নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোকা মানুষের কথায় কিই বা আসে যায়

বোকা মানুষ বলতে চায়

আমি একজন বোকা মানব, সবাই বলে আমার মাথায় কোন ঘিলু নাই। আমি কিছু বলতে নিলেই সবাই থামিয়ে দিয়ে বলে, এই গাধা চুপ কর! তাই আমি ব্লগের সাহায্যে কিছু বলতে চাই। সামু পরিবারে আমার রোল নাম্বারঃ ১৩৩৩৮১

বোকা মানুষ বলতে চায় › বিস্তারিত পোস্টঃ

শালিমার বাগ - কাশ্মীরি মুঘল গার্ডেন (শেষ পত্র) (কাশ্মীর এক্সটেন্ড টু দিল্লী-সিমলা-মানালিঃ ভারত ভ্রমণ ২০১৫)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৫



আগের পর্বঃ নিশাতবাগ - কাশ্মীরি মুঘল গার্ডেন (দ্বিতীয় পত্র) (কাশ্মীর এক্সটেন্ড টু দিল্লী-সিমলা-মানালিঃ ভারত ভ্রমণ ২০১৫)

এক সপ্তাহের কাশ্মীর ভ্রমণের শেষ দ্রষ্টব্য ছিল “শালিমার গার্ডেন”। মোঘল আমলে এই একই নামে তিনটি বাগান নির্মিত হয়েছিল। একটি কাশ্মীরের শ্রীনগরে অবস্থিত, যেটি নির্মাণ করেছিলেন সম্রাট জাহাঙ্গীর, তার পুত্র সম্রাট শাহজাহান, পিতার এই বাগানের সৌন্দর্যে মুগ্ধ হয়ে এর আদলে তৈরি করেন পাকিস্তানের লাহোরে আরেকটি শালিমার গার্ডেন। অপরটি রয়েছে দিল্লীতে। যাই হোক আমাদের কাশ্মীর ভ্রমনের শেষদিনের শেষ গন্তব্যে আমরা যখন পৌঁছলাম, তখন শেষ বিকেলের স্বর্ণআলোর সাথে সিঁদুর রঙা আকাশের অদ্ভুত এক মিলনকাল চলছিল। দিনের বেলা ঝিরিঝিরি বৃষ্টি ধুয়ে দিয়ে গেছে বাতাসের গায়ে ভেসে থাকা কলঙ্কস্বরূপ ধূলিকণার দলকে। ফলে অদ্ভুত এক কোমল পরিবেশ ছিল। ভেজা সতেজ সবুজ সব গাছ, মাটি জুড়ে চোখে ধাঁধানো সবুজ ঘাসের লন, বাগানের পেছনে দাড়িয়ে থাকা পাহাড়ের ভাজে ভাজে ছোট ছোট মেঘ শিশুদের অলস পায়চারী। এ যেন চলে এলাম এক জাদুর ভুবনে।









ইতিহাসের পাতায় চোখ বুলালে দেখা যায়, সকল মুঘল গার্ডেনগুলোর গোঁড়াপত্তন করেছিলেন সৌন্দর্য পূজারী সম্রাট জাহাঙ্গীর। কিন্তু কাশ্মীরের এই বাগানগুলোর শিকড় আরও গভীরে প্রোথিত। দ্বিতীয় শতকে এই বাগানের জন্ম তৎকালীন শ্রীনগরের শাসক প্রভাসেনা দ্বিতীয়’র (Pravarsena II) হাত ধরে। এই শাসকের হাত ধরেই শ্রীনগর শহরের গড়ে ওঠা। ৭৯ খৃষ্টাব্দ থেকে ১৩৯ খৃষ্টাব্দ পর্যন্ত প্রভাসেনা এই অঞ্চল শাসন করেন। ডাল লেকের উত্তর-পূর্ব কোণে উনি একটা কটেজ নির্মাণ করেন বসবাসের জন্য এবং এর নাম দেন শালিমার। “শালিমার” শব্দের অর্থ ‘ভালবাসার আবাস’। পরবর্তীতে সুকর্ম স্বামী নামক এক ধর্মযাজক এখানে অনেকদিন বসবাস করেন। সময়ের আবর্তে একসময় এই স্থাপনা লোকচক্ষুর আড়ালে হারিয়ে যায়। কিন্তু ঐ এলাকার নাম হয় শালিমার।









