নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোকা মানুষের কথায় কিই বা আসে যায়

বোকা মানুষ বলতে চায়

আমি একজন বোকা মানব, সবাই বলে আমার মাথায় কোন ঘিলু নাই। আমি কিছু বলতে নিলেই সবাই থামিয়ে দিয়ে বলে, এই গাধা চুপ কর! তাই আমি ব্লগের সাহায্যে কিছু বলতে চাই। সামু পরিবারে আমার রোল নাম্বারঃ ১৩৩৩৮১

বোকা মানুষ বলতে চায় › বিস্তারিত পোস্টঃ

ভালবাসা\'র তৃতীয়জনা (ছোটগল্প)

২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২১



আমার মুখোমুখি বসে থাকা এই বয়স চল্লিশের মেয়েটির শ্যামবর্ণ পানপাতা গড়নের মুখের উপর কৃষ্ণবর্ণ সিল্কি চুলের খেলায় হঠাত করেই চোখ পড়ল, কাকতালীয়ভাবে আমার হেডফোনে বাজছে পার্থ বড়ুয়া’র গান... “দক্ষিণা হাওয়া ঐ তোমার চুলে, ছুঁয়ে ছুঁয়ে যায় এলোমেলো করে। কয়েকটি চুলে ঢেকে যায়, তোমার একটি চোখ”।

নয়দিনের সলো ট্যুর দিয়ে ফিরছি কর্ণাটক হতে, বেঙ্গালুরু থেকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে সকালবেলা রওনা দিয়ে দুপুরে পৌঁছেছি কলকাতা, ঘন্টা পাঁচেকের ট্রানজিট। ট্যুরের মাঝখানে মেসেঞ্জারে সবচেয়ে কাছের বন্ধুর ম্যাসেজ পেলাম, তার এক বছর বয়সী ছেলের জন্য কিছু জিনিষ কিনে আনার অনুরোধ মাখা। আমার এই ভ্রমণে কলকাতা ছিল শুধু ট্রানজিট এয়ারপোর্ট হিসেবে, কিন্তু বন্ধুর অনুরোধ বলে কথা। লাগেজ যেহেতু চেকইন করে দিয়েছি, ভাবলাম যাই একটু কলকাতা শহরে, সময়ও কাটবে, বন্ধুর অনুরোধও রাখা হবে। আর যেহেতু সময় কাটাতে যাচ্ছি, তাই ট্যাক্সি না নিয়ে বিমানবন্দরের কাছ হতে এসি বাসে করে এই প্রাচীন শহরের ব্যস্তময় রূপ আরেকবার না হয় দেখতে দেখতে চলে যাওয়া যাক। বিমানবন্দর হতে বের হয়ে বাসের কাছে গিয়ে দেখি, পুরো বাস ফাঁকা, আগের বাসটি মিনিট পাঁচেক আগেই ছেড়ে গেছে। আমি বাসে উঠে পছন্দ মাফিক একটি সিটের দুটি আসন দখল করে বসে পড়লাম। এরপর এক এক করে ধীরে ধীরে বাস ভরে উঠতে লাগল।

মিনিট দশেকের মাথায় আমার বিপরীত দিকের সিট দুটি দখল করে মেয়েটি আসন গাড়ল। সাথে একটি লাগেজ আর একটি একটু বড় সাইজের হ্যান্ডব্যাগ। লাগেজটি কোথায় রাখবে ভেবে পাচ্ছিল না দেখে আমি ইশারা করে জানালার পাশে আমার পায়ের কাছের জায়গাটা দেখিয়ে দিয়ে হিন্দিতে বললাম, “ইধার রাখখিয়ে”। গত নয়দিনে কর্ণাটকে থেকে সব কথায় হিন্দি বলার অভ্যেস হয়ে গেছে, যদিও সেখানে অনেক কম মানুষই হিন্দি বুঝে, কন্নড় ভাষায় সবাই কথা বলে।

বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, জানালার কাঁচের গা বেয়ে কেমন বিষণ্ণ অলসভাবে ফোঁটায় ফোঁটায় বয়ে নীচের দিকে নামছে। হালকা ঝাপসা হয়ে যাওয়া কাঁচের ভেতর দিয়ে বৃষ্টিস্নাত কলকাতা আদিমতা খুঁজতে মগ্ন যখন কানে লাগানো হেডফোনের গানে, হঠাত ঘড়ির দিকে তাকিয়ে দেখি প্রায় মিনিট পঞ্চাশ পেড়িয়ে গেছে, মনে হল সময়ের ঝামেলায় না আবার ফ্লাইট মিস করি। তখন সামনের মেয়ের (মেয়ে বলা যায় কি না, জানি না, ভদ্রমহিলা বলাই শ্রেয়, বয়স প্রায় চল্লিশের কাছাকাছি হবে। কত বছর বয়স হলে, মেয়েদের মহিলা বলা যায়, তা আজো নির্ধারিত হয়েছে কি না জানা নেই)দিকে তাকিয়ে ভাবছি জিজ্ঞাসা করি, ‘এসপ্লানেড পৌঁছতে আর কত সময় লাগবে?’। মজার ব্যাপার হল ঠিক তখনই উনি হ্যান্ডব্যাগ খুলতে খুলতে আমাকে জিজ্ঞাসা করল,

- “আর কতক্ষণ লাগতে পারে ধর্মতলা পৌঁছতে?”।

- “বলতে পারছি না, আসলে আমি এখানে থাকি না তো...”

- “ও... কোথায় আপনার বাড়ি? শিলিগুড়ি?”

- “নাহ, বাংলাদেশ। বেড়াতে এসেছিলাম...”

- “এসেছিলেন মানে এখন কোথায় যাচ্ছেন তাহলে?” উনি একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলেন।

- “একটু কলকাতা শহরে যাচ্ছি, সন্ধ্যের পর ঢাকার ফ্লাইট, তাই কিছু কেনাকাটা করতে নিউমার্কেট যাচ্ছি”
এরপর ভদ্রমহিলা তার ব্যাগ খুলে একটা লাঞ্চ বক্স বের করে ভেজিটেবল রাইস চামচ দিয়ে খুব যত্ন করে খেতে লাগলেন, দুপুরের খাবার। কিছুক্ষণ পর ভদ্রতা করে জিজ্ঞাসা করলাম, “আপনি কোথায় থাকেন?”

- “বহরমপুর।”

- “ও, কোথায় গিয়েছিলেন বুঝি?”

- “হ্যাঁ, ব্যাঙ্গালুরু থেকে আসলাম।” মুখ ভর্তি খাবার নিয়ে ভদ্রমহিলা উত্তর দিলেন।

- “বাহ, আমিও ব্যাঙ্গালুরু থেকেই আসলাম। কোন ফ্লাইট?”

- “জেট এয়ার। আপনার?”

- “এয়ার ইন্ডিয়া”

এরপর আর কথা চালিয়ে নেয়ার জন্য কথা খুঁজে পেলাম না। যদিও কেন জানি ইচ্ছে হচ্ছিল অনন্তকাল ধরে কথা চালিয়ে যেতে। আবার জলেভেজা কাঁচের আড়াল ভেদ করে দেখতে লাগলাম ব্যস্ত কলকাতার রাজপথ, কানে বাজছে অন্তহীন ছবির গান, “যাও পাখি বল, হাওয়া ছলছল, আবছায়া জানালার কাঁচ...”

অনেকটা সময় কেটে গেছে, কোন ফাঁকে ভদ্রমহিলা’র খাওয়া শেষ হয়ে গেছে টের পাই নি। উনার প্রশ্নে যেন আনমনা থেকে সম্বিৎ ফিরে পেলাম।

- “আপনি সাংবাদিক?”
প্রশ্নটা শুনে একটু অবাক হলাম, উত্তরে বললাম, “নাহ”

- “তাহলে লেখক নিশ্চয়ই?”

