![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি, একটা আন্তর্জাতিক মানের অলস। আলসেমির জন্যে তেমন কিছুই করা হয়ে ওঠে না। মাঝেমাঝে ছোট-বড় কিছু লাইন লিখি। সেগুলো যে কবিতা হয় না, ভালই বুঝি। " আমি সদ্য গড়েওঠা নগরে ল্যাম্পপোস্টের পাশে অবহেলিত জোনাকি, অথবা শব্দদূষণে শিস দেয়া দোয়েল, অথবা সতেজ বাতাস ফুসফুসে আমি; এই বিষাক্ত নগরে।" ফেইসবুকে আমি: http://facebook.com/murshidyshawon
সতর্কীকরণ
শাওন আহমেদ ( হাওয়াই জাহাজ)
প্রেমিক চিনতে কিশোরী তুমি, পরিচয় দাও ব্যর্থতার;
বিপ্লবীদের লাল বসনে, প্রেমিক তোমার স্বৈরাচার।
প্রেমিক তোমার তপ্ত উনুন, লাল গোলাপের গুচ্ছ না;
দিপ্ত আভায় তপ্ত লাভা, আভার মতো তুচ্ছ না।
যে জোনাকের মৃদু আলো, তোমার কাছে দিবাকর;
অন্ধকারে আসবে না সে; নিষ্প্রভ উঠোন কিবা ঘর।
যে কবিটার কাব্য পাঠে; খুঁজতে খেয়াল,ভৈরবী ;
ভুল কবিতায় আসলে আঁধার, খুঁজবে তখন কই রবি (সূর্য
অর্থে)।
শুদ্ধ প্রেমিক নির্বাসিত, শুদ্ধ প্রেমের দুর্দিনে,
কৃষ্ণতে তাই ভুল হয়ে যায়, মোহন বাঁশির সুর বিনে।
কিশোরী তুমি পিরানহাতে স্বাদ নিয়েছ রূপচাঁদার;
ভুল প্রণয়ে খুব মজেছ, প্রস্তুতি নাও খুব কাঁদার।
©somewhere in net ltd.