নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন বোকা মানব, সবাই বলে আমার মাথায় কোন ঘিলু নাই। আমি কিছু বলতে নিলেই সবাই থামিয়ে দিয়ে বলে, এই গাধা চুপ কর! তাই আমি ব্লগের সাহায্যে কিছু বলতে চাই। সামু পরিবারে আমার রোল নাম্বারঃ ১৩৩৩৮১
তোমায় নিয়ে কতদিন লিখি না, মহারাণী!
দিন যায়, যায় রাত, মাসের পর মাস,
তুমি থাকো হৃদয় কোণে,
সংগোপনে,
অহর্নিশ বেজে যাও প্রতিটি হৃদস্পন্দনে।
রোজ ভাবি, লিখবো আজ, লিখবোই তোমায় নিয়ে। কিন্তু সেই লেখা আর হয়ে উঠে না।
মহারাণী! তোমায় নিয়ে লিখবো বলে...
নির্ঘুম রাত শেষে ঊষা লগ্নে বসলাম যখন তোমায় নিয়ে আবার লিখবো বলে, বেহায়া ঘুমের ফিরে ফিরে আসে। ছাইপাশ কত কিছু লিখে যাই, লেখা হয় না তোমাকে নিয়ে। সকালের নাস্তা শেষে ধুমায়িত চায়ে চুমুক দিতে দিতে কলম ধরি, স্মরণ করি তোমায়, আর তোমার আমার স্মৃতিগুলোকে, তোমায় নিয়ে লিখবো বলে। বারান্দায় ঘুরে বেড়ায় ছোট্ট চড়ুই, তাকে দেখে দেখেই হয়ত বেলা কেটে যায়, হয় না লেখা নিয়ে তোমায়। তোমায় নিয়ে কতদিন লিখি না, মহারাণী!
মহারাণী! তোমায় নিয়ে লিখবো বলে...
মধ্য দুপুরে ব্যস্ত সড়কে অথবা বাদুড়ঝোলা হয়ে যখন বাসে করে যাচ্ছি আমি, তখনও ভাবি আজ লিখবো তোমায় নিয়ে। ক্লান্তিরা সব ভুলিয়ে দেয় আমায়, লেখার কথা যে তোমাকে নিয়ে। আজ কত দিন হল, লিখি না তোমায় নিয়ে কোন গল্পকথা। পড়ন্ত দুপুরে, মৃদুলয়ে যবে বাজে চৌরাসিয়া অথবা জগজিৎ কেঁদে যায় আমার উঠোনে; তখনও ভাবি এই তো বেলা, তোমায় নিয়ে লেখার। সুরের মদিরায় বুঁদ হয়ে মাতাল আমি অতলে হারাই, হারাও তুমি আর তোমার গল্পগুলো। হয় না লেখা তোমায় নিয়ে। তোমায় নিয়ে কতদিন লিখি না, মহারাণী!
মহারাণী! তোমায় নিয়ে লিখবো বলে...
মিষ্টি বিকেলে, হাসনাহেনা অথবা দোলনচাঁপা নয়ত বাগান বিলাসের মাঝে যখন হেঁটে বেড়াই ঝিরিঝিরি হাওয়া মেখে অলস বদনে; ভাবি তোমায়, তোমায় নিয়ে কত কথা এসে হানা দেয় নিউরনের অলিগলিতে; ঘরে ফিরি তোমায় নিয়ে লিখবো বলে। হয় না লেখা শেষ বিকেলের কণে দেখা রোদের মাঝে দেখা অপরূপা তোমাকে নিয়ে; অথবা সন্ধ্যে লগণে সর্পিল কোন নদী তীরে; খোলা চুলে খালি পায়ে হেঁটে যাওয়া তুমি আমি আর আমাদের গল্প। রাতের নিয়ন আলোয়, এই শহরে হেঁটে যাওয়া অথবা হুড ফেলে দিয়ে রিকশায় তুমি আমি; আমাদের খুনসুটিগুলো, নির্বাক চেয়ে থাকার ক্ষণগুলো আরও কত কি। হয় না লেখা তোমায় নিয়ে জমে থাকা গল্পগুলো। তোমায় নিয়ে কতদিন লিখি না, মহারাণী!
মহারাণী! তোমায় নিয়ে লিখবো বলে...
তবু রোজ স্বপ্ন দেখি,
মহারাণী! তোমায় নিয়ে লিখবো বলে...
