নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাওয়াই জাহাজ

আমি, একটা আন্তর্জাতিক মানের অলস। আলসেমির জন্যে তেমন কিছুই করা হয়ে ওঠে না। মাঝেমাঝে ছোট-বড় কিছু লাইন লিখি। সেগুলো যে কবিতা হয় না, ভালই বুঝি। " আমি সদ্য গড়েওঠা নগরে ল্যাম্পপোস্টের পাশে অবহেলিত জোনাকি, অথবা শব্দদূষণে শিস দেয়া দোয়েল, অথবা সতেজ বাতাস ফুসফুসে আমি; এই বিষাক্ত নগরে।" ফেইসবুকে আমি: http://facebook.com/murshidyshawon

হাওয়াই জাহাজ › বিস্তারিত পোস্টঃ

অভিশাপ দিয়ে গেলাম.... (গণহত্যা বন্ধ হোক)

১৩ ই জুলাই, ২০১৪ রাত ১০:৪৯

অভিশাপ দিয়ে গেলাম...



শাওন আহমেদ (হাওয়াই জাহাজ)



ইহুদি কিংবা মুসলিম বুঝি না, মানুষ বুঝি!

মুখে ধর্মের ফেনা তুলে তাই,

গাইছি না হিটলারের বন্ধনা গীত,

বৈধতা দিতে হলোকাস্ট।



আমি জানি,

আমার এসব পঙক্তি মালা পথিমধ্যে কোনো বর্ষিত বোমা নিষ্ক্রিয় করার ক্ষমতা রাখে না।

ক্ষমতা রাখে না, রক্তে ভেজা ভয়ার্ত শিশুর মুখে এনে দিতে প্রশান্তির ছাপ।

তবুও আমায় লিখতে হলো;

তবুও আমায় লিখতে হলো,

অভিশাপ দেবো বলে।



আমি আজ অভিশাপ দিয়ে গেলাম; সেইসব হন্তারককে- ওরা দীর্ঘজীবী হোক, সুদীর্ঘকাল নিকৃষ্ট জীব হয়ে বেঁচে থাক

এই অবিবেচকদের গ্রহে।

আমৃত্যু নিমজ্জিত হতে থাক

ঘৃণার তীব্র বর্ষণে।

অমোচনীয় পাপ যেন দুঃস্বপ্ন হয়ে

গ্রাস করে ওদের ঘুমের আশায় সদ্য বোজা চোখ।



ওরা এমন করুণ পরিণতি বরণ করুক-

যে পরিণতি নিকৃষ্ট পাপীদের জন্যেও রাখেনি ওল্ড টেস্টামেন্ট কিংবা কোরান।





সেইসব নিকৃষ্টদেরও দিচ্ছি অভিশাপ -

যারা অপলক চেয়ে থেকে দেখে গেল রক্তে ভেজা লাশের স্তুপ,

নির্বাক শ্রোতার মতো শুনে গেল আহত শিশুর আর্তনাদ।



যারা সমরাস্রের আঁতুড়ঘরে বসে ওড়ায় মানবতার কথিত নিশান।

যাদের মানবতার কান্না থামে দানবের স্তনে রেখে মুখ।

আজ তাদের অভিশাপ দিয়ে গেলাম...





বিদ্র: প্রিয় কবি শামসুর রাহমানের এমন একটা কবিতা ছিল, তবে সেটা যথেষ্ট ভিন্ন।



আমার লেখার মূল উদ্দেশ্য কবিতাতেই স্পষ্ট, কাব্য গুণ জানান দেয়া এই কবিতার উদ্দেশ্য নয়।



















মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.