পরবর্তীতে সম্রাট জাহাঙ্গীর রানী নূর জাহান’কে উপহার দেয়ার জন্য ১৬১৯ সালে এই এলাকায় তার রাজকীয় স্বপ্নের বাগান “শালিমার” নির্মাণ আরম্ভ করন। সেই পুরানো বাগানটিকে পরিবর্ধন, পরিমার্জন এবং পুনঃনির্মাণ করেন এবং এর নাম দেন “ফারাহ বাকশ” যার শাব্দিক অর্থ “আনন্দদায়ী”। পীর পাঞ্জাল পর্বতশ্রেণীর বরফঢাকা রাস্তা হাতির পিঠে চড়ে এখানে অবকাশ যাপনে আসতেন সম্রাট জাহাঙ্গীর পত্নী সমেত। ইতিহাস হতে জানা যায়, সর্বমোট ১৩ বার তারা এখানে এসে দীর্ঘ সময় অবকাশ যাপন করেছেন। পরবর্তীতে ১৯৩০ সালে সম্রাট শাহজাহান এর আদেশে তৎকালীন কাশ্মীরের গভর্নর জাফর খান এটা আরও বিস্তৃত এবং উন্নত করেন এবং নাম পাল্টে রাখেন “ফাইজ বাকশ” যার অর্থ “উদার প্রান্ত”। তারপর থেকে এটা যুগে যুগে শাসকদের অবকাশ এবং চিত্তবিনোদন এর স্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। জাফর খান এর পর পাঠান এবং শিখদের হাত হয়ে মহারাজা রণজিৎ সিং এর আমলে ঔপনিবেশিক আমলে ইংরেজ অতিথিদের জন্য বাগানের মাঝখানে মার্বেল পাথরের একটা অতিথিশালা নির্মিত হয়। মহারাজা হরি সিং এর আমলে এখানে বিদ্যুতায়ন ঘটানো হয়। এভাবে দীর্ঘ সময় পরিক্রমা পেড়িয়ে আজকের শালিমার গার্ডেনে রূপ নিয়েছে ভুবনখ্যাত এই বাগানটি।









এই বাগানটি সুবিখ্যাত পার্সিয়ান বাগানের নকশার আদলে তৈরি। একটি সমতল ভূমিতে বর্গাকৃতির নকশা দিয়ে কেন্দ্রে জলধারা জমা হয় যেখান হতে পুরো বাগানে পানির সরবরাহ করা হয়। সুপরিকল্পিত এই বাগান মোঘলদের কর্তৃক পরিমার্জন করার সময় একটি মুল প্রবাহপথ তৈরি করা হয় যার নাম ‘শাহ নহর’ বা মূল ধারা। এই ধারা হতে পানির প্রবাহ বাগানের তিনটি ধাপ গড়িয়ে নেমে গিয়ে মেশে সুবিখ্যাত ডাল লেকে। ৩১ একর জমির উপর নির্মিত এই বাগানের মূল কাঠামো ৫৮৭ মিটার লম্বা এবং ২৫১ মিটার চওড়া। তিন ছাদ বিশিষ্ট এই বাগানের প্রতিধাপে রয়েছে ফোয়ারা এবং দুপাশ বিস্তৃত ‘চিনার’ গাছের সারি।









অপূর্ব সব স্থাপত্যকলার সাথে বাহারি সব ফুলের বাগান আর লম্বা সারি সারি গাছের ছায়ায় ঢেকে থাকা বাগান ঘুরে বেড়ালাম যে যার মত করে। সন্ধ্যের আগে আগে সূর্য যখন হারিয়েছে ডাল লেকের কোলে, তখন আমরা বাগান হতে বের হয়ে আমাদের টেম্পু ট্র্যাভেলা’র এ চড়ে বসলাম ফিরতি পথে। ও হ্যাঁ, পথিমধ্যে সারা হবে কাশ্মীর এর বিখ্যাত শাল এবং অন্যান্য দ্রব্যাদি। আগামী পর্বে সেই গল্প শুনিয়ে কাশ্মীর কথন শেষ করব। আর সিমলা-মানালি? সেটাও খুব শীঘ্রই শুরু করার ইচ্ছে আছে। সাথে থাকুন, পাশে থাকুন।

















