নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন বোকা মানব, সবাই বলে আমার মাথায় কোন ঘিলু নাই। আমি কিছু বলতে নিলেই সবাই থামিয়ে দিয়ে বলে, এই গাধা চুপ কর! তাই আমি ব্লগের সাহায্যে কিছু বলতে চাই। সামু পরিবারে আমার রোল নাম্বারঃ ১৩৩৩৮১
মাধবী অনেক ভেবে ঠিক করতে পেরেছে যে, মবিনের পাশে শ্যামলা মাঝারি উচ্চতার হালকা পাতলা গড়নের মেয়েকেই মানাবে। টানা টানা কাজল কালো চোখ, যেখানে যত্ন করে আঁকা থাকবে কাজলরেখা। ঘন কালো ঈষৎ কোঁকড়ানো দীঘল কেশ, পিঠময় ছড়িয়ে হাতে কাঁচের চুড়ির রিনিঝিনি শব্দ তুলে তাদের ঘরময় ঘুরে বেড়াচ্ছে মেয়েটি। মাধবী যেন নিজ চোখে দেখতে পাচ্ছে। মবিন মেয়েটির কোলে মাথা রেখে চোখ বুজে শুয়ে আছে, মেয়েটির কেশরাশি দিয়ে ঢেকে রেখেছে নিজের পুরো মুখখানি। গুণগুণ করে কিন্নর কন্ঠে গেয়ে চলেছে মবিনের প্রিয় গানগুলি। মাধবীর মনে হল তার চোখের কোণে পানি জমেছে। কিন্তু হাত দিয়ে সে ধরে দেখতে পারছে না, পাছে যদি সবে দেখে ফেলে। কিন্তু এই ঘরে তো মবিন ছাড়া আর কেউ নেই। আর আছে তীব্র এক গন্ধ।
গন্ধটা কেমন অদ্ভুত মনে হচ্ছে। বেলীফুলের নির্যাসে কাঁচা মেহেদী মিশালো যে ধরনের গন্ধ হবে অনেকটা সেরকম। প্রতিটি নিঃশ্বাসে শীতল অনুভূতি নিয়ে দেহের গভীর হতে গভীরে মিশে যাচ্ছে সেই গন্ধ। যদিও মাধবীর টের পাওয়ার কথা নয় এসব। গত দিন সাতেক ধরে সে আইসিইউ’তে আছে। তার শ্বাস-প্রশ্বাস চলছে কৃত্রিম উপায়ে। তবুও সে এই গন্ধটা অনুভব করছে খুব তীব্রভাবে। যেন শরীরের প্রতিটি কোষে কোষে ছড়িয়ে পড়ছে অদ্ভুত তীব্রতা নিয়ে এই গন্ধটুকু। তার সাথে চারিদিকে নীলাভ একটা জগত। যে জগত মবিন ঘুরে বেড়াচ্ছে, একটা নয়, অনেকগুলো মবিন। তারা একজন যখন মাধবীর সাথে কথা বলছে, অন্যরা তখন ঘুরে বেড়াচ্ছে তার চারিপাশে। কেউ বা বসে আছে একমনে তার দিকে চেয়ে। কেউ তার মাথায় হাত বুলাচ্ছে। প্রতিটি মবিনকেই তার সত্যি মনে হচ্ছে, একসাথে সবকয়টা মবিনকে।
মনে করো যদি সব ছেড়ে হায়
চলে যেতে হয় কখনো আমায়
মনে রবে কি রজনী ভরে
নয়ন দুটি ঘুমে জড়াতে নিশি রাতে
কে গান শুনাতো।।
মাধবী মাঝে মাঝে ঘুমে তলিয়ে যায়, কেন যে এত ঘুম পায় আজকাল। মনে করতে পারছে না, সেই কতকাল ধরে সে শুয়ে আছে, এই অদ্ভুত নীলসমুদ্রে। মনে হয় স্বচ্ছ নীল জলের অতলে সে অনন্তকাল ধরে শুয়ে আছে। আর এই জগত সংসার তার চারিপাশে বয়ে বেড়াচ্ছে। এই তো মনে হল সেই শৈশব এর পাঠশালার মেঠো পথে সে দুই বিনুনি দুলিয়ে হেঁটে যাচ্ছে, হঠাৎ করেই আবার হয়তো চলে আসে তাদের ড্রইং রুম, মবিন শুয়ে শুয়ে পত্রিকা পড়ছে। ওকে রাগিয়ে দিতেই হুট করে পত্রিকা কেড়ে নিল। অথবা সন্ধ্যে বেলা চায়ের মগ হাতে হেঁটে বেড়াচ্ছে মাধবী, বাবার বাড়ির দোতলার ছাদে; সন্ধ্যে হয়ে গেছে, ধাড়ি মেয়ে খোলা চুলে কেন ছাঁদে ঘুরে বেড়াচ্ছে... এই চিন্তায় মায়ের ডাকাডাকি।
