়ে সেখানে যাওয়া সম্ভব, যদিও আমি নিজেই ভরসা পাই না। আমি একসময় টানা পাঁচ-ছয় ঘণ্টা হেঁটেও ক্লান্ত হতাম না, কিন্তু শেষ এক বছরে ফিটনেস লেভেলের চৌদ্দটা বেজেছে। এখন দশ মিনিট হাঁটলেই ক্লান্ত হয়ে যাই, কি যে হবে আমার? দোয়া করবেন আপু আমার জন্য, আবার যেন আগের মত দেশের আনাচে কানাচে'তে ঘুরে বেড়াতে পারি।
অনেক অনেক ধন্যবাদ আপু, সাথে থেকে উৎসাহ দেয়ার জন্য। ভালো থাকুন সবসময়, শুভকামনা রইল।
৯| ১২ ই জুলাই, ২০১৫ দুপুর ১:১৫
আমিনুর রহমান বলেছেন:
আপনে বোকা মানুষ আপনের নিক কিন্তু এখন দেখছি আপনে মানুষকে বোকা বানান
পোষ্টে এত্তগুলা পিলাচ
১৩ ই জুলাই, ২০১৫ রাত ১:৪২
বোকা মানুষ বলতে চায় বলেছেন: বোকা বলেই তো সবাইকে বোকা বানাই, দল ভারী করতে হবে না? ধন্যবাদ আমিনুর রহমান ভাই।
কার পোস্টে যেন দেখলাম আপনি এখনো পুরোপুরি সুস্থ হন নাই, বুকে চিনচিন ব্যাথা করে। প্লিজ নিজের যত্ন নেন, ঠিকমত ঔষধ খান, ভালো থাকুন, অনেক অনেক ভালো। শুভকামনা এবং দোয়া রইল।
১০| ১২ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৩৮
জুপিটার মুহাইমিন বলেছেন: চট্রগ্রাম বিভাবে এখন পর্যন্ত পা ফেলতে পারি নাই।..। কবে নাগা পারব আল্লাহই ভাল জানেন
১৩ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৩৮
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ভরসা রাখেন, খুব শীঘ্রই হয়ত আল্লাহ্ ব্যবস্থা করে দেবেন। বাংলাদেশের দুটি পর্যটন বিভাগ, একটি সিলেট আর অন্যটি চট্টগ্রাম। এই দুই বিভাগেই মোটামুটি দেশের আশি শতাংশ বিখ্যাত পর্যটন কেন্দ্রগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে।
ভালো থাকুন সবসময়, শুভকামনা রইল।
১১| ১২ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৫০
খেয়ালি দুপুর বলেছেন: এবার ঈদে দেশে আসতেছি। ঘোরাঘুরি হবেই স্বাভাবিকভাবে। বোকা ভাইয়ার পোস্টের শিরোনাম
"বিনে পয়সায় সামু ব্লগারদের জন্য স্পেশাল ভ্রমণ প্যাকেজ" পড়ে মনে কিঞ্চিত আশার সঞ্চার হয়েছিলো..বিনে পয়সায়, ইয়ে ঐ আরকি । যাইহোক, অসংখ্য ধন্যবাদ ভিষণ রকম দরকারি তথ্যগুলো একসাথে গুছিয়ে আমাদেরকে দেওয়ার জন্য ভাইয়া।
১৩ ই জুলাই, ২০১৫ দুপুর ১:১৪
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ খেয়ালি মানুষ, দেশে প্রত্যাবর্তন শুভ হোক। আর পোস্টের শিরোনাম জাস্ট ফান করে এমনটা দেয়া, আর কিছু নয়। আসলে নিজে এই জায়গাগুলো বেড়িয়েছি যখন, তখন কোন গোছানো পরিকল্পনা হাতের কাছে পাই নাই। ঈদের সময়, বিশেষ করে পরিবার নিয়ে ভ্রমণে গেলে এই পরিকল্পনাগুলো খুব জরুরী, তাই ভাবলাম প্যাকেজ আকারে দিয়ে দেয়া যাক। আট-দশটি প্যাকেজ পরিকল্পনা অনুযায়ী ঘুরতে পারলে আমাদের দেশের প্রায় অর্ধেকের মত আকর্ষণীয় পর্যটন কেন্দ্র ঘোরা হয়ে যাবে। যদি কারো উপকারে আসে এই লেখা, তাহলে বলব পরিশ্রম সার্থক হয়েছে।
ভালো থাকুন সবসময়, শুভকামনা রইল।
১২| ১২ ই জুলাই, ২০১৫ দুপুর ২:১৮
কম্পমান বলেছেন: বান্দরবন যাব এর জন্য পরামর্শ দরকার আপনার ফোন নম্বর টা দিবেন। বোকা মানুষ অনেক কথা আছে। PLZ
১৩ ই জুলাই, ২০১৫ দুপুর ২:২৩
বোকা মানুষ বলতে চায় বলেছেন: কি কথা তাহার সনে...