মন্তব্য ৩৯ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩২

প্রামানিক বলেছেন: ১ম হইছি চা দেন।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: চা আগামী মঙ্গলবার দিবানি।

২০১৬ হল পর্যটন বর্ষ, এই বছরের শুরুতে নিউ ইয়ার রেজুলেশনে ছিল এই বছর ৩০টা ট্যুর দিব। জানুয়ারি মাসে কোন স্কোর না করেই বসে রইলাম। তাই এই মাসে শুরু হচ্ছে, আজ যাচ্ছি বউনি ট্রিপে।

২০১৩ সালে এই পোস্টটা লিখেছিলামঃ অ্যা ভার্চুয়াল জার্নি টু আওয়ার সুইট সেভেন ডটার অব সী। সেই ভার্চুয়াল ট্যুর এই বছর বাস্তবে করার একটা ইচ্ছে মনে জেগেছে। তিন ফেইজে ট্যুর কমপ্লিট করবো। দুই ভ্রমণ বন্ধুকে পেয়ে গেলাম সাথী হিসেবে। তাদের সাথে আজ যাচ্ছি প্রথম ফেইজে, গন্তব্যঃ ঢাকা-কুমিরা (সীতাকুণ্ড)-সন্দ্বীপ-হাতিয়া-নিঝুম দ্বীপ-মনপুরা-ঢাকা

একে তো সাঁতার জানি না, তার উপর ভীতু মানুষ। সবাই নিরাপদ যাত্রার জন্য দোয়া করবেন। মঙ্গলবার নাগাদ ফিরে দেখা হবে।

শুভরাত্রি।

অনটপিকঃ আপনার কমেন্টের প্রতিত্তরে সবাইকে জানান দিলাম, এইজন্য আপনি দুইটা বিস্কুট পাওনা রইলেন। ;)

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দারুন দারুন এবং দারুন! এই ধরনের সুলিখিত ভ্রমন পোস্টে এরপর থেকে চার্জ আরোপ করা হবে। বিনে পয়সায় ঘোরার সুযোগ দিচ্ছেন বলে কথা ;)

আচ্ছা, ছবিগুলোর কালার কারেকশন কি ম্যানুয়ালী করেছেন?

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: হা হা হা, তো কবে থেকে চার্জ প্রযোজ্য হবে? ঘোলাটে কমেন্টে কিন্তু বলে গেলেন না, চার্জ আমাকে প্রদান করা হবে নাকি আমার কাছ থেকে আদায় করা হবে ;) :P


ছবিগুলো নেট থেকে নামাতে হয়েছে। ফেসবুকে আপলোড করা ছিল, ভ্রমণকালে আমার ভ্রমণসাথীদের আপলোড করা। আমার মোবাইল হারানোর ফলে সেখান হতে নিতে হয়েছে। সব ছবি একসাথে শুধু অটো কারেক্ট করা।

ধন্যবাদ প্রিয় কা_ভা, ভালো থাকুন সবসময়।

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫২

মনিরা সুলতানা বলেছেন: এমন এক একটা ভ্রমন পোষ্ট বেশ লম্বা সময়ের জন্য মন ভালো করে দেয় ....
সাথে কিছু আফসোস যদিও
শুভ কামনা :)

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আপনাদের এমন একটা মন্তব্য কিন্তু আমার মনও ভালো করে দেয়, বাড়িয়ে দেয় আগ্রহ আরও বেশী বেশী ভ্রমণ পোস্ট উপহার দেয়ার ইচ্ছেটা।

ধন্যবাদ আপু, ভালো থাকুন সবসময়।

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তিন ছাদ বিশিষ্ট বাগান এ জিনিষটা বুঝে আসেনি ।
এটা কি তিন তলা ? নাকি আলাদা তিন ছাদের সমন্বয়ে তৈরি বাগান ।

