নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন সুখী মানুষ। বেঁচে থাকাকে অনুভব করি। সুখ খুজে পাই নিত্য নতুন জায়গাতে ভ্রমন করতে আমার প্রিয় মটর বাইক নিয়ে। আমার ভ্রমন ব্লগঃ http://www.hassantanvir.wordpress.com

হাসান মাহমুদ তানভির

একপলক নীল আকাশ

হাসান মাহমুদ তানভির › বিস্তারিত পোস্টঃ

ঘুরে আসুন নেপাল (শেষ পর্ব)

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৪





(১ম পর্ব)



শেষ করার আগে

এছাড়াও হাতে অবারিত সময় থাকলে ঘুরে আসুন চিতোয়ান ন্যাশনাল পার্ক। চিতোয়ান অন্য একটা শহরে। হাতির পিঠে চড়ে পার্কে ঘুরে বেড়ানোর সময় চোখে পড়ে যেতে পারে বিরল প্রজাতির এক শিংওয়ালা গণ্ডার, জলহস্তি, চিতাবাঘ, এমনকি রয়েল বেঙ্গল টাইগার। এসব বন্যপ্রাণীর মাঝে কাটিয়ে আসতে পারেন ২ রাত। এই সময় টা খুব গরম বলে জাইনি আমি।















পর্যটকরা বেশি ভিড় করেন শহরের কেন্দ্র থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে বিমানবন্দরের কাছের পশুপতিনাথ মন্দিরে। এই মন্দির দেখতে যেমন সুন্দর, তেমনি হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র। আর শহরের প্রায় ৩ কিলোমিটার পশ্চিমে আছে বৌদ্ধদের সবচেয়ে বড় শম্ভুনাথ মন্দির



কাঠমান্ডু শহর আর তার আশপাশে দেখার মতো জায়গা আছে অনেক। পুরনো এলাকা ললিতপুর ও ভক্তপুরে দেখবেন দরবার স্কয়ার।



হিমালয়ের শৃঙ্গগুলো দেখার জন্য নাগরকোটের চেয়েও ভালো পুরনো নগরী ধুলিখেল। এটি কাঠমান্ডু উপত্যকার বাইরে আরেক জেলা শহর।



এছাড়াও আছে নেপালের তাজমহল। স্থাপনাটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৪ হাজার তিনশ ফুট উচ্চতার শহর নেপালের দার্জিলিংখ্যাত তানসেনে।



নেপাল এর ব্যাপারে আরো কয়েকটি কথা



# খুব পরিচ্ছন্ন একটি দেশ। বিশেষ করে টুরিস্ট স্পট গুলো। কোথাও কিছু পড়ে নেই। রাস্তার পাশে প্রসাব করার তো প্রশ্নই আসে না। অনেক জোন আছে “প্লাস্টিক ফ্রি”

# মানুষ খুব সাদাসিধা, সাহায্য প্রবন ও বন্ধু বতসল।

# সবাই খুব আইন মেনে চলে। (ট্র্যাফিক আইন সহ।)

# মানুষ যেমন পানি খায় – এরা ভাতের সাথে খায় মদ, ওয়াইন ইত্যাদি। মুদি দোকানেও বিয়ার ইত্যাদি পাওয়া যায়।

# টুরিস্ট দের এরা অনেক উঁচু চোখে দেখে। কোন ক্ষতি হতে দেয় না।

# দেশ টাই মনে হয় যেন টুরিস্ট দের জন্য তৈরি।

# ক্যাফে, রেস্টুরেন্ট এ এত মজার মজার বিচিত্র নানা রকম খাবার পাওয়া যায়, আংগুল চাটতে থাকবেন।

# দামঃ কোকঃ হাফ লিটারঃ ৫০ রুপি, চাঃ ৩০ রুপি (তবে চা খুব ভালো হয়)

#নেপালে গরু মারা আর মানুষ মারা একি কথা।

#নেপালি মেয়েরা পরনে কোনো ওড়না ব্যবহার করেনা। টপস, সঙ্গে জিনস। আর মেয়েরা এত বেশি বাইক (স্কুটি) চালায়- বলার মত না। দেখতে বেশ লাগে। মাথায় হেলমেট, হাতে গ্লাভস, পরনে জিন্স , চোখে কালো গ্লাস – ছুটে যাচ্ছে ধা ধা করে। এই চোখ মুখ কাটা কাটা দারুন সুন্দরি ফর্সা মেয়েগুলো যখন রাস্তা কাপিয়ে ছুটে যায় – সেইরকম লাগে।



যাই হোক, এই হলো আমার নেপাল ভ্রমন। এ ছিলো আমার প্রথম বিদেশ ভ্রমণ। তাই ভালো লাগার মাত্রা আরো হয়তো বেশি ছিলো। আর দেশ হিসেবে নেপাল কে ১০০ দেয়া যেতে পারে। সুন্দর সাজানো গোছানো একটি দেশ। কারো কোন রকম পরামর্শ দরকার হলে নির্দিধায় জানাবেন। আপনার জন্য শুভ কামনা রইলো



বিস্তারিত আমার ব্লগ দেখুন। এখানে ক্লিক করুন।



(১ম পর্ব)

মন্তব্য ২৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৫০

রিফাত_আহমেদ বলেছেন: bhai baike chalate janina..ki upai..:-)

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৩

হাসান মাহমুদ তানভির বলেছেন: কোন ব্যাপার না। অন্য দের মতই ঘুরবেন। ট্রাভেল এজেন্ট এর মাধ্যমে গেলে ওরাই গাড়ি দিবে। আর নিজে ও ইজিলি মেনেজ করা যায়। আর হ্যাঁ। বাই সাইকেল ও ভাড়ায় পাওয়া যায়।