আপনার পোস্টে গিয়ে এত্তগুলান মন্তব্যে দিয়ে এসেছি বান্দরবান ভ্রমণের পরামর্শরূপে।
ভালো থাকুন সবসময়, শুভকামনা রইল আগত ভ্রমণের জন্য।
১৩| ১২ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৫২
ছাসা ডোনার বলেছেন: ধন্যবাদ মূল্যবান পোস্টের জন্য, আপনাকেও অগ্রিম ঈদের শুভচছা রইল।
১৩ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:১৯
বোকা মানুষ বলতে চায় বলেছেন: আপনাকেও ধন্যবাদ ছাসা ডোনার, আগত ঈদের দিনগুলো হোক আনন্দময়।
ভালো থাকুন সবসময়, শুভকামনা।
১৪| ১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:১৩
কামরুন নাহার বীথি বলেছেন: প্রথমেই প্রিয়তে!! দেখা যাক, ঈদের পরে কোথাও যাওয়া যায় কী না!
ঈদ মানে গৃহিণীদের জন্য জাহান্নামের আজাব!!!
শুভকামনা শতত ------------
১৩ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:২২
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ বীথি আপু। আহারে কষ্ট দেখে কষ্ট পেলাম, তবে আজকালকার মেয়েগুলো আর সেই আজাবের দলে ভিড়ে না, তারা চালাক হয়ে গেছে যে।
অনেক অনেক ভালো থাকুন, ঈদের রান্নবান্নার যন্ত্রণা কিছুটা লাঘব হোক। শুভকামনা রইল, ভালো থাকুন সবসময়।
১৫| ১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:২৪
মানস চোখ বলেছেন: সুন্দর সব প্লান !!!!!!
কিছু দেখা হয়েছে আর বাকি গুলোতে যাওয়ার ইচ্ছা আছে
ধন্যবাদ বোকা মানুষ, আমাদের আর কষ্ট করে প্লান করতে হবে না,
আমাদের তো প্লান বানিয়ে দেলেন কিন্তু ঈদে আপনার প্লান কি? কই যাইবেন? এইটা কি সিক্রেট রাখছেন নাকি?