তবে এটা না বুঝলেও ভ্রমন পোস্টের মজাটা কিন্তু ১৬ আনা বুঝে নিলাম =p~

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ব্যাপারটা হল পাহাড়ের ঢালে ধাপে ধাপে নেমে এসেছে প্রতিটি ছাদ মতন কাঠামো যাকে 'টেরেস'ও বলা হয়ে থাকে। এরকম তিন থেকে বারো ধাপ বিশিষ্ট কাশ্মীরের মুঘল গার্ডেনগুলো।

ধন্যবাদ লিটন ভাই, ভালো থাকুন সবসময়।

৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩

জুন বলেছেন: শালিমারের ইতিহাস আর তার অপরূপ ছবি সব কিছু মিলিয়ে দারুন বোকামানুষ বলতে চায় ।
আপনার এই সিরিজটা দারুন হচ্ছে । ভালোলাগা রইলো ।
+

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ জুন আপু। আপনারা সাথে থেকে উৎসাহ দিচ্ছেন বলেই সিরিজ চালিয়ে নিতে পারছি। :)

৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৯

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ++++++++++++++++++ হবে । কত্ত সুন্দর !

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ নাজমুল ভাই, জায়গাটা আসলেই অনেক সুন্দর।

ভালো থাকুন সবসময়, শুভকামনা রইল। :)

৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৭

মৃদুল শ্রাবন বলেছেন: মোহিত হয়ে গেলাম।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ প্রিয় জাহাজি ভ্রাতা। ভালো ত্থাকা হোক সবসময়।

৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঐতিহাসিক স্থানের দারুন সব ছবিতে ফটো ভ্রমন!

আপনার ভ্রমন নিরাপদ হোক।

++++++++++++

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। আপনাদের দোয়ায় সহি-সালামতে ভ্রমণ শেষ করে বাসায় ফিরেছি মঙ্গলবার ভোরবেলায়।

ভালো থাকুন, পাশে থাকুন। :)

৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১২

কামরুন নাহার বীথি বলেছেন: শা লি মা র!!!! স্বপ্নের বাগান !!!! এই বাগান যে এত্তগুলো আছে, জানতাম না!!!
আপনার হৃদয়কাড়া বর্ণনা, আর চোখ ধাঁধানো ছবিগুলো দেখে বেড়ানোর লোভ শুধু বেড়েই চলেছে!!

অনেক অনেক শুভেচ্ছা ভাই!!

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: লোভে লোভাতুর হয়ে অতিদ্রুত ঘুরে আসুন স্বপ্নের কাশ্মীর। খুব শীঘ্রই কাশ্মীর ভ্রমণ পরিকল্পনা নিয়ে পোস্ট দেয়া হবে। আপনাদের সেবায় সদা নিয়োজিত। :P

১০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৮

রমিত বলেছেন: ঐতিহাসিক স্থানের দারুন সব ছবি! সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া। :)

১১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪

শামছুল ইসলাম বলেছেন: 'শালিমার' অর্থ ভালবাসার বাগান। নামটা যথার্থ হয়েছে। ছবি, কাব্যিক বর্ণনা তার সাথে ইতিহাসের সম্মিলন - ভ্রমণ পোস্টটাকে সুখ পাঠ্য করেছে।

আপনার ভ্রমণ পরিকল্পনা দেখে বুঝতে পারছি ভবিষ্যতে আরও চমৎকার চমৎকার ভ্রমণ পোস্ট পেতে যাচ্ছি।

আল্লাহ আপনাকে নিরাপদে রাখুন।

ভাল থাকুন। সবসময়।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: নিরাপদে বাড়ী ফিরেছি। খুব শীঘ্রই এই ভ্রমণ গল্প নিয়ে হাজির হচ্ছি।

অনেক অনেক ধন্যবাদ মন ভালো করা মন্তব্যের জন্য। ভালো থাকুন আপনিও, সারাদিন, সারাবেলা।

১২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০১

আহসানের ব্লগ বলেছেন: তিন লক্ষ প্লাস +++

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: তিন লক্ষ!!!! :-*

অনেক ধন্যবাদ সুপ্রিয় ব্লগার। :)

১৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০১

আহসানের ব্লগ বলেছেন: তিন লক্ষ প্লাস +++

১৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৩৩

মাহমুদ০০৭ বলেছেন: কি কপাল লইয়া জন্মাইলাম ।
খালি দেইখাই যাইতেছি !!