গন্ধের তীব্রতায় মাথা ঝিম ধরার মত হয়, তখন কোন অতলে যেন হারিয়ে যায় মাধবী। সেই হারানো অতলে আবার দেখা দেয় মাধবী। বাচ্চাদের মত করে তার কোলে মাথা রেখে হুহু করে কাঁদছে মবিন; কান্না সামলে নিতে না পেরে কেঁপে কেঁপে উঠছে ক্ষণে ক্ষণে। বড্ড ছেলেমানুষ মবিন, এতটুকুতেই অস্থির হয়ে যায়। কোন প্রেশার নিতে পারে না, সহজেই বাচ্চাদের মত ভেঙ্গে পড়ে। মাধবী তার জীবনে এসে ছায়া হয়ে আগলে রেখেছিল। ব্যবসা হতে বাসা, যে কোন সমস্যায় মবিনের আশ্রয় ছিল মাধবী। কিন্তু মাধবী চলে গেলে কি হবে মবিনের? তাই তো মাধবী মনে মনে ভেবে যায় মবিনের জন্য নতুন একটা মেয়ে; যে তার মত আগলে রাখবে মবিন’কে। মবিনের জীবনে কখনো মাধবীর অভাব অনুভব করতে দিবে না। বেয়াড়া ঘুমেরা ফের সুতো কেটে দেয় মাধবীর ভাবনাগুলোর। আর ভাবনার সুতো!
তোমারি পথে ফুল ছড়ায়ে
কাঁটাগুলি কে দিতো সরায়ে।
হৃদয় ভরা মাধুরী নিয়ে
সাথে থেকে কে আশা জাগাতো।।
মেনে নেয়া আর মানিয়ে নেয়া, এই দুয়ের মাঝে দোদুল্যমান থেকে কখন যেন সম্পর্কের সুতোটা ছিড়ে যায়; কিন্তু সব সময় কি তাই হয়? জানা নেই। মাধবী বিনা মবিনের জীবন কেমন হবে মাধবী মাঝে মাঝে তাই ভাবে। চারিপাশে মাঝেমাঝে এপ্রন পরিহিত ডাক্তার-নার্স দেখে, দেখে তাদের উদ্বিগ্ন চাহনি; বুঝতে পারে সময় খুব অল্প, চলে যেতে হবে অজানা সেই ঠিকানায়; যেই ঠিকানা তাকে ডেকে চলেছে প্রতিনিয়ত। মাধবীর মাঝে মাঝে অনুভূতিগুলো ফিরে আসে নীল জগত ভেদ করে। তখন মনে হয়, মাধবী বিনে মবিন কিভাবে বেঁচে থাকবে? মবিনের জন্য এ কতটা অসম্ভব তা মাধবী বিনে আর কেই বা জানে। দিন শেষে বাসায় ফিরে মাধবীর কাছে ছোট্ট শিশুটি হয়ে আশ্রয় খোঁজা মবিন আজ কার কাছে আশ্রয় খুঁজবে? তাইতো প্রায় সময়ই মাধবীর কেটে যায়, মবিনের জন্য কল্পনায় নতুন এক জীবনসাথী’র খোঁজে। আচ্ছা মবিন কি সেই মেয়ের হাতের রান্না মুখে দিতে পারবে? বিয়ের পর থেকে মাধবীর রান্না ছাড়া মবিন খেতেই পারে না। কোথাও দাওয়াতে গেলেও বাসায় এসে সে মাধবীর রান্না করা খাবার না খেয়ে ঘুমাতে পারে না।
তোমারি নামে দিনেরও শেষে
দীপ জ্বালাতো কে ভালোবেসে
ছিল জীবনে হাসি হয়ে কে
ব্যাথা হয়ে কে ব্যাথা রাঙ্গাতো।।
