নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

টুকরো কথা

হিসলা সিবা

লেফটেন্যান্ট জেনারেল ট্রাকের চাকার নিচে ফেটে যাওয়া দিপালী সাহার হৃদপিন্ডকে যারা ভ্যালেন্টাইন-বেলুন বানিয়ে বেচে দ্যায়, অথবা যাদের শুধুমাত্র শরৎবাবুই কাঁদাতে পারেন, একমাত্র গোপাল ভাঁড়ই হাসাতে পারে- সেই নিথর স্বাভাবিকতায় মৃত মানুষদের ব্যবচ্ছেদ ঘটে এক নীল ক্লিনিকে।

হিসলা সিবা › বিস্তারিত পোস্টঃ

"দেড় কোটি লিটার রক্ত, বিশ্বাস কর আমি নিরপেক্ষ নই"

২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১২:০৭





নিরপেক্ষ একটা অবান্তর শব্দ,

ভালো আর খারাপের মাঝখানে নিরপেক্ষ বলে কোন শব্দ নাই।



যখন একাত্তরে শহীদদের সংখ্যার প্রশ্নে নিরপেক্ষ সাজতে চাও,

তখন আমি নিরপেক্ষ হতে পারি না

আমি তখন তিরিশ লাখের পক্ষে, আমি দুই লাখের, আমি প্রিয়ভাষিণীর পক্ষে।



যখন ক্রিকেট খেলার সময় তুমি দল নিরপেক্ষ হও, তখন আমি নিরপেক্ষ থাকতে পারি না

আমি তখন পাকিস্তানের বিপক্ষে, আমি দেড় কোটি লিটার টকটকে লাল রক্তের,

আমি মুক্তিযোদ্ধা রকিবুলের পক্ষে।



যখন জামাতের বিচারে তোমার আপত্তি নেই,

কিন্তু আল্লামা সাইদীর বেলায় তুমি দল নিরপেক্ষ হও,

বিশ্বাস কর আমি তখন চাইলেও তোমাকে সমর্থন করতে পারি না,

আমি তখন জাফর ইকবালের বাক প্রতিবন্ধি বোনটার পক্ষে,

আমি তখন হোগলাবুনিয়ার মধুসূদন ঘরামীর স্ত্রী শেফালী ঘরামীর পক্ষে।



যখন এই দেশে এখনই প্রতি ভোরে "দৈনিক সংগ্রাম" তোমার দরোজার তলায় দিয়ে যায় হকার,

সংবাদপত্রের স্বাধীনতার নামে তুমি নিরপেক্ষ হও, তখন আমি নিরপেক্ষ হতে পারনা তোমার মত,

আমার চোখে ভেসে ওঠে শহীদুল্লার, মুনির চৌধুরীর ক্ষত-বিক্ষত লাশ।

যাদের নাম লিস্ট ধরে ছাপিয়েছিল তারা।



কখনও কি জাতীয় পতাকার কথা ভেবেছো ? ওই লালটা শহীদের রক্ত,

যে রক্ত বইছে আমাদের ধমনীতেও। ওই সবুজটা বীরাঙ্গনাদের শাড়ি।



কিসের ভিত্তিতে একাত্তরকে অস্বীকার কর?

কোন সাহসে ?



যারা এদেশের জন্মকে অস্বীকার করেছিলো ,

এদেশ তাদের নয়,

তাদের তাবেদারদের নয়।



তুমি কাদের দলে, তোমার রক্ত কার কথা বলে?



আমায় ক্ষমা কর, আমি নিরপেক্ষ হতে পারিনি,

আমার ক্ষমা কর, আমি নিরপেক্ষ হতে চাইনি ......

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৫৮

কাজী মামুনহোসেন বলেছেন: আমায় ক্ষমা কর, আমি নিরপেক্ষ হতে পারিনি,
আমার ক্ষমা কর, আমি নিরপেক্ষ হতে চাইনি ......

দারুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.