![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেফটেন্যান্ট জেনারেল ট্রাকের চাকার নিচে ফেটে যাওয়া দিপালী সাহার হৃদপিন্ডকে যারা ভ্যালেন্টাইন-বেলুন বানিয়ে বেচে দ্যায়, অথবা যাদের শুধুমাত্র শরৎবাবুই কাঁদাতে পারেন, একমাত্র গোপাল ভাঁড়ই হাসাতে পারে- সেই নিথর স্বাভাবিকতায় মৃত মানুষদের ব্যবচ্ছেদ ঘটে এক নীল ক্লিনিকে।
"উন্নতমানের আমদানিনির্ভর কয়লা ব্যবহারের মাধ্যমে পরিচালিত হবে রামপাল,
এতে কার্বন, সালফার ও অন্যান্য বায়ুদূষণের উপাদান খুব কম থাকবে।
ফলে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়বে না।"
...কয়লায় কার্বন খুব কম, তারপরেও উন্নতমানের কয়লা...
কার্বনই কয়লার মূল উপাদান বলে জানতাম,
ঐ দিকে জাফর ইকবাল স্যার আজ রামপাল নিয়ে বিবৃতি দিয়েছেনঃ-
"লংমার্চের আবেদন উপেক্ষা করে আগামী ২২ অক্টোবর রামপাল
কয়লা বিদ্যুৎকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপনের যে ঘোষণা জ্বালানি উপদেষ্টা দিয়েছেন,
তা জনমত অবজ্ঞার শামিল এবং অত্যন্ত অগণতান্ত্রিক''
-অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল
হাম্বালীগ উষ্ঠা খাঁ.... স্যারের সমর্থন আছে, দাদাদের এবার আর খুশী করতে পারবি না...
২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:১৪
হাসান কালবৈশাখী বলেছেন:
সুন্দরবনের একটা গাছও মরবেনা, বাঘও মরবে না।
বাংলাদেশ এখনো বিদ্যুত ঘাটতির দেশ। দেশটির ৪০ ভাগ লোক এখনো বিদ্যুতহিন। গত৫ বছরে ৩ হাজার মেঃওয়াট থেকে ৮ হাজার মেঃওয়াট বৃদ্ধির পরও ঘাটতি ২ হাজার, দিন দিন চাহিদা বাড়ছে ঘাটতিও বাড়ছে। কারন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ও নতুন সংযোগের সাথে বিদ্যুত উৎপাদন বাড়িয়েও ঘাটতি কমানো যাচ্ছে না। ৬৩টি নতুন বিদ্যুত কেন্দ্র স্থাপিত হওয়ার পরও বিদ্যুত ঘাটতি মেটানো যাচ্ছেনা।
২১ শতকের মধ্যে দরকার ৩০ হাজার মেঃওয়াট বিদ্যুত। এই জন্য ১হাজার মেঃওয়াটের দুটি পারমানবিক বিদ্যুত কেন্দ্রের চুক্তি হয়েছে রাশিয়ার সাথে। ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র হবে রামপালে।
অধ্যাপক আনু মুহাম্মদ প্রথম আলো তে লিখেছেন সাধারণত বিশ্বের বিভিন্ন দেশে সংরক্ষিত বনভূমি ও বসতির ১৫ কিলোমিটারের মধ্যে কয়লা বিদ্যুৎকেন্দ্র নির্মাণের অনুমোদন দেওয়া হয় না। ভারতের ‘ওয়াইল্ড লাইফ প্রটেকশন অ্যাক্ট, ১৯৭২’ অনুযায়ী, বিদ্যুৎকেন্দ্রের ১৫ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের অনুমোদন দেওয়া হয় না।
তিনি ও দুজন ভিআইপি ব্লগার দাবি করছেন আলোচিত বিদ্যুৎকেন্দ্রটির দুরত্ব ১০-১৫ কিমি। অতচ একুরেট দুরত্ব 21.25 km. গুগল ম্যাপের নিখুত স্যাটেলাইট ম্যাপ অনুযায়ী। যা ১৫ কিলোমিটার ব্যাসার্ধের চেয়ে অনেক নিরাপদ দুরত্বে আছে
ভারতের 60% বিদ্যুত কয়লা চালিত,
চীনের 70% ভাগ,
মার্কিন যুক্তরাষ্ট্রে 44.9% ,
বাংলাদেশ মাত্র .02 % যা বড়পুকুরিয়ায়, রামপাল চালু হলে 3% হবে মাত্র।
একটা পোষ্ট লিখছি, তার কিছু অংশ দিলাম
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩৮
হিসলা সিবা বলেছেন: ভাই, কার দালালি করছেন ??
শুধু কি সুন্দরবন ? বিদ্যুতের দাম যে ডাবল আর চুক্তিটা অসম সেটা কে বলবে ??
৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৪৬
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
দেশে ছাগলের সংখ্যা কম না - তার সাথে পালাক্রমে গরু বাড়তাছে
৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:২৬
ভিটামিন সি বলেছেন: বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
দেশে ছাগলের সংখ্যা কম না - তার সাথে পালাক্রমে গরু বাড়তাছে।
এই পোষ্টে এক উন্নত জাতের ছাগলের দেখা পাইলাম।
৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩৪
পথহারা সৈকত বলেছেন: ভিটামিন সি বলেছেন: বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
দেশে ছাগলের সংখ্যা কম না - তার সাথে পালাক্রমে গরু বাড়তাছে।
এই পোষ্টে এক উন্নত জাতের ছাগলের দেখা পাইলাম।
৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪৩
মোমেরমানুষ৭১ বলেছেন:
৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১১
ড. জেকিল বলেছেন: এইডা আবার কি কয়লা রে ভাই !!!!!!!!!!!
যেমন উপদেষ্টা তেমন তার জ্বালানী
৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০৯
রাখালছেলে বলেছেন: হাসান কালবৈশাখী ...দালালি দেখে মনে হচ্ছে আপনি হাম্বালীগের লোক। এত প্রমানের দরকার নাই ভাই হাসান । দাদাদের সাথে পিড়িতি করছেন একটা দুইটা সুন্দরবন তো এমনিতেই দিতে হবে ।
এইসব দালালি থামান কারন সময় বেশী নাই ।
©somewhere in net ltd.
১|
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১৭
পথহারা নাবিক বলেছেন: ""কয়লায় কার্বন খুব কম, তারপরেও উন্নতমানের কয়লা"""