মবিনের সব কথার আশ্রয় যে মাধবী। তার প্রতিটি সুখের কথা, দুঃখের অধ্যায় মাধবীর আঁচলে সপে না দিলে যে পূর্ণতা পায় না। সেই পূর্ণতা কে দেবে মবিন’কে; মাধবী চলে যাওয়ার পর? মাধবীর চারিপাশে হুট করেই আবার মবিনেরা ঘুরপাক খাওয়া শুরু করেছে। একটা মবিন বিয়ের সাজে চুপটি করে বসে আছে। মাধবীর সাথে চোখাচোখি হতেই লজ্জা পেয়ে মুখ ঘুরিয়ে নিল, আহ কি লাজুক ছেলেরে। এই পাশে আবার বাজার হাতে ঘেমে নেয়ে একাকার আরেক মবিন তার দিকে অবাক হয়ে তাকিয়ে। এই অসময়ে তাকে শুয়ে থাকতে দেখে অবাক হয়েছে বুঝি। মাধবী নিজেও লজ্জা পেয়ে গেল। ধরমর করে বিছানা ছেড়ে উঠতে গিয়ে অবাক হল। বিছানায় শুয়ে থাকা এই দেহ আর তার নেই, সে শত চেষ্টা করেও দেহটাকে নাড়াতে পারছে না। তবে কি, দেহটাও শেষ অবধি তার রইলো না আর...
==============================================================================
উৎসর্গঃ প্রিয় ব্লগার প্লাবন২০০৩
==============================================================================
গানটি শুনি আরকবারঃ
==============================================================================
শিল্পীঃ চিত্রা সিং
সুরকারঃ জগজিৎ সিং
গীতিকারঃ শ্যামল গুপ্ত
==============================================================================
পুরো লিরিক্সঃ
মনে কর যদি সব ছেড়ে হায়
চলে যেতে হয় কখনো আমায়
মনে রবে কি রজনি ভরে
নয়ন দুটি ঘুমে জড়াতে নিশি রাতে
কে গান শুনাতো।।
তোমারি নামে ফুল ছড়ায়ে
কাটা গুলো কে দিতো সরায়ে
হৃদয় ভরা মাধুরী নিয়ে
সাথে থেকে কে আশা জাগাতো।
মনে কর যদি সব ছেড়ে হায়
চলে যেতে হয় কখনো আমায়
মনে রবে কি রজনি ভরে
নয়ন দুটি ঘুমে জড়াতে নিশি রাতে
কে গান শুনাতো।।
তোমারি নামে দিনের ও শেষে
দ্বীপ জালাতো কে ভালোবেসে
ছিল জীবনে হাসি হয়ে কে
ব্যাথা হয়ে কে ব্যাথা রাঙ্গাতো।
মনে কর যদি সব ছেড়ে হায়
চলে যেতে হয় কখনো আমায়
মনে রবে কি রজনি ভরে
নয়ন দুটি ঘুমে জড়াতে নিশি রাতে
কে গান শুনাতো।।
==============================================================================
এই সিরিজের আগের গল্পগুলোঃ
আহা জীবন (অনুগল্প) (গান-গল্প ০১)
শুধু তোমায় ভেবে ভেবে (অনুগল্প) (গান-গল্প ০২)
আমার বাংলাদেশ (অনুগল্প) (গান-গল্প ০৩)
এই সিরিজ সম্পর্কে লেখকের কথাঃঅনেকদিন ধরেই ইচ্ছে ছিল খুব প্রিয় কিছু গানের লিরিকের ছায়ায় ছোট গল্প লেখার। অনেক প্রিয় গান আছে, যেগুলোকে মন চায় গল্পে পরিণত করতে। কিন্তু পটভূমি কি হবে তা ঠিক করা মুস্কিল। কেননা গানগুলো হয় এমন যে, নানান আঙ্গিক থেকে তাকে বিচার করা যেতে পারে। একটা গান, ভিন্ন ভিন্ন অনুভূতি নিয়ে ধরা দেয় ভিন্ন ভিন্ন মানুষের কাছে। কিন্তু কোনটিই হয়ত মিথ্যে নয়। আমি আমার আঙ্গিকে সাজালাম গানের কথা’র ছায়ায় এই গল্পটি। ভিন্নমত বা পরামর্শ থাকলে শেয়ার করতে ভুলবেন না কমেন্টে। অনেকদিন গল্প লিখি না, হুট করে সন্ধ্যের পর বসলাম লেখাটি লিখতে। টানা লিখে পোস্ট করা, তাই খুব বেশী মন্দ হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই। আর গানটি সম্পর্কে কিছু তথ্য আগ্রহী পাঠকদের জন্য নীচে তুলে ধরা হল।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৩৫
