![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেফটেন্যান্ট জেনারেল ট্রাকের চাকার নিচে ফেটে যাওয়া দিপালী সাহার হৃদপিন্ডকে যারা ভ্যালেন্টাইন-বেলুন বানিয়ে বেচে দ্যায়, অথবা যাদের শুধুমাত্র শরৎবাবুই কাঁদাতে পারেন, একমাত্র গোপাল ভাঁড়ই হাসাতে পারে- সেই নিথর স্বাভাবিকতায় মৃত মানুষদের ব্যবচ্ছেদ ঘটে এক নীল ক্লিনিকে।
ভাইসব আপনাদের সাথে একটা ব্যাবসা করব, খুবই লাভজনক ব্যবসা !!! পড়লে ঠকবেন না কথা দিচ্ছ......
আপনারা তো আমাকে চেনেনই, আপনার আর আমার মাঝে বন্ধুত্বের সম্পর্কই হবে
আমাদের এই ব্যাবসার ভিত্তি। তবে ভাই আমার কিছু শর্ত আছে, শর্ত গুলো মেনে নিলেই
শুরু হয়ে যাবে আপনার প্রফিট। ভাগ্যের চাকা ঘুরতে সময়য় লাগবে না মোটেও ......
আমাদের পুঁজি লাগবে মোট একশ টাকা।
এই টাকার পনেরো টাকা দিবেন আপনি আর পনেরো টাকা দিবো আমি,
ভাবছেন বাকি টাকা আসিব কোথা হোতে !!!
সমস্যা নাই, আমার চাচার একটা ব্যাংক আছে কি করতে ?? বাকি সত্তুর টাকা লোন করবো।
আর আমাদের ব্যাবসা হবে ফিফটি ফিফটি পার্টনারশীপে।
তবে আরও দুই একটা কথা আছে, লোন কিন্তু শোধ করবেন আপনি, সুদও দিবেন আপনি।
যদি কোন কারণে ব্যাবসা লস করে... আমি ভাই পরের দিনই আমার টাকা নিয়ে কেটে পড়ব আগের বলে রাখি।
আর যদি দুই একদিন উৎপাদন বন্ধ থাকে আমারে এটার জন্য আপনি জরিমানা দিবেন।
ওহহো... আরেকটা কথা বলতে ভুলে গেছি তো, আমরা যেই জিনিসটা উৎপাদন করবো সেটা আপনি অনেক আগে থেকেই
উৎপাদন আর বিক্রি করে আসছেন আপনাদের ঘরেই।
তবুও এই জিনিস আপনাকে বিক্রি করতে হবে আপনারা এখন যেই দামে বিক্রি করছেন তার তিনগুণ দামে।
খুব বন্ধুত্বপূর্ণ লাভজনক একটা চুক্তি... কি বলেন ?
এবারে একটু মিলিয়ে নিন রামপালের চুক্তিটা
"রামপালের বিদ্যুৎ কেন্দ্রটি হবে দুই দেশের সমান অংশীদারিত্বের ভিত্তিতে।
প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে দুই দেশের প্রতিনিধিদের সমন্বয়ে,বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি নামে একটি কোম্পানিও গঠন করা হয়েছে।
এই প্রকল্পের অর্থায়ন করবে ১৫% পি ডি বি,১৫% ভারতীয় পক্ষ আর ৭০% ঋণ নেয়া হবে। যে নীট লাভ হবে সেটা ভাগ করা হবে ৫০% হারে।
উৎপাদিত বিদ্যুৎ কিনবে পি ডি বি।
বিদ্যুতের দাম নির্ধারিত হবে একটা ফর্মুলা অনুসারে। যদি কয়লার দাম প্রতি টন ১০৫ ডলার হয়
তবে প্রতি ইউনিট বিদ্যুৎ এর দাম হবে ৫ টাকা ৯০ পয়সা এবং প্রতি টন ১৪৫ ডলার হলে প্রতি ইউনিট বিদ্যুৎ ৮ টাকা ৮৫ পয়সা।
অথচ দেশীয় ওরিয়ন গ্রুপের সাথে মাওয়া, খুলনার লবন চড়া এবং চট্টগ্রামের আনোয়ারা তে যে
তিনটি কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের যে চুক্তি হয়েছে পি ডি বির সাথে সেখানে সরকার মাওয়া থেকে
৪ টাকায় প্রতি ইউনিট এবং আনোয়ারা ও লবন চড়া থেকে ৩টাকা ৮০ পয়সা দরে বিদ্যুৎ কিনবে।
সরকার এর মধ্যেই ১৪৫ ডলার করে রামপালের জন্য কয়লা আমদানির প্রস্তাব চূড়ান্ত করে ফেলেছে।
তার মানে ৮ টাকা ৮৫ পয়সা দিয়ে পি ডি বি এখান থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ কিনবো সেটা নিশ্চিত।"
Click This Link
বিদ্যুৎ কেন্দ্র আরো আছে,
সুন্দরবন একটাই।
সুন্দরবন ধংস করে,
আমার মাটি ধংস করে,
আমার নদী ধংস করে,
আমার ফুল ধংস করে,
বাঘ হরিণ বিনাশ করে,
ভারতের দালালিতে,
ভারতের স্বার্থ দেখে,
ডাবল দামে কয়লা কিনে।
বিদ্যুৎ কেন্দ্র চাই না,
বিদ্যুৎ কেন্দ্র হবে না ......
২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৭
আমাবর্ষার চাঁদ বলেছেন: মাইরালা কেউ ওগোরে ধইরা মাইরালা..............
৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:৫৪
এইচ আর খান বলেছেন: ++++++
©somewhere in net ltd.
১|
২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৪
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: +++++++++++++