২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪২

আরজু পনি বলেছেন:

আচ্ছা, দাওয়াত কবুল করলাম ।

আপাতত প্রিয়তে নিয়ে রাখলাম :D

৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৫

হাসান মাহমুদ তানভির বলেছেন: ধন্যবাদ।

৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:০০

এহসান সাবির বলেছেন: দেখি যাওয়া যায় কিনা।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১৭

হাসান মাহমুদ তানভির বলেছেন: গিয়ে দেখুন। অনেক ভালো লাগবে। তবে দেশের ভেতর বান্দরবন ও কিন্তু অসাধারণ।

৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৭

এহসান সাবির বলেছেন: দেশের ভেতরে প্রায় সব যায়গাতে যাওয়া হয়ে গেছে......!! ধন্যবাদ আপনাকে।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:১১

হাসান মাহমুদ তানভির বলেছেন: ভাল লাগল শুনে। বগা লেক, রাখাইন লেক, তাজিংডং গিয়েছেন?

৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৩

এহসান সাবির বলেছেন: তাজিংডং যাইনি, কোনো হাওড়ে যাওয়া হয়নি, স্টিমারে করে ঢাকা টু কোথাও যাইনি.......!! আরো কিছু লিস্ট আছে...। দোয়া করবেন যেন সব যায়গাতে যেতে পারি।
ধন্যবাদ আপনাকে।

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৮

হাসান মাহমুদ তানভির বলেছেন: অবশ্যই। শুভ কামনা রইলো। ভালো থাকবেন।

৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫৭

মুহিব বলেছেন: বর্ননা ভাল। গাইডের মত। ধন্যবাদ।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৫

হাসান মাহমুদ তানভির বলেছেন: ধন্যবাদ। :)

৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৪

েবনিটগ বলেছেন: :D

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৮

হাসান মাহমুদ তানভির বলেছেন: :)

৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৫

কান্ডারি অথর্ব বলেছেন:

সুন্দর পোস্ট

১০| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৫

হাসান মাহমুদ তানভির বলেছেন: ধন্যবাদ।

১১| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৩

আসিফ রেজা চৌধুরী (Asif Reza Chowdhury) বলেছেন: আপনি এত জোস লিখলেন কেমনে?
কাজের কথায় আসি- আপনারা কয়জন গেসিলেন?

১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৬

হাসান মাহমুদ তানভির বলেছেন: থ্যাংকস ভাই। আমি একাই গিয়েছিলাম :)

১২| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৩৪

আসিফ রেজা চৌধুরী (Asif Reza Chowdhury) বলেছেন: আমি আপনার সাথে যোগাযোগ করতে চাচ্ছিলাম। ফেবু বা ইমেইল বা ফোন নাম্বার- যেকোন ভাবে। আমি আমার কয়েকজন ফ্রেন্ড নিয়ে নেক্সট ইয়ার যাওয়ার প্ল্যান করতেসি। নেক্সট ইয়ার কারন নিজের টাকায় যাব ঘুরতে আর টিউশনি করে তা জমাতে হবে। তাই একটু সময় লাগছে। এখন আপনার সাথে এব্যাপারে কিছু কথা বলতাম- কিছু জানতাম। এই আর কি। আমার ইমেইল আইডি- [email protected]

১৩| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:১৪

হাসান মাহমুদ তানভির বলেছেন: আমার ফেবু আইডি : https://www.facebook.com/hassantanvir777

১৪| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:২৭

জাফরুল বলেছেন: খরচাপাতির ব্যাপারে কিছু বললে ভালো হতো।

১৫| ২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ২:৩৩

হাসান মাহমুদ তানভির বলেছেন: এখানে দেখূন

১৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:০০

বাতিল প্রতিভা বলেছেন: ভাই, সামুতে আপনার একটা পোস্টে দেখলাম সম্প্রতি আপনি নেপাল ঘুরে এসেছেন। সামনের ১৩ ডিসেম্বর নেপাল যাচ্ছি। কয়েকটা প্রশ্ন ছিল, আপনার হেল্প দরকার। আমরা ভার্সিটি থেকে ৩৫ জনের দল টুরিস্ট এজেন্সীর মাধ্যমে যাচ্ছি।
এই সময়ের পোশাকের ব্যাপারে কোন পরামর্শ দিতে পারবেন কি?? খুব ভারী জ্যাকেট লাগবে কি?
টাকা কিভাবে নিয়ে যাব? ডলার করে? অথবা নেপালী রূপীতে নিয়ে গেলে এয়ারপোর্টে কোন সমস্যা হতে পারে? সমস্যা না হলে একজন সর্বোচ্চ কত নিতে পারবে?
প্যারাগ্লাইডিং এর কত সময়ে কত খরচ?
টুরিস্ট এজেন্সীই হোটেল ও খাওয়া-দাওয়া আর সাইট ভিজিটিং ম্যানেজ করবে। আপনার কোন পরামর্শ থাকলে বলবেন।
বিরক্ত করার জন্য দুঃখিত। শীঘ্রই উত্তর প্রয়োজন।

১৬ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:১৪

হাসান মাহমুদ তানভির বলেছেন: খব ভারী লাগবে না, তবে জাকেট লাগবে।

US $ নিয়ে যেতে পারেন। endorsement করে নিয়ে যাবেন ব্যাংক থেকে। অথবা মাষ্টার/ভিসা কার্ডে করে নিয়ে ওখানের ATM থেকে তুলতে পারবেন।

সর্বোচ্চ? যত ইচ্ছে নেন। আপনার তো বিলিয়ন ডলার নিয়ে যাচ্ছেন না।

পেরাগ্লাইডীং ঃ ১০০ ডলার পড়বে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.