নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গর্বিত বাঙ্গাল !!

আমি বাংলাদেশের বাঙ্গাল ।

হেমন্তের ঘ্রাণ

thank god I'm a country boy!!

হেমন্তের ঘ্রাণ › বিস্তারিত পোস্টঃ

কষ্টের রং হোক লাল!!

২৪ শে অক্টোবর, ২০১০ বিকাল ৪:৪১

দুঃখের রং কি? সাহিত্যের ভাষায় বেদনার রং নীল ! কিন্তু নীল আকাশ , নীল সমুদ্র, মোমবাতির নীল শিখা , নীল অপরাজিতা ...... এসব তো আমার দুর্দান্ত লাগে ! মৌলিক রংয়ের বাকী ২টা সবুজ আর লাল । তবে কি কষ্টের রং সবুজ? ধুৎ...... তাও কি হয়? সবুজ মাঠ , সবুজ শস্যক্ষেতে বাতাসের দোলার চেয়ে মধুর আর কি আছে? সবুজ পতাকা , সবুজ বন , সবুজ বাংলাদেশ ...... নাহ বেদনার রং সবুজ হতেই পারে না। বেদনার রং লাল হলে কেমন হয়? লাল ...... লাল সূর্য , আকাশের লালিমা আমাদের যতই মুগ্ধ করুক লালের আছে দারুণ কষ্টের একটা দিক । গলাকাটা পশু কিংবা বুলেট বিদ্ধ সৈনিক যখন মৃত্যু যন্ত্রনায় ছটফট করে তখন তার চারপাশের ছড়ানো থাকে লাল , রক্তের লাল , কষ্টের লাল ...... বেদনার লাল !! তাই লাল ই বেদনার রং , কষ্টের রং , মৃত্যুর রং...... তাই বেদনার রং হোক লাল ...... রক্তের লাল !

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১০ বিকাল ৪:৪৬

শায়মা বলেছেন: আমার মতে কষ্ট বা বেদনার রং কালো।:(

২| ২৪ শে অক্টোবর, ২০১০ বিকাল ৪:৫০

সেজুতি_শিপু বলেছেন: লাল কে যে মিলনের রং বলা হয়, যৌবনের রং । লাল টিপ , লাল জামা , লাল শাড়ী্ ।দুর্দান্ত লাল গোলাপের কি হবে ভাই?
ভাল থাকুন । যন্ত্রনাকে আমরা কোন রং-ই দেব না - ঠিক আছে ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.