নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাওয়াই জাহাজ

আমি, একটা আন্তর্জাতিক মানের অলস। আলসেমির জন্যে তেমন কিছুই করা হয়ে ওঠে না। মাঝেমাঝে ছোট-বড় কিছু লাইন লিখি। সেগুলো যে কবিতা হয় না, ভালই বুঝি। " আমি সদ্য গড়েওঠা নগরে ল্যাম্পপোস্টের পাশে অবহেলিত জোনাকি, অথবা শব্দদূষণে শিস দেয়া দোয়েল, অথবা সতেজ বাতাস ফুসফুসে আমি; এই বিষাক্ত নগরে।" ফেইসবুকে আমি: http://facebook.com/murshidyshawon

হাওয়াই জাহাজ › বিস্তারিত পোস্টঃ

কবিতা: মিথ্যে জোনাক

০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৪০

মিথ্যে জোনাক



শাওন আহমেদ (হাওয়াই জাহাজ)



অন্ধকারে নিঃসঙ্গ আমি কখনই পাইনি

অকৃত্রিম জোনাকের সঙ্গ,

যে জোনাকের সান্নিধ্যে কাটিয়েছি বহু নিঃসঙ্গ রাত;

সেছিল নিছক দৃষ্টিবিভ্রম।

সেতো জোনাক ছিলনা,

ছিল তপ্ত স্ফুলিঙ্গ!

জোনাক ভেবে প্রকম্পিত আঙুলে তাকে ছুঁয়ে দিতেই -

আৎকে উঠেছিলাম তিক্ত স্পর্শানুভূতিতে!



একাকীত্বের এই কঠিন ক্ষণে,

ঘুমকাতুরের চোখে লেপটে দিয়ে রাজ্যের দুঃস্বপ্ন,

আশাহত করে দিয়ে আশাবাদী মন,

নিশাচর করে গেছে মিথ্যে জোনাক।



তাই হৃদয়ের নির্জলা স্বপ্ন জ্বালিয়ে,

জোনাকের খোঁজে আজ হয়েছি ফানুস!

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.