১৩ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:০৫
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ মানস চোখ। পোস্ট যদি আপনাদের কাজে লাগে তাহলে আমার শ্রম সার্থক।
আমি ঈদে যে কোথায় যাব, এখনো ঠিক করতে পারি নাই। প্রথম ইচ্ছা ছিল শিলং-চেরাপুঞ্জি যাওয়ার, ছোট ভাইকে সাথে নিয়ে, ওর অফিসেও বেশ লম্বা ছুটি ছিল। কিন্তু শ্যামলী পরিবহণের বিশেষ অফারের টিকেট শেষ হয়ে যাওয়ায় সেটা বাদ গেল। এরপর প্ল্যান করলাম আত্মীয়স্বজনদের নিয়ে বান্দরবান প্যাকেজটা ঘুরে আসি, হোটেল বুকিং এবং টিকেট কনফার্ম করার পর সেটাও নানান কারণে বাদ গেল। লাস্ট প্ল্যান ছিল গতবছরের মত চিটাগং হান্ট, বাঁশখালী-মহুরি প্রজেক্ট সহ বেশ কয়েকটি গতবছরের অসম্পূর্ণ প্ল্যান সম্পূর্ণ করার। কিন্ত গতকাল আমার ট্র্যাভেল পার্টনার জানালো এবার সম্ভব হচ্ছে, পরে একসময়। মন তাই খারাপ, ঈদের পরের কয়েকদিন বাসায় থাকতে হবে বুঝি, তবে এখনো চেষ্টা করে যাচ্ছি।
এবার আসল কথা বলি, আমার এবারের ঈদের মূল ভ্রমণ হল ঈদের দশদিন পর, ময়মনসিংহ-নেত্রকোনা হয়ে সুনামগঞ্জ এই রুটে তিনদিনের হাওড় বিলাস সাথে পূর্ণিমা উদযাপন। এইটা কনফার্ম।
ভালো থাকুন মানস চোখ ভাই, শুভকামনা রইল।
১৬| ১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:৫৩
সুমন কর বলেছেন: এমনভাবে মানুষের উপকার করে যাওয়া খুবই ভাল এবং মহৎ কাজ। সবার কাজে আসবে।
প্রিয়তে রাখলাম। ভালো লাগা রইলো।
১৩ ই জুলাই, ২০১৫ রাত ১০:৫২
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ বন্ধু, মানুষের উপকার অথবা মহৎ কাজ কি না জানি না। আমার একটা জেনেটিক্যাল দোষ হচ্ছে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো। নিকটজনদের কাছ থেকে এটার জন্য প্রায়ই সমালোচনা শুনতে হয়। কেননা, মোষ তাড়াতে গিয়ে প্রায়শই মোষের গুঁতো খেয়ে নিজেকে ক্ষত-বিক্ষত হতে হয়
ভালো থাকা হোক সবসময়, শুভকামনা।
১৩ ই জুলাই, ২০১৫ রাত ১১:৩৬
বোকা মানুষ বলতে চায় বলেছেন: আরেকটা কথা বন্ধু, হাজার হলেও আমি সামু'র পর্যটন মন্ত্রী। পাবলিক কথাটা হয়ত ভুলে গেছে, কিন্তু মন্ত্রী হয়ে আমি নিজে কিভাবে ভুলি?
১৭| ১২ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:১৭
মাহমুদ০০৭ বলেছেন: আমিনুর রহমান বলেছেন:
আপনে বোকা মানুষ আপনের নিক কিন্তু এখন দেখছি আপনে মানুষকে বোকা বানান
পোষ্টে এত্তগুলা পিলাচ
আমিও আমিনুর ভাইয়ের সাথে একমত । :প
ঈদের দারুণ প্যাকেজ বলতেই হবে,সংক্ষেপে সব কছুই এসেছে।
তবে আমাদের তো প্লান বানিয়ে দিলেন কিন্তু ঈদে আপনার প্লান কি? কই যাইবেন? এইটা সিক্রেট রাখছেন কেন জাতি জানতে চায়
ঈদের শুভেচ্ছা প্রিয় বোমা ভাই ।
১৩ ই জুলাই, ২০১৫ রাত ১১:৩৪
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ মাহমুদ ভাই। বোকার দল দিন দিন ভারী করার নিমিত্তেই এই অপচেষ্টা।