বোকা ভাই খালি ঘুরে
মন হিংসায় জ্বলে পুড়ে মরে ;)

তিন বছর পূর্তির শুভেচ্ছা বোমা ভাই । :)

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: হা হা হা, কপাল বেচারা আজীবন অযথা বদনাম হয়ে গেল ;)

সব ছেড়ে ছুড়ে বেড়িয়ে পড়ুন ঘর হতে, জীবনে আর আছে কি? কাঁথা আর বালিশ!!!! ;)

ফাঁদ ও সমতলের বর্ষ পূর্তিতে শুভেচ্ছা আপনাকে এবং জনৈক চাঁদ সাহেবকে। :P

ভালো থাকুন সবসময়।

১৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৫৬

সোহানী বলেছেন: বরাবরের মতই অসাধারন......... আর বলতে চাই...

মাহমুদ০০৭ বলেছেন: কি কপাল লইয়া জন্মাইলাম ।
খালি দেইখাই যাইতেছি !!

বোকা ভাই খালি ঘুরে
মন হিংসায় জ্বলে পুড়ে মরে ;)

তিন বছর পূর্তির শুভেচ্ছা বোমা ভাই । :).... হিহিহি

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:১০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ দোস্ত ব্লগার। কেমন আছেন? কবে থেকে আগের মত নিয়মিত হবেন? অপেক্ষায় আছি আমরা সবাই।

এতো হিংসা ভালো না, বুঝলেন? ;) আর তিন বছর পূর্তির একটা লাইভ সাক্ষাৎকার দিয়ে পোস্ট দিয়েছিলাম।

ভালো থাকুন অসবসময়, অনেক অনেক শুভকামনা।

১৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৯

হামিদ আহসান বলেছেন: ছবি অার বর্ণনায় দারুন লাগল ....

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৩৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ হামিদ ভাই। :)

১৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৪

এহসান সাবির বলেছেন: কাশ্মীর ভ্রমনে যেতেই হয় দেখছি.......!!!

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: এপ্রিলে চলে যান, বেষ্ট টাইম টু ভিজিট কাশ্মীর। কাশ্মীর ভ্রমণ পরিকল্পনা নিয়ে পোস্ট দিব খুব শীঘ্রই।

১৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৪

এস কাজী বলেছেন: বোকা ভাই এত সুন্দর বর্ণনা দিয়ে ছবি ব্লগ উফ মনে কষ্ট ধরিয়ে দিলেন। এত সুন্দর মাশাআল্লাহ। আর কষ্ট লাগার কারন লাদাখ পর্যন্ত গিয়ে একটি বিশেষ কারনে ফিরে আসতে হয়েছিল। কাশ্মীর আর যাওয়া হয়নি। :( জানিনা আর জীবনে যাওয়া হবে কিনা। তবে ইচ্ছা আছে। পোস্ট অসম্ভব সুন্দর হয়েছে।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:১৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ কাজী সাহেব। আপনিও কিন্তু আমার দুঃখ বাড়িয়ে দিলেন। আমি যখন গেলাম, তার এক মাস আগেই লাদাখের রোড বন্ধ করে দিয়েছিল। ফলে কাশ্মীর ঘুরে সিমলা-মানালি চলে গিয়ছিলাম। ভালোই হল, আপনি লাদাখ দেখে এসেছেন, আমি কাশ্মীর। :)

ইচ্ছে আছে সময় সুযোগ হলে ২০১৭ সালে লাদাখ যাওয়ার।

ভালো থাকুন সবসময়, অনেক অনেক শুভকামনা রইল।

১৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৯

আহসানের ব্লগ বলেছেন: :) :)

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: :)

২০| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ১২:৩৬

প্রফেসর এরোনেক্স বলেছেন: অসাধারণ।

১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:২৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.