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ।
২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৮
নীল আকাশ বলেছেন: ভাই,
আজকে প্রথম আপনার লেখা পড়লাম এবং সাথে সাথেই মুগ্ধ হলাম।
কি চমৎকার শব্দের গাঁথুনী! মেয়েদের মানবিক অনুভূতি গুলি কি চমৎকার ভাবেই না তুলে ধরেছেন। শিখার কত কিছুই না আছে এই জীবনে...................
ভাই, হাঁতে না হয়ে হাতে হবে। এটাই শুধু ঠিক করে দিন। কয়েকটা জায়গায় এসেছে।
আমি ঠিক জীবনের এই সময়টা নিয়েই একটা গল্প লিখছিলাম। আপনার লেখাটা বেশ কাজে দিবে।
কিছু কিছু লাইন মনের একদম ভিতর থেকে ছুঁয়ে গেল।
লেখার ভিতরে গান দেয়াটা বেশ লেগেছে। আমিও বেশ কয়েকটা লেখায় এই কাজটা করেছি।
একরাশ শুভেচ্ছা আর ধন্যবাদ অবশ্যই আপনার পাওনা, মন থকে বলছি।
সময় নিয়ে আপনার বাকি লেখা গুলিও পড়ব। বেশ আগ্রহ পাচ্ছি। এই ধরনের লেখা খুব কম ব্লগে................
অসংখ্য ধন্যবাদ এবং আপানর জন্য শুভ কামনা রইল!
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:৫৩
বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। কত কিছু যে লিখতে মন চায়, কিন্তু বাস্তবতা হল আমি লেখক নই। সুযোগ আর ইচ্ছের খপ্পরে পড়ে যা মন চায় লিখে ফেলি।
পাঠ এবং মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন, ভাল থাকুন সবসময়।
৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৯
নীল আকাশ বলেছেন: ছবিটাও চমৎকার হয়েছে। লেখার সাথে খুব মিল আছে।
ধন্যবাদ।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৬
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ ভাই, আসল কথা বলি, ছবিটা গুগল করে চুরি করা
৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২৯
সুমন কর বলেছেন: চমৎকার বর্ণনা এবং গল্প। অনেক দিন পর, আবার সিরিজের গল্প পেলাম। +।
* বন্ধু, তোমার ভ্রমণ পোস্টগুলোতে পরে যাবো।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৪
বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ বন্ধু, কেমন আছো? চেষ্টা করছি আগের মত নিয়মিত হতে; দেখা যাক কতদূর পারা যায়।
৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৩২
করুণাধারা বলেছেন: চমৎকার গল্প পড়লাম। মনে পড়ে গেল, প্লাবন ০০৩ তার স্ত্রীর হাত ধরে আইসিইউতে বসে ছিলেন, সেই বর্ণনা........
