![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি, একটা আন্তর্জাতিক মানের অলস। আলসেমির জন্যে তেমন কিছুই করা হয়ে ওঠে না। মাঝেমাঝে ছোট-বড় কিছু লাইন লিখি। সেগুলো যে কবিতা হয় না, ভালই বুঝি। " আমি সদ্য গড়েওঠা নগরে ল্যাম্পপোস্টের পাশে অবহেলিত জোনাকি, অথবা শব্দদূষণে শিস দেয়া দোয়েল, অথবা সতেজ বাতাস ফুসফুসে আমি; এই বিষাক্ত নগরে।" ফেইসবুকে আমি: http://facebook.com/murshidyshawon
একুশ সদা বহমান
শাওন আহমেদ
একুশ ছিল মুক্ত পাখি, মুক্ত ছিল যার ডানা স্বাধীনতা আরেক পাখি, এই পাখিটা তার ছানা।
একুশ ছিল হৃদয় মাঝে অঙ্কুরিত বীজের নাম
ধরিত্রীকে জ্ঞাপন করা বীরের জাতির নিজের নাম।
একুশ মানে বুক জমিনে বুলেট চাষের পূর্ণ পাঠ
রক্ত সেচ-এ, মুক্তি শস্যে ভরে ওঠা জীর্ণ মাঠ।
একুশ মানে জানিয়ে দেয়া, নয় আমাদের ভীত করুণ
রাজপথটাকে ক্যানভাস করে, এঁকেদেয়া লাল অরুণ।
একুশ রবে চেতনাতে, বাংলা আছে যত দিন
আছে একুশ ফুরোয়নিতো, আজ অথবা গত দিন।
একুশ আছে পৌঢ়ের মুখে, আছে শিশুর বুলিতে
ফেব্রুয়ারীর একুশ তারিখ কেমনে পারি ভুলিতে।
উৎসর্গ
নাম জানা, নাজানা সকল ভাষা সৈনিককে।
©somewhere in net ltd.