আমি ঈদে যে কোথায় যাব, এখনো ঠিক করতে পারি নাই। প্রথম ইচ্ছা ছিল শিলং-চেরাপুঞ্জি যাওয়ার, ছোট ভাইকে সাথে নিয়ে, ওর অফিসেও বেশ লম্বা ছুটি ছিল। কিন্তু শ্যামলী পরিবহণের বিশেষ অফারের টিকেট শেষ হয়ে যাওয়ায় সেটা বাদ গেল। এরপর প্ল্যান করলাম আত্মীয়স্বজনদের নিয়ে বান্দরবান প্যাকেজটা ঘুরে আসি, হোটেল বুকিং এবং টিকেট কনফার্ম করার পর সেটাও নানান কারণে বাদ গেল। লাস্ট প্ল্যান ছিল গতবছরের মত চিটাগং হান্ট, বাঁশখালী-মহুরি প্রজেক্ট সহ বেশ কয়েকটি গতবছরের অসম্পূর্ণ প্ল্যান সম্পূর্ণ করার। কিন্ত গতকাল আমার ট্র্যাভেল পার্টনার জানালো এবার সম্ভব হচ্ছে, পরে একসময়। মন তাই খারাপ, ঈদের পরের কয়েকদিন বাসায় থাকতে হবে বুঝি, তবে এখনো চেষ্টা করে যাচ্ছি। দেখি ঈদের দ্বিতীয় বা তৃতীয় দিন সিলেটের দিকে ভোলাগঞ্জ আর লোভাছড়া আবার ঘুরে আসা যায় কিনা? যদি নৌপথে সম্ভব হয় তাহলে মিস করবো না, এক হলেও চলে যাব।
এবার আসল কথা বলি, আমার এবারের ঈদের মূল ভ্রমণ হল ঈদের দশদিন পর, ময়মনসিংহ-নেত্রকোনা হয়ে সুনামগঞ্জ এই রুটে তিনদিনের হাওড় বিলাস সাথে পূর্ণিমা উদযাপন। এইটা কনফার্ম।
অনেক অনেক ভালোলাগা সুন্দর মন্তব্যে। ভালো থাকুন সবসময়, ঈদের দিনগুলো ভালো কাটুক, সুন্দর কাটুক। শুভকামনা।
১৮| ১২ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:১৮
ক্যপ্রিসিয়াস বলেছেন: প্রিয়তে রাখলাম, যদি কখনও সময় হয়, ধন্যবাদ জানবেন ।
১৪ ই জুলাই, ২০১৫ রাত ১:০২
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ ক্যপ্রিসিয়াস। ঈদ নিশ্চয়ই প্রবাসেই হবে, কিছুদিন আগেই তো দেশ হতে বেড়িয়ে গেলেন। ভালো কাটুক ঈদের আনন্দঘন মুহূর্তগুলো, যদিও জানি প্রবাসে ঈদগুলো অন্যরকম হয়।
ভালো থাকুন সবসময়, শুভকামনা।
১৯| ১২ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:২৬
রিকি বলেছেন: আপনি বোকা বানালেন বোকা ভাই----আমি ভাবলাম আপনি ফ্রী তে ঘুরতে যাওয়ার ব্যবস্থা করছেন ব্লগার কাঠুরে ভাইয়ের সেই ইটালির সমুদ্রের উপরে রেস্টুরেন্টে--- আপনার তরফ থেকে ঈদে আমাদের জন্য ট্রিট !!!! এসে দেখি নিজের খরচে কক্সবাজার, টেকনাফ---- এটা ঠিক না !!!!
১৪ ই জুলাই, ২০১৫ রাত ১:২১
বোকা মানুষ বলতে চায় বলেছেন: বোকা কে বানাইলো রে
রিকিমনিরে বোকা কে বানাইলো রে...
শোনেন এই পোস্ট হল সামুর পর্যটন মন্ত্রনালয় থেকে প্রকাশিত ঈদ উপলক্ষ্যে বিশেষ সার্কুলার ভুলে গেলে চলবে না হাজার হলেও আমি সামুর পর্যটন মন্ত্রনালয়ের পূর্ণ মন্ত্রী।
বেশী কথা বললে কিন্তু ভ্রমণের উপর ভ্যাট বসায়া দিতে বলুম অর্থ মন্ত্রনালয়কে
২০| ১২ ই জুলাই, ২০১৫ রাত ৮:২৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: পোস্টে এত্তো এত্তো প্লাচ। তয় এরে যদি বলে বিনা পয়সায় তবে শিরোনামে অল্প খরচে লেখা থাকলে দেউলিয়া করে দিতেন।
১৫ ই জুলাই, ২০১৫ রাত ৮:৫৮
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ রাজপুত্র দিহা। রাজপুত্রদের দেউলিয়া করাই তো উচিত, তাই না?
২১| ১২ ই জুলাই, ২০১৫ রাত ১০:২১
শতদ্রু একটি নদী... বলেছেন: বেশ কয়বারে আইসা পড়লাম। আপনে পারেনও ভাই। ভ্রমন নিয়া আপনিতো নিবেদিত প্রান। প্যাকেজও ছাইড়া দিলেন এইবার। ট্রাভেল এজেন্সী কবে খুলতেছেন?