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৬
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ করুণাধারা। প্লাবন ভাই দেখি এখন অনিয়মিত ব্লগে। উনার স্ত্রীর সেই প্রস্থান আজও মনকে আদ্র করে।
৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৪৮
সোহানী বলেছেন: অনেকদিন পর নিজরুপে ফিরে আসছো দেখে ভালোলাগছে দোস্ত ব্লগার।
ভালোলেগেছে এ কথাটি লিখতে চাইনা। তুমি জানো যে আমি তোমার লিখার ভক্ত।
বাকিগুলো পড়তে গেলাম। আর হাঁ, আমার পুরোনো পোস্ট পড়ার দরকার নেই কষ্ট করে........হাহাহাহাহা।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:২৯
বোকা মানুষ বলতে চায় বলেছেন: নাহ তো, এটা তো জানতাম না!!! তুমি আমার লেখার ভক্ত.... তাহলে এতো দিন ব্লগে অনিয়মিত থাকা অন্যায় হয়ে গেছে
আর পুরোনো পোস্ট প্রসঙ্গে বলিব... ১০০... ২০০... ৩০০...
৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৬
আখেনাটেন বলেছেন: আপনার লেখায় কবিতার মতোই একটি ছন্দ আছে।
অসাধারণ।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪৭
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ আখেনাটেন, ভাল থাকুন সবসময়।
৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!
ভ্রমন প্রিয় বোমাবচা ভাইর আরেক অনিন্দ্য রুপের সাক্ষাৎ পেলাম গল্পে!
প্লাবন ভায়াকে মিস করছি দীর্ঘদিন। স্মরনে আনায় ধন্যবাদ ভায়া
ভাল লাগা রইল একরাশ। আর গানটাতো একেবারে কইলজার ভিত্রে লাগে ইরাম
+++++++++
১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪২
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ ভৃগু দা৷ এই সিরিজে আগেও তো লিখেছিলাম, পড়া হয় নাই? মিস করে গেছেন নিশ্চয়ই..
আমি তো সবাইকে মিস করেছি এতো দিন। তাই এবার জোর করেই ফিরে এলাম, নিজকে নিজে বুঝিয়ে।
৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৯
নীল আকাশ বলেছেন: ধন্যবাদ ভাই, আসল কথা বলি, ছবিটা গুগল করে চুরি করা
আমরা সবাই গুগল মামা কি দিয়ে ছবি চুরি করি!
ঐ মামা না থাকলে প্রতি পোস্টে আর কাউকে ছবি দিতে হতো না..............
১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:১৬
বোকা মানুষ বলতে চায় বলেছেন: হাহ হা হা...
১০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৩
ওমেরা বলেছেন: হায় আল্লাহ ! বোকা মানুষ কত্ত সুন্দর একটা গল্প উপহার দিয়েছে !!
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৩১
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ইয়া আল্লাহ!! তাইতো.... কত্ত মজার ব্যাপার তাই না
১১| ১৯ শে জুলাই, ২০২০ দুপুর ১২:৫১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
গান থেকে গল্প সুন্দর আইডিয়া।+++
২৯ শে জুলাই, ২০২০ দুপুর ১২:২৮
বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ মাইদুল সরকার ভাই। ভাল থাকুন সবসময়।
১২| ২২ শে জুলাই, ২০২১ রাত ৯:১৪
নিয়াজ মোর্শেদ বলেছেন: Good.
©somewhere in net ltd.
১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৪
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।