নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলার অর্থনৈতিক স্বাধীনতা চাই

হেদয়েত ইউ সাদী

হেদয়েত ইউ সাদী › বিস্তারিত পোস্টঃ

ডিজিটাল বিলবোর্ড স্থাপনের প্রভাব পরতে পারে দুর্ঘটনা সংগঠনে

২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৪২


মুভি,কিংবা নাটক দেখার জন্য যেমন অপেক্ষা করতে হয়, বিনামূল্যে বিজ্ঞাপন দেখতে হয়; ঠিক তেমনি সরকারের সাফল্যচিত্র দেখার জন্যও অপেক্ষা করতে হবে। ফ্রি বিজ্ঞাপনও দেখতে হবে। যদিও এর জন্য টেলিভিশন সেট কিনতে হবে না। ঢাকা শহরের ২৫টি স্থানে বসানো হবে এলইডি স্ক্রিনসহ ডিজিটাল বিলবোর্ড। ৭০ শতাংশ সময় প্রচার করা হবে সরকারি সফলতার চিত্র আর বাকি সময় প্রচারিত হবে বানিজ্যিক বিজ্ঞাপন যার মাধ্যমে অর্জিত হবে রাজস্ব। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য সরিয়ে ফেলা হয়েছে সকল অবাঞ্চিত বিলবোর্ড। বাংলাদেশ ডিজিটাল হচ্ছে তার প্রতিফলন এখানে পরিলক্ষিত।
বাসায় বসে ফ্রি বিজ্ঞাপন দেখায় তেমন ক্ষতি নেই। কিন্তু যদি এই বিজ্ঞাপন দুর্ঘটনা ঝুকি বাড়িয়ে দেয়, তখন দুশ্চিন্তার উদ্রেক হয়। দেশের রাস্তাঘাটের অবস্থা এমনিই ভালো না। প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় নিহত হচ্ছে অগনিত মানুষ। গতকাল শুধু শাহবাগ এলাকাই বাস চাপায় নিহত হয়েছে দুটি মেয়ে। তার উপর যদি রাস্তার মোড়ে বসানো হয় রঙ্গিন পর্দা, দুর্ঘটনার ঝুকি আরও বেড়ে যেতে পারে। চালকের মনোযোগ বিঘ্নত হতে পারে। পথচারীও পর্গা?য় তাকিয়ে থেকে পড়তে পারেন দুর্ঘটনার কবলে। আগে ফ্রি বিজ্ঞাপন সবোচ্চ সাময়িক বিরক্তি দিতে পারতো, এখন জীবনও হুমকির মুখে।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.