- “আরে নাহ নাহ, আমি একজন ছাপোষা হিসাবরক্ষক। আমাকে দেখে কি আপনার লেখক মনে হচ্ছে?”

- “নাহ, যেভাবে কাঁচের ভেতর দিয়ে আকাশ আর বৃষ্টিভেজা রাজপথ দেখছিলেন, আর গুন গুন করে কি যেন আবৃত্তি করছিলেন, দেখে মনে হল নির্ঘাত লেখক মানুষ।”

- “বাহ, আপনার অব্জারভেশন পাওয়ার দেখি ভয়াবহ মন্দ।” বলতেই ভদ্রমহিলা হেসে দিলেন।

- “কথাটা সুন্দর বলেছেন, কেমন একটা কমপ্লিমেন্টের মাঝে নেগেটিভিটি। বাংলাদেশের লেখক, সাংবাদিকদের কি চেনেন আপনি?”

- “না তেমন একটা না, নামে চিনি অনেককেই, কিন্তু বাস্তবে চিনি না। হাতে গোনা দুই একজন ছাড়া।”

“ও...” বলে ভদ্রমহিলা একদৃষ্টিতে চেয়ে রইলেন আমার দিকে আনমনা হয়ে। কেমন অস্বস্তি লাগছে, আমি বাইরের দিকে দৃষ্টি হেনে দিলাম। আড়চোখে দেখলাম উনি আমার দিকে তাকিয়ে কোথায় যেন হারিয়ে গেছেন।
হঠাত দেশের শীর্ষস্থানীয় পত্রিকার এক রিপোর্টার এর নাম বলে জিজ্ঞাসা করলেন, “উনাকে চেনেন?”

- “না, নাম শুনেছি, কিন্তু এরবেশী কিছু না”।

- “উনার সাথে বছরে দুয়েক আগে এই কলকাতায় পরিচয়, এরকম এক বাসে। উনিও আপনার মত বেড়াতে এসেছিলেন। খুব ভাল মনের একজন মানুষ।”
হড়বড় করে একগাদা কথা বলে গেলেন ভদ্রমহিলা। আমি শুধু হু, হা করে সাড়া দিয়ে গেলাম।

- “এরপর মাস ছয়েক আগে এসেছিলেন, আমার সাথে অনেক জায়গা বেড়িয়েছেন, শান্তি নিকেতন থেকে শুরু করে আমাদের বহরমপুর পর্যন্ত। আসলে আমরা অনেক ভাল বন্ধু হয়ে গিয়েছি এই অল্প সময়েই। কিন্তু গত মাস চারেক ধরে উনাকে ফোনে, ফেসবুকে, মেসেঞ্জারে কোথায় পাচ্ছি না। এক্কেবারে লাপাত্তা। লেখক মানুষ তো, হয়ত কোন লেখায় নিমগ্ন হয়ে ডুব দিয়েছেন।”

শেষের কথাগুলো কেমন অনুযোগ এর স্বর ছিল। এই সময়ই গাড়ীর কন্ডাক্টর হাঁক দিল, এই ধম্মতলা, কে কে নামবেন, নেমে যান। ভদ্রমহিলা ব্যাগ গুছিয়ে নিয়ে বাস হতে নেমে গেলেন, আমি তাকিয়ে রইলাম তার চলে যাওয়ার দিকে। উনি একবারের জন্যও পেছনে ফিরে তাকালেন না। আমার কাছ থেকে ভদ্রতামূলক কোন বিদায়ও না। ক্ষণিকের জন্য মনে হল আমি নিজেই সেই সাংবাদিক বা লেখক বন্ধুটি তার। ইচ্ছে হচ্ছিল নেমে গিয়ে তার হাত দুটি ধরে বলি, “আরে বোকা মেয়ে, এভাবে অভিমান করতে হয়? দেখো না, তোমাকে নিয়ে এক দারুণ উপন্যাস লিখেছি? চল তোমাদের বহরমপুর, তারপর তোমাকে পড়ে শোনাবো পুরো উপন্যাস, তোমাদের সেই দীঘির পাড়ের পাকুর গাছের বাঁধানো চত্বরে বসে।

“এসপ্লানেড...” কন্ডাকটরের রুক্ষ স্বরে হারিয়ে গেল দৃশ্যপট।

মন্তব্য ২৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৭

ইমরান হাসা৪৩২ বলেছেন:
Thanks For sharing. Its look there are new & very Formative Post Here.
Go Ahead, we are always with You. and Share More & More Updates Like This

https ও http কী? (বিস্তারিত)

১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ ইমরান, পাঠ এবং মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।

২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩৩

আহমেদ জী এস বলেছেন: বোকা মানুষ বলতে চায় ,




পথচলার মাঝেও অনেক গল্প লুকিয়ে থাকে , শুধু চোখ মেলে চেয়ে থাকতে হয় ।
সুন্দর লেখা । ভ্রমন পোস্টের চেয়েও এটাতে আলাদা একটা আকর্ষণ আছে ।

১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৫২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ আহমেদ জী এস ভাই, বরাবরের মত উৎসাহব্যাঞ্জক মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন। :)

৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪২

ওমেরা বলেছেন: খুব সুন্দর হয়েছে গল্পটা ।

১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ ওমেরা। ভাল থাকুন সবসময়।

৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫১

প্রামানিক বলেছেন: দারুণ

১৭ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ প্রামানিক ভাই। :)

৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫১

সোহাগ সালেহ বলেছেন: আহা বেচারা মহিলাটি (?) (নাকি মেয়েটি?) লেখকের মত আমিও confused!! সে যদি জানতো যে আপনিই সেই লেখক! বেচারা কতই না খুশি হতো

লেখকের উদ্দেশ্যে একটা প্রশ্ন, মেয়েটি আপনার চেহারা ভুললো কি করে! সে তো আগেও আপনাকে দেখেছিলো। আপনার সাথে গল্প করেছিলো। তাহলে আপনাকে দেখেও সে চিনতে পারলো না! ব্যাপারটা একটু অদ্ভুতই বৈকি!

১৭ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আপনি কোথাও বুঝতে ভুল করছেন। আমি সেই লেখক না, আমি শেষবেলায় নিজেকে সেই লেখকরূপে কল্পনা করেছি। যদি সময় হয় আরেকবার শেষাংশটুকু পড়ার অনুরোধ রইল।

মন্তব্য এবং পাঠে ভাললাগা জানবনে।

৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০১

মনিরা সুলতানা বলেছেন: অনেকদিন পর এলাম .....
গল্পে ফিরছি ।

১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:২৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আমিও অনেকদিন পর...পর ফিরি, আবার হারাই... ইচ্ছে হয় খুব নিয়মিত হতে, কিন্তু সময় সুযোগ মিলে ব্যাটে-বলে হচ্ছে না একদম...

৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪৯

মনিরা সুলতানা বলেছেন: বেশ উদোর পিন্ডি বুধোর ঘাড়ে গেলো !

১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৪২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আর বলিয়েন না আফা... :P

=p~ =p~ =p~

৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:১৮

সুমন কর বলেছেন: কেমন আছো, বন্ধু? গল্প ভালো লাগল।

১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:০১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: কেমন আছি নিশ্চয়ই বুঝা যাচ্ছে, উত্তর দেয়ার বিলম্ব দেখে। তবু, দিন খারাপ যাচ্ছে না, তবে ব্লগটাকে অনেক মিস করি।

ভাল থাকা হোক সকলের, সবসময়।

৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:১৩

সচেতনহ্যাপী বলেছেন: মনের অব্যাক্ত কথাগুলি আর বলা হলো না "পরিচিত স্থান" গুলিরও মাঝে।।

১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: হা হা হা... বলে ফেলা উচিত ;)

১০| ২৯ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩৮

আমি তুমি আমরা বলেছেন: প্রতিটা দৃশ্যের মাঝেই গল্প লুকিয়ে থাকে, সবার সেই গল্প গুছিয়ে বলার ক্ষমতা থাকে না, আপনি পেরেছেন।

ভাল লেগেছে।

২০ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:০৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। জানি না আসলেই এমন কমপ্লিমেন্ট এর মত যোগ্য লেখা লিখতে পেরেছি কি না। তবুও মনটা ভাল হয়ে যায় এমন মন্তব্য পেলে, ইচ্ছেরা চেপে বসে লেখালেখি করার জন্য।

অনেক অনেক শুভকামনা।

১১| ০৩ রা নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫৫

দৃষ্টিসীমানা বলেছেন: আপনার লেখার মাঝে ধরে রাখার শক্তি আছে , আপনাকে নিয়ে আশা করা যায় , চলার পথ কণ্টক মুক্ত হোক ।

২০ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৫০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ আপু, অনেকদিন ব্লগে আসা হয় না। আপনাদের এমন উৎসাহব্যাঞ্জক মন্তব্য পেলে লেখার উৎসাহ জাগে মনে।

ভাল থাকুন প্রতিদিন, প্রতিক্ষণ।

১২| ১৭ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০২

গেম চেঞ্জার বলেছেন: আহা: জিবনটা অপুর্নই থেকে গেল!! ;)


B-))

২০ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আহালে গীবন... .. .
আহারে গেমু ভাই!!!

=p~ =p~ =p~

১৩| ২৩ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: ছুঁতে ছূঁতে হারিয়ে গেল - -
ঘনঘোর আধিঁয়ারা বর্ষাল না জল
হায় জীবন!
কেন এত ছল?

ভাল লাগা অনেক :)

+++++


২৩ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ছুঁতে ছূঁতে হারিয়ে গেল - -
ঘনঘোর আধিঁয়ারা বর্ষাল না জল
হায় জীবন!
কেন এত ছল?
করে অবিরল,
কেন সখী বল?
ছুঁতে ছূঁতে হারিয়ে গেল - -
ঘনঘোর আধিঁয়ারা বর্ষাল না জল।।

:) ধন্যবাদ :)

১৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫০

নীল আকাশ বলেছেন: শুভ সন্ধ্যা,
কথা দিয়েছিলাম আপনার বাসায় আসব!
আমি গল্প পড়তে পছন্দ করি! আপনি গল্প লিখবেন আর আমি পড়ব না সেটা হয় নাকি!
ছোট গল্পের যাবতীয় রসদ এখানে, শেষ হয়েও হলোনা শেষ! নায়িকার আরেকটু রূপ মাধুর্য দিলে পাঠকরা বেশ কিন্তু মজা পেত! :P

ঠিক আপনার মতো একই কাজ করেছিলাম আমি ২০০৯ এ। ব্যাঙ্গালুরু থেকে ফিরার সময় কলিকাতায় ট্রানজিট ওয়েট টাইম ৩ ঘন্টা দেখে আমিও এয়ারপোর্ট থেকে বের হয়ে এসে শপিং করে ফিরে এসেছিলাম।

কিছু মনে না করলে একটা কথা বলতাম! কথোপকথনের শুরুতে হাইফেন দিয়ে শুরু করলে কেমন হতো!

গল্পের নায়িকা আর নায়কের নাম নেই, বুদ্ধিটা ভালোই লাগল! একবার ট্রাই করে দেখতে হবে!

পরের বার এইখানে গেলে এই নায়িকাকে পেলে বলে দিব, উনি কিন্তু ভালো একজন লেখকও, সেদিন শুধুই লজ্জায় নিজেকে ছাপোষা হিসাবরক্ষক বলে পরিচয় দিয়েছেন! ;)

ধন্যবাদ এবং শুভ কামনা রইল!


০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ নীল আকাশ, সময় করে আমার পুরানো লেখা পাঠ এবং সুচিন্তিত মন্তব্যের জন্য।

ভাল থাকুন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.