মহারাণী'র কেচ্ছা সিরিজের গল্পসকলঃ
মহারাণী'র রক্তদান এবং একটি অঘটিত রিকশা ভ্রমণ... (মহারাণী'র কেচ্ছা - ০৮)
মহারাণী'র বাসন্তী ভালবাসা (মহারাণী'র কেচ্ছা - ০৭)
মহারাণী'র স্মার্টফোন (মহারাণী'র কেচ্ছা - ০৬)
মহারাণী'র বৃষ্টি বিলাস... অতঃপর পানিবন্দী মহারাণী (মহারাণী'র কেচ্ছা - ০৫)
অর্থহীন অভিমান (মহারাণীর কেচ্ছা - ০৪)
আহা রঙ, আহারে জীবন (মহারাণী’র কেচ্ছা - ০৩)
ক্যানে পিরীতি বাড়াইলিরে... (মহারাণী’র কেচ্ছা - ০২)
মহারাণীর কেচ্ছা - ১ (ছোট গল্প)
০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:২২
বোকা মানুষ বলতে চায় বলেছেন: আপনার মন্তব্যের পরে লক্ষ্য করলাম "মহারাণী" বানানটা অনেক পর্বেই বহুবার "মহারানী" আকারে এসেছে। সবকয়টি পর্বে বানান ঠিক করে এখন "মহারাণী" করে দিয়েছি
অনেক ধন্যবাদ নুর সাহেব। ভাল থাকুন সবসময়।
২| ৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৭
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ ভাই।
৩| ৩১ শে জানুয়ারি, ২০১৯ ভোর ৪:৪৩
এম এ কাশেম বলেছেন: সুন্দর ।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৫
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ।
৪| ৩১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৮
মোঃ ফখরুল ইসলাম ফখরুল বলেছেন: মহারাণী মহারাণীমহারাণী মহারাণী মহারাণীমহারাণী মহারাণী
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৬
বোকা মানুষ বলতে চায় বলেছেন:
৫| ৩১ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২২
অর্থনীতিবিদ বলেছেন: বলতে বলতেই মহারাণীকে নিয়ে একটা পোস্ট দিয়ে ফেলেছেন।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৫
বোকা মানুষ বলতে চায় বলেছেন: কি আর করার, মহারাণীকে নিয়ে যে লিখতে পারছি না
৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৪২
মনিরা সুলতানা বলেছেন: মহারাণী ! কে নিয়ে তো মহাকাব্য রচিত হচ্ছে।
চমৎকার।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:২৩
বোকা মানুষ বলতে চায় বলেছেন: তা আর হচ্ছে কই? আর হচ্ছে না বলেই তো এই পোস্টের অবতারণা।
ধন্যবাদ মনিরা সুলতানা আপু। কেমন আছেন? আশা করি ভাল। ভালো থাকুন সবসময়।
৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৩
আখেনাটেন বলেছেন: এবার মহারাণীকে নিয়ে লিখেই ফেলুন না। আমরাও পড়ি.....
ভালো লিখেছেন।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:১০
বোকা মানুষ বলতে চায় বলেছেন: কোন একটা কারণে মহারাণীকে নিয়ে লিখতে পারছি না, তবে লিখবো আবার অদূর ভবিষ্যতে।
ধন্যবাদ আখেনাটেন ভ্রাতা, ভাল থাকা হোক সবসময়।
৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:২৭
আমি তুমি আমরা বলেছেন: মোবাইল থেকে প্রথম পড়েছিলাম লেখাটা, তখন ভেবেছিলাম কবিতা। আজকে ডেস্কটপ সাইটে ঢুকে দেখি গদ্য।
মহারানীকে নিয়ে আরো অনেক লেখা আসুক, চলতে থাকুক কাব্যময় এই গদ্যের ট্রেন ...
১২ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১৬
বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ ভ্রাতা। মহারাণী'কে নিয়েই শুধু নয়, ইদানীং কোন কিছু নিয়েই লেখা হচ্ছে না। আশা করি এই নতুন বছরে, ২০২০ সালে ব্লগে নিয়মিত লিখবো।
ভাল থাকুন সবসময়, শুভকামনা জানবেন।
©somewhere in net ltd.
১| ৩০ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২৬
রাজীব নুর বলেছেন: মহারানী মহারাণী! হয়ত কোন এক অভিলাষী!