ভালোলাগা রইলো।
১৫ ই জুলাই, ২০১৫ রাত ৯:৪৬
বোকা মানুষ বলতে চায় বলেছেন: আপনি হয়ত জানেন না, আমি কিন্তু সামুর পর্যটন মন্ত্রী নির্বাচিত হইছিলাম। মন্ত্রনালয় থাকতে কি আর ট্র্যাভেল এজেন্সী কেউ খোলে?
ধন্যবাদ শতদ্রু একটি নদী...
২২| ১৩ ই জুলাই, ২০১৫ রাত ১২:২৮
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: এত্তগুলো প্লাস । ও ঈদের অগ্রিম শুভেচ্ছা
১৫ ই জুলাই, ২০১৫ রাত ১১:২৩
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ রেজওয়ানা আলী তনিমা। আপনাকেও ঈদের শুভেচ্ছা রইল। ঈদ কোথায় করছেন? দেশে না প্রবাসে? যেখানেই করুন, আনন্দময় কাটুক ঈদ উৎসবের সময়গুলো।
২৩| ১৩ ই জুলাই, ২০১৫ রাত ২:০০
সচেতনহ্যাপী বলেছেন: ছবিগুলি বাধিয়ে রাখার মতই সুন্দর।। দুর্ভাগ্য যখন সময় সুযোগ পেয়েছি,তখন আবার দেখার চোখ ছিল না।। আর এখন তা থাকলেও পারি না সীমাবদ্ধতার কারনে।।
তবে কবির সৌখিন ভ্রমণপিপাসু গ্যাং এর কাজে লাগবে-কথাক'ট কিন্ত শুধুই মন্তব্য না যুক্তিসংগতও।।
১৬ ই জুলাই, ২০১৫ রাত ১২:৩৩
বোকা মানুষ বলতে চায় বলেছেন: সময় আসলেই বড় নির্মম, তাই না? ছবিগুলো সব এই অভাজনের ছোট্ট একটা সাধারণ মানের ক্যামেরা দিয়ে তোলা। শৌখিন ভ্রমণপিপাসু গ্যাং কিন্তু এখন বাংলাদেশে হাজারে হাজারে ছেয়ে গেছে। শুধু ফেসবুক ভিত্তিক ট্র্যাভেল এন্ড এডভেঞ্চার টাইপের গ্রুপ পাবেন শ'দুয়েকের উপরে।
ভালো থাকুন হ্যাপী ভাই, শুভকামনা রইল।
২৪| ১৩ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:১৮
চাষাভুষার কাব্য বলেছেন: শিগগীরই বের হব, কাজে লাগবে।
১৬ ই জুলাই, ২০১৫ রাত ১২:৪৩
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ ভাই, আপনাদের কাজে লাগলেই আমার এই পোস্ট সার্থক হবে। ভালো থাকুন।
২৫| ১৭ ই জুলাই, ২০১৫ দুপুর ১:০১
এহসান সাবির বলেছেন: সেরা পোস্ট।
১৭ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:০৪
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ এহসান সাবির ভাই। এটা সামুর পর্যটন মন্ত্রনালয় থেকে এবারের ঈদের উপহার সবার জন্য।
ভালো থাকুন সবসময়, ঈদের আনন্দঘন সময়গুলো ভালো কাটুক প্রিয়জনদের সাথে এই দোয়া রইল। অগ্রিম ঈদের শুভেচ্ছা।
২৬| ১৭ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:০০
সুজন দেহলভী বলেছেন: অসাধারণএবং প্রয়োজনীয়। আগেই বলে রাখালাম লেখাটা প্রয়োজন হলে শোয়ার করবো।
২১ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৩০
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ সুজন দেহলভী ভাই, অবশ্যই নির্দ্বিধায় শেয়ার করবেন যে কোন পোস্ট।
ভালো থাকুন সবসময়, শুভকামনা রইল।
২৭| ২১ শে জুলাই, ২০১৫ ভোর ৫:১১
ক্যাটম্যান বলেছেন: কাজে লাগবেঅনেক
২১ শে জুলাই, ২০১৫ দুপুর ২:০৬
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ ক্যাটম্যান, ভালো থাকুন সবসময়।
২৮| ০৩ রা আগস্ট, ২০১৫ সকাল ১০:৪২
সাদা মনের মানুষ বলেছেন: নাহ্ আমার বেড লাকটাই খারাপ........ঈদের পরে এই পোষ্টের দেখা পেলাম
০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ১২:২১
বোকা মানুষ বলতে চায় বলেছেন: আপনার ব্যাডলাকটারে একটা থেরাপি দেয়ান, কাজে লাগতে পারে...
২৯| ৩১ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৩৭
রাজীব বলেছেন: নিজের ঢোল নিজেই পিটাইলেন?
৩১ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৪২
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ভাই বুঝি নাই, ঢোল কোথায় পিটাইলাম? আমি সত্যি জানতে চাচ্ছি। কারণ, আমি নগন্য একজন মানুষ, যে মাঝে মধ্যে একটু ঘুরতে পছন্দ করি মাত্র। কাবিলের মন্তব্যের উত্তরে শুধু বললাম, এখানকার প্যাকেজগুলোর সবকয়টা আমার বেড়ানোর সৌভাগ্য হয়েছে। আর ছবিগুলো সম্পর্কে বলা, কারণ ছবি অন্যের হলে এটা নিয়ে নানান কথা হয়, যা ভালো লাগে না। এটুকু বলা যদি ঢোল পিটানো হয়, তাহলে আমি দুঃখিত এমনটা করার জন্য।
ভালো থাকুন সবসময়।
৩০| ৩১ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৪৭
রাজীব বলেছেন: বুঝেন নাই।
আপনার মাসিক ভ্রমন সংকলন থেকে আমি এখানে এসেছি।
http://www.somewhereinblog.net/blog/hasras80/30066537
ডোন্ট মাইন্ড। জাস্ট জোকিং
৩১ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৫৫
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ও আচ্ছা, আমি তো খুব অবাক হয়েছিলাম। অবাক হইনি। ধন্যবাদ রাজীব।
৩১| ৩১ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৪৮
রাজীব বলেছেন: পাঠক মিথস্ক্রিয়া’য় সেরা পাঁচঃ
1. ঈদ ভ্রমণ প্যাকেজ (বিনে পয়সায় সামু ব্লগারদের জন্য স্পেশাল ভ্রমণ প্যাকেজ B:-) B ) লিখেছেন বোকা মানুষ বলতে চায়
০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০৭
বোকা মানুষ বলতে চায় বলেছেন: হুমম... পাঠক মিথস্ক্রিয়ায় সেরা পাঁচ হল আজকের দিন পর্যন্ত পঠিত সংখ্যার উপর ভিত্তি করে দেয়া, এখানে আমার কোন হাত নেই ভাই।
ভালো থাকুন রাজীব।
৩২| ০১ লা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২৮
সাজিল বলেছেন: খুব ভাল পোস্ট। কিন্তু আজকাল ফেসবুকের যুগে ব্লগে আসা খুব একটা হয় ্না
০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৩
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ সাজিল, ভালো থাকুন সবসময়।
৩৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৩৫
বাকি বিল্লাহ বলেছেন: আয়োজন এবং খরচ নিজ দায়িত্বে সেরে নিবেন!! হ্রদয়ে আঘাত পেলাম...
২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৫২
বোকা মানুষ বলতে চায় বলেছেন: আঘাতে আঘাতে ম্যাচুউরড হবে হৃদয়খানি...
ধন্যবাদ আপনাকে, পাঠ এবং মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন। ভাল থাকুন সবসময়।
©somewhere in net ltd.
১| ১২ ই জুলাই, ২০১৫ সকাল ৮:১৫
আরণ্যক রাখাল বলেছেন: ঘোরা এবার ঈদে সত্যিই হবে না!
ছবিগুলো দারুণ। আপনি এতো ঘোরেন কীভাবে? অবাক